চলচ্চিত্রের নাম ‘নাদান’। নামের সুরে সদ্য প্রকাশিত ফাস্ট লুক পোস্টারেও মিলেছে তার প্রতিচ্ছবি। ছবিটি নির্মাণ করেছেন চিত্রগ্রাহক ফরহাদ হোসেন। জানিয়েছেন, আসছে ঈদেই মুক্তি পাচ্ছে এটি। যার প্রধান চরিত্রে রয়েছেন পরিচিত টিভিমুখ শ্যামল মাওলা।
গত বছর (২০২৪) এপ্রিলে চলচ্চিত্রটির চিত্রধারণ হয়েছে দুর্গম পাহাড় রিমাক্রিতে, শুটিংয়ে গিয়ে হঠাৎ গোলাগুলির মধ্যেও পড়েছিলো পুরো টিম।
সেদিনের ঘটনার বর্ণা এভাবে দেন নির্মাতা ফরহাদ- গত বছরের পয়লা এপ্রিল শুটিংয়ের জন্য বান্দরবানের থানচিতে যায় ‘নাদান’ টিম। দু’দিন কাজ করার পর থানচি উপজেলার সোনালী ব্যাংকে হামলা চালায় সন্ত্রাসীরা। সেখানে ব্যাপক গোলাগুলির শব্দে ভীত ‘নাদান’ টিমের সদস্যরা পাশের একটি হোটেলে অবস্থান নেন, কিছু সদস্য পাহাড়ে লুকিয়ে থাকেন। সেদিন শ্যামল মাওলার স্ত্রীও ছিলেন ইউনিটে। এমন ভয়াবহ অবস্থার মধ্যেও পুরো টিম কাজ চলিয়ে গেছে। সেই সিনেমা মুক্তির ঘোষণা দিলেন অভিনেতা শ্যামল মাওলা ও কলাকুশলীরা। ১৩ মে সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফির (সিসিটি) মাঠে ফাইনাল ম্যাচের বিরতিতে উন্মোচন করা হয় ‘নাদান’ সিনেমার পোস্টার। জানানো হয়, ঈদুল আজহায় মুক্তি পাবে ‘নাদান’। খেলার মাঠে পোস্টার উন্মোচনের মধ্যদিয়ে শুরু হলো ছবির আনুষ্ঠানিক প্রচারণা।
‘নাদান’ চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা। তার বিপরীতে অভিনয় করেছেন সায়মা স্মৃতি। শ্যামল বলেন, ‘ছবিটা খুব ভালো গল্পের। দর্শক হলে গিয়ে দেখতে পারেন। ছবি নিয়ে আমার প্রত্যাশা অনেক। দর্শক যে ভালো ছবি দেখেন, তা তো আমরা দেখতেই পাচ্ছি।’
ফরহাদ হোসেন বলেন, ‘এই সিনেমার গল্প মানুষকে অবাক করবে। কারণ এতে এমন একটি টুইস্ট আছে, যার জন্য দর্শক শেষ পর্যন্ত সিনেমাটি দেখতে বাধ্য হবেন।’
‘নাদান’-এ আরও অভিনয় করেছেন এরফান মৃধা শিবলু, রাকিব হোসেন ইভান, জুয়েল জহুর, সাইফ খান, রোশান শরীফ, কুন্তল বিশ্বাস, শাহাদাৎ শিশির, সাইফুল ইসলাম, রানা নাভিদ, কামাল খান প্রমুখ।