X
শুক্রবার, ২৩ মে ২০২৫
৯ জ্যৈষ্ঠ ১৪৩২

ঈদে আসছে সাত পর্বের ‘গণক’

বিনোদন রিপোর্ট
২৩ মে ২০২৫, ১৭:১৫আপডেট : ২৩ মে ২০২৫, ১৭:১৫

সম্প্রতি গাজীপুর পূবাইলে টানা চারদিন শুটিং-এর মধ্য দিয়ে শেষ হয়েছে ঈদের বিশেষ ধারাবাহিক ‘গণক’। এটি নির্মাণ করেছেন নাজনীন হাসান খান।

আ খ ম হাসান ও মৌসুমী হামিদকে কেন্দ্রীয় চরিত্রে রেখে ৭ পর্বের এই ধারাবাহিকে উঠে আসবে সমাজের নানান অসংগতির চিত্র।

এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আশরাফুল আশীষ, সুজাত শিমুল, মাসুদ মহী উদ্দীন, সাইকাসহ অনেকে। রাজীব মনি দাশ রচিত নাটকটির নির্মাতা সহযোগী মীর শওকত, চিত্র গ্রহণে সুজন মাহমুদ ও ফয়সাল মাসুদ। 

নির্মাতা নাটকের গল্প প্রসঙ্গে জানান, এতে দেখা যাবে ঘটনা চক্রে এক স্বর্ণকার সমাজের একজন স্বনামধন্য গণক হিসাবে প্রতিষ্ঠা পায়। দিনে দিনে তার সুনাম ছড়িয়ে পড়ে এবং লোকের চাহিদার কারণে তার আয় প্রতিপত্তি বেড়ে চলে। স্ত্রী বোঝে এটা নেহাতই কাকতালীয় ঘটনা। মিথ্যার ওপর দাঁড়িয়ে থাকা অট্টালিকার অস্তিত্ব মুহূর্তের অপেক্ষামাত্র। সামান্য ঝড় বাতাসে সে অট্টালিকা ভেঙে পড়বেই। ফলে সেই বিভীষিকাময় পরিস্থিতি যাতে না আসে সে জন্য লোকসত্য আর বাস্তবসত্যর বিভেদের দেওয়ালের মাঝে এসে পরিত্রাতা হয়ে এসে দাঁড়ায় তার স্ত্রী। স্ত্রী কি পারবে স্বামীর সুরক্ষা দিতে এ নিয়েই নাটক ‘গণক’। শুটিংয়ে নির্মাতা ‘গণক’ নির্মাণ প্রসঙ্গে নির্মাতা নাজনীন হাসান খান বলেন, ‘পরিবার হলো সব থেকে বড় পাঠশালা। পথভ্রষ্ট মানুষকে ও যে পরিবার রাজপথে ফিরিয়ে আনতে পারে, সেটা নিয়েই নাটকটি। ঈদের আনন্দকে সবার সাথে মিশে আরেকটু বাড়িয়ে নিতে বৃষ্টিকে উপেক্ষা করেই একটানা শুটিং করেছি আমরা। আশা করছি  দর্শকরা নাটকটি দেখে হাসাবে এবং ভাববে।’

নির্মাতা নাজনীন হাসান খান নির্মিত বিগত টিভি নাটক ও টেলিফিল্মের মধ্যে উল্লেখযোগ্য ‘বিশিষ্ট চিন্তাবিদ’, ‘দারোগা বউ জামাই আসামী’, ‘ভেজাল কাদের’, ‘আলো আন্ধার’, ‘মায়ের ইচ্ছা’, ‘নীল শুভ্র’ প্রভৃতি। 

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এবার ইউটিউবে এলো রাজের ‘ওমর’
এবার ইউটিউবে এলো রাজের ‘ওমর’
জাতীয় কবির জন্মদিনে...
জাতীয় কবির জন্মদিনে...
ঈদে আসছে সাত পর্বের ‘গণক’
ঈদে আসছে সাত পর্বের ‘গণক’
১১ বছর পর ‘এক পশলা বৃষ্টি’
১১ বছর পর ‘এক পশলা বৃষ্টি’
ক্রমশ আতঙ্ক ছড়াচ্ছে ‘নীলচক্র’
ক্রমশ আতঙ্ক ছড়াচ্ছে ‘নীলচক্র’