X
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

তাদের বিচারে সেরা পারফর্মার

বিনোদন রিপোর্ট
০৭ মে ২০২৫, ১৭:৪৬আপডেট : ০৭ মে ২০২৫, ১৯:৫০

অনেক দিন ধরেই সেরা পারফর্মারের খোঁজে চুলচেরা বিশ্লেষণ করে চলেছেন অভিনেতা তারিক আনাম খান, নির্মাতা শিহাব শাহীন ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এবার এলো সেই পারফর্মারদের সবার সামনে হাজির করার পালা।

সেরাদের সেরা খোঁজার জমকালো এই আয়োজন ‘স্টার হান্ট’র চূড়ান্ত পর্ব দেখা যাবে শুক্রবার (৯ মে) রাত ১০টায়, দীপ্ত টিভিতে। জানা যাবে, কারা হচ্ছেন চ্যাম্পিয়ন, কারা হচ্ছেন রানার্স আপ।

দীপ্ত সূত্র জানায়, চূড়ান্ত পর্বে লড়াই করছেন বরিশালের শফিউল রাজ, কিশোরগঞ্জের মিষ্টি ঘোষ, বরিশালের হাফিজ রহমান, বরিশালের সাকিব হোসেন, সিলেটের সানজিদা চৌধুরী ও যশোরের ফারিহা রহমান দীপ্ত। 

‘স্টার হান্ট’ গ্র্যান্ড ফিনালের জমকালো এই আয়োজনে থাকছে সেরা ৬ প্রতিযোগীর নাচ, কমেডি স্কিট এবং সন্ধির মেসাপ মিউজিক আয়োজনে গান পরিবেশন করবেন সন্ধি, সভ্যতা ও কর্নিয়া।

উপস্থিত থাকছেন জুরি সদস্য তারিক আনাম খান, শিহাব শাহীন ও রাফিয়াত রশিদ মিথিলা। সেরা ৬ পারফর্মার দীপ্ত ‘স্টার হান্ট’ বিজয়ীরা পাবেন বড় পর্দার সিনেমা, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ ও টিভি সিরিজে অভিনয়ের সুযোগ। কাজী মিডিয়া লিমিটেড বিজয়ীদের সঙ্গে দুই বছরের এক্সক্লুসিভ চুক্তি করবে, যেখানে তারা নিয়মিত অভিনয়ের বিভিন্ন মাধ্যমে কাজের সুযোগ পাবেন।

গ্র্যান্ড ফিনালের আয়োজন সঞ্চালনা করছেন রাফসান সাবাব ও ইসমাত জেরিন চৈতি। নির্বাহী প্রযোজনার দায়িত্বে আছেন সাইফুর রহমান সুজন। পরিচালনায় আছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সব যুদ্ধ স্পন্সর করা: নচিকেতা
সব যুদ্ধ স্পন্সর করা: নচিকেতা
তাদের বিচারে সেরা পারফর্মার
তাদের বিচারে সেরা পারফর্মার
গানে নিয়মিত হচ্ছেন কুমার বিশ্বজিৎ
গানে নিয়মিত হচ্ছেন কুমার বিশ্বজিৎ
আবুল হায়াতের নাট্যরূপে তৌকীর আহমেদ
আবুল হায়াতের নাট্যরূপে তৌকীর আহমেদ
রবীন্দ্রজয়ন্তীতে জয়িতার উপহার
রবীন্দ্রজয়ন্তীতে জয়িতার উপহার