X
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
৩০ মাঘ ১৪৩১

নিরাপত্তা ডিঙিয়ে সালমানের কাছে ছুটে এলো ছেলেটি

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ মে ২০২৩, ১৮:০০আপডেট : ২৬ মে ২০২৩, ১২:৪৩

বলিউড সুপারস্টার সালমান খানের ভক্তের সংখ্যা অগণিত। ‘ভাইজান’ যেখানে যান সেখানেই ভিড় জমান ভক্তরা। তাকে এক নজর কাছ থেকে দেখতে, সুযোগ পেলে সেলফি কিংবা অটোগ্রাফ নিতে তুমুল আগ্রহ থাকে ভক্তদের। তবে ঘন ঘন খুনের হুমকি পাওয়ায় ইদানিং নিজেকে গুটিয়ে নিয়েছেন ‘সাল্লু ভাই’। তার ব্যক্তিগত নিরাপত্তা এখন আগের যেকোনও সময়ের চেয়ে বেশি। তবে এরমধ্যেই সব নিরাপত্তা বেষ্টনি ভেদ করে এক কিশোর চলে গেলেন এই তারকার কাছে। সালমানও সাহসী এই ভক্তকে বুকে জড়িয়ে নিলেন, দিলেন ভালোবাসা।

সম্প্রতি মুম্বাই ছেড়ে যাওয়ার সময় বিমানবন্দরে সব নিরাপত্তা বেষ্টনি টপকে ওই কিশোর এক ছুটে চলে যান সালমানের কাছে। এ সময় সালমান একটুও রাগলেন না। বরং উষ্ণ আলিঙ্গনে আগলে নিলেন সেই ভক্তকে। ভক্তের মুখের ঝলমলে হাসি মন জয় করে নেয় উপস্থিত সবার। নিরাপত্তারক্ষীরাও সালমানের পেছনে দাঁড়িয়ে সেই কিশোরের দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে রইলেন, ধমকালেন না একবারও। কিশোর ভক্তের সঙ্গে সালমানের সেই হৃদয়স্পর্শী দৃশ্য ছড়িয়ে গেছে সামাজিক মাধ্যমে।

বহু দিন পর কোনও অনুরাগীর সঙ্গে ‘ভাইজান’-এর এমন মুহূর্ত ধরা পড়লো ক্যামেরায়। সমাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি দেখে প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা। মন্তব্য এসেছে, ‘সালমান একজন অসাধারণ মানুষ, বাইরে থেকে বোঝা যায় না।’

‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তির পর এই নায়ক পা রেখেছিলেন কলকাতায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন কালীঘাটের বাড়িতে। সালমান সে দিনও ছিলেন হাসিখুশি, নির্ভীক। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে উপচে পড়ছিল অনুরাগীর ভিড়। তবে এবার ভিড় ঠেলে কড়া নিরাপত্তা ডিঙিয়ে সালমানের কাছে গিয়ে, তাকে জড়িয়ে ধরে ভালোবাসা ছড়িয়ে দিলেন ওই কিশোর।

সূত্র: আনন্দবাজার

/আরআইজে/
সম্পর্কিত
টিজারে পুরনো সালমান, তবু উচ্ছ্বসিত ভক্তরা
টিজারে পুরনো সালমান, তবু উচ্ছ্বসিত ভক্তরা
মনমোহনকে শ্রদ্ধা জানাতে পিছিয়ে গেলেন সালমান  
মনমোহনকে শ্রদ্ধা জানাতে পিছিয়ে গেলেন সালমান  
নিজেকে বাদ দিয়ে সালমানকে নিতে বলেছিলেন শাহরুখ!
নিজেকে বাদ দিয়ে সালমানকে নিতে বলেছিলেন শাহরুখ!
ফালাকনুমা প্যালেসে সালমান-রাশমিকা
ফালাকনুমা প্যালেসে সালমান-রাশমিকা
বিনোদন বিভাগের সর্বশেষ
সন্তান জন্মের পর সীমানা পেরিয়ে...
সন্তান জন্মের পর সীমানা পেরিয়ে...
কৌতূহল বাড়ালো ‘ঘুমপরী’র ফোরটেস্ট
কৌতূহল বাড়ালো ‘ঘুমপরী’র ফোরটেস্ট
সম্প্রচারে ‘দীপ্ত স্টার হান্ট’, যা পাচ্ছেন বিজয়ীরা
সম্প্রচারে ‘দীপ্ত স্টার হান্ট’, যা পাচ্ছেন বিজয়ীরা
অ্যাপার্টমেন্ট থেকে ভারতীয় গায়কের মরদেহ উদ্ধার
অ্যাপার্টমেন্ট থেকে ভারতীয় গায়কের মরদেহ উদ্ধার
মার্ভেল ইউনিভার্সে শাহরুখ?
মার্ভেল ইউনিভার্সে শাহরুখ?