বাংলাদেশে মুক্তি পাচ্ছে নেপালি চলচ্চিত্র। যতদূর জানা গেছে, এমন ঘটনা এবারই প্রথম। ১৮ জুলাই দেশের অন্যতম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের সব শাখায় মুক্তি পাবে নেপালের জনপ্রিয় সিনেমা ‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’।
সাফটা চুক্তির আওতায় ছবিটি ঢাকায় আমদানি করছে শো মোশন লিমিটেড।
বিষয়টি নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি যদি ভুল না করি, তবে এটিই প্রথম কোনও নেপালি চলচ্চিত্র, যা বাংলাদেশে মুক্তি পাচ্ছে।’
সিনেমাটি বাংলাদেশে মুক্তি উপলক্ষে স্টার কর্তৃপক্ষের বড় আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। যাতে হাজির থাকতে পারেন সিনেমাটির প্রধান পাত্র-পাত্রী।
জানা গেছে, নেপালের ‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’র বিনিময়ে দেশটিতে রফতানি হয়েছে ঢালিউডের আলোচিত সিনেমা ‘ন ডরাই’।
সূত্র জানিয়েছে, নেপালি ভাষার এই সিনেমায় উঠে এসেছে দেশটির লোকজ সংস্কৃতি। তবে গল্পটি মূলত প্রেমকাহিনি নির্ভর। কাহিনি আবর্তিত হয় দুটি চরিত্রকে ঘিরে। একটি ডেটিং অ্যাপের মাধ্যমে যাদের পরিচয় হয়। এরপর এক ক্যাফেতে প্রথম দেখা। অনিচ্ছাকৃত ঘটনায় সেখানে কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে মেয়েটিকে অপহরণ করে ছেলেটি! এরপরই সিনেমার মূল গল্প শুরু হয়।
এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নাজির হুসেন ও সৃষ্টি শ্রেষ্ঠা। আরও অভিনয় করেছেন দুরা সঞ্জয় গুপ্ত, অমিতেষ সাহ, মদন ঠাকুর প্রমুখ। গল্প ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক দীপেন্দ্র গাউছান নিজেই। বলা দরকার, ‘ন ডরাই’ ছবিটি ২০১৯ সালে বাংলাদেশে মুক্তি পায়। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত সার্ফিং নির্ভর এই সিনেমা নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। যাতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল ও শরিফুল রাজ। সিনেমাটি নির্মিত হয়েছে স্টার সিনেপ্লেক্সের ব্যানারে।
‘ন ডরাই’ ২০১৯ সালের ২৯ নভেম্বর বাংলাদেশে মুক্তি পায়। এরপর ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ৬টি বিভাগে পুরস্কৃত হয়।