মাত্র এক মিনিট দৈর্ঘ্যেই ধরা দিয়েছে প্রেম, সংগ্রাম, সম্পর্ক, টানাপোড়েন, রাজনীতি এবং প্রতিশোধের পূর্ণদৈর্ঘ্য রূপরেখা।
আলোক হাসান পরিচালিত ও এআর মুভি নেটওয়ার্ক প্রযোজিত ‘টগর’-এর টিজার প্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্রে।
শুরুতেই সংলাপ—‘জয়িতা কোনও রক্ষিতা নয়, জয়িতা আমার বউ’—দর্শকদের আবেগে ঝাঁকুনি দিয়েছে। এতে বোঝা যায়, টগর কোনও একক চরিত্রের গল্প নয়, বরং বহুস্তর বিশিষ্ট কাহিনি। পূজা চেরী অভিনীত জয়িতা চরিত্রটি যেমন চোখে লেগে থাকে, তেমনি সুমন আনোয়ার, আজাদ আবুল কালাম ও রোজি সিদ্দিকীর সংক্ষিপ্ত ঝলকেও বোঝা যায়, তাদের উপস্থিতি গল্পে গুরুত্বপূর্ণ।
ভাইরাল হওয়ার মতো আরেকটি সংলাপ—‘আচ্ছা টগর, আমগো বাপ মা নাই ক্যান?’—গভীর শ্রেণিচেতনামূলক বাস্তবতা তুলে ধরে। টিজারের ব্যাকগ্রাউন্ড মিউজিক ও সংলাপ নিখুঁত, যা আবহ তৈরিতে বড় ভূমিকা রেখেছে। এটি নিছক একটি অ্যাকশন বাণিজ্যিক ছবি নয়, বরং গল্পনির্ভর একটি কনটেন্ট-ড্রিভেন সিনেমার ইঙ্গিত দিয়েছে টিজারটি।
সিনেমাটি প্রযোজনা করেছেন রণক ইকরাম। পরিবেশনা করছে এআর মুভি নেটওয়ার্ক। সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে সারাদেশে।