X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

কানে তিনটি ইচ্ছে পূরণ করবে জিন!

বিনোদন ডেস্ক
২০ মার্চ ২০২২, ০০:০২আপডেট : ২০ মার্চ ২০২২, ০০:০২

আরব্য রজনীর আলাদিনের আশ্চর্য চেরাগের কাহিনি বেশ রোমাঞ্চকর। চেরাগ ঘষলেই দৈত্য বেরিয়ে আসে। এরপর চেরাগের মালিক হুকুম দিলেই পালন করে সে। এমন দৈত্যের মতো একটি জিন দেখা যাবে অস্ট্রেলিয়ান নির্মাতা জর্জ মিলারের ‘থ্রি থাউজেন্ড ইয়ারস অব লঙ্গিং’ ছবিতে। এর উদ্বোধনী প্রদর্শনী হবে কান উৎসবের ৭৫তম আসরে। ভ্যারাইটি এই তথ্য নিশ্চিত করেছে।

‘থ্রি থাউজেন্ড ইয়ারস অব লঙ্গিং’ পরিচালনা করেছেন অস্ট্রেলিয়ান নির্মাতা জর্জ মিলার। এর গল্পে দেখা যাবে, একজন নারী অধ্যাপকের সামনে হঠাৎ হাজির হয় জিন। সে নিজের মুক্তির বিনিময়ে তিনটি ইচ্ছে পূরণ করার প্রতিশ্রুতি দেয়। তুরস্কের ইস্তানবুলে একটি হোটেল রুমে তাদের কথোপকথন অপ্রত্যাশিত পরিণতির দিকে নিয়ে যায়। দুটি চরিত্রে অভিনয় করেছেন দুই ব্রিটিশ তারকা ইড্রিস অ্যালবা ও টিল্ডা সুইনটন।

সাত বছর পর আবারও পরিচালকের আসনে ফিরেছেন জর্জ মিলার। ৭৭ বছর বয়সী এই নির্মাতার আগের ছবি ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ ৬৮তম কান উৎসবে প্রতিযোগিতা বিভাগের বাইরে দেখানো হয়। এর পরের আসরে তিনি প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

(বাঁ থেকে) জর্জ মিলার, টিল্ডা সুইনটন ও ইড্রিস অ্যালবা

‘ম্যাড ম্যাক্স’ সিরিজের চারটি ছবি পরিচালনার জন্য বিখ্যাত জর্জ মিলার। তিনি এখন ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ ছবির প্রিক্যুয়েল ‘ফিউরিওসা’ বানাচ্ছেন। এতে নাম ভূমিকায় থাকছেন আনিয়া-টেলর জয়। এটি মুক্তি পাবে ২০২৪ সালের ২৪ মে।

তবে ‘ম্যাড ম্যাক্স’ ছবিগুলোর পুরো উল্টো ‘থ্রি থাউজেন্ড ইয়ারস অব লঙ্গিং’! এটি সংলাপ প্রধান ফ্যান্টাসি-রোম্যান্স ধাঁচের ছবি। এর বাজেট ৬ কোটি ডলার। গত বছরের সেপ্টেম্বরে এটি মুক্তির পরিকল্পনা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে তা পিছিয়েছে।

আয়োজকরা নিশ্চিত না করলেও বিভিন্ন সংবাদমাধ্যম এবারের কানের অফিসিয়াল সিলেকশনে আরও দুটি ছবি থাকার বিষয়টি নিশ্চিত করেছে। এগুলো হলো টম ক্রুজ অভিনীত ‘টপ গান: ম্যাভেরিক’ এবং টম হ্যাঙ্কসের ‘এলভিস’।

বিশ্বের সবচেয়ে বৃহৎ চলচ্চিত্র উৎসব কানকে ভাবা হয় সিনেমা ক্যালেন্ডারের হাইলাইট। নানান ঢঙের চলচ্চিত্র এবং প্রতিষ্ঠিত ও উদীয়মান নির্মাতাদের আন্তর্জাতিক পর্যায়ে যেতে সহায়তা দিয়ে থাকে কান। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চলচ্চিত্র উৎসব এবার ফিরছে স্বাভাবিকভাবে। এর ৭৫তম আসর অনুষ্ঠিত হবে আগামী ১৭ মে থেকে ২৮ মে পর্যন্ত। প্রতিবছরের মতো চলচ্চিত্রপ্রেমীদের মিলনমেলায় রূপ নেবে এই আয়োজন। 

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কান উৎসব ২০২৪কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল তিন বিভাগে কোন কোন দেশের ছবি
কান উৎসব ২০২৪কানের সমান্তরাল তিন বিভাগে কোন কোন দেশের ছবি
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…