X
রবিবার, ১৮ মে ২০২৫
৩ জ্যৈষ্ঠ ১৪৩২

ইরানি তিন নির্মাতাকে মুক্তি দেওয়ার দাবি কানের

বিনোদন ডেস্ক
১৩ জুলাই ২০২২, ০৯:০০আপডেট : ১৩ জুলাই ২০২২, ১৪:৩৩

ইরানের বিখ্যাত তিন চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি, মোহাম্মদ রসুলফ ও মোস্তফা আলেহ আহমাদকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি তুলেছে কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ। মঙ্গলবার (১২ জুলাই) নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে তিন নির্মাতাকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কান আয়োজকরা। তাদের মন্তব্য, ‘ইরানে চলচ্চিত্র শিল্পীদের দমন-পীড়নের ভয়াবহ চিত্র স্পষ্ট।’

উৎসবটি সবসময় সহিংসতা ও নিপীড়নের শিকার সারা বিশ্বের চলচ্চিত্র শিল্পীদের জন্য একটি আশ্রয় হয়ে থাকবে বলে কান কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছে। সৃষ্টির স্বাধীনতা এবং বাকস্বাধীনতা রক্ষায় চলচ্চিত্র শিল্পীদের কণ্ঠস্বর ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাবে আয়োজকরা।

ইরানি চলচ্চিত্র পরিচালক মোহাম্মদ রাসুলফ ও মোস্তফা আলেহ আহমেদকে গত ৮ জুলাই গ্রেফতার করে অজ্ঞাত স্থানে বন্দি রাখা হয়েছে। এরপর ১১ জুলাই তেহরানে গ্রেফতার হন জাফর পানাহি। ইরানের সাধারণ নাগরিকদের ওপর সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ করায় তাদের গ্রেফতার দেখিয়েছে দেশটির সরকার।

৬২ বছর বয়সী জাফর পানাহির বেশকিছু কাজ কানে স্থান পেয়েছে। ১৯৯৫ সালে ‘দ্য হোয়াইট বেলুন’ তাকে এনে দেয় ক্যামেরা দ’র পুরস্কার। ২০০৩ সালে আঁ সাঁর্তে রিগা শাখায় জুরি প্রাইজ জিতেছে গুণী এই নির্মাতার ‘ক্রিমসন গোল্ড’। ২০১১ সালে ক্যারোস দ’র জেতে তার ‘দিস ইজ নট অ্যা ফিল্ম’। ২০১৮ সালে প্রতিযোগিতা শাখায় ছিল তার ‘থ্রি ফেসেস’। এটি সেরা চিত্রনাট্য পুরস্কার জেতে।

২০১৫ সালে ‘ট্যাক্সি’ ছবির সুবাদে ৬৫তম বার্লিন চলচ্চিত্র উৎসবে স্বর্ণভালুক জেতেন জাফর পানাহি। ২০০৬ সালে বার্লিনে জুরি গ্রাঁ প্রিঁ জেতে তার ‘অফসাইড’। ২০১৩ সালে ‘ক্লোজড কার্টেইন’ ছবির সুবাদে সেরা চিত্রনাট্যের জন্য রৌপ্যভালুক পান তিনি। ২০০০ সালে তার ‘দ্য সার্কেল’ ভেনিস চলচ্চিত্র উৎসবে স্বর্ণসিংহ জিতেছে। 

৭০তম কান চলচ্চিত্র উৎসবে আঁ সাঁর্তে রিগা শাখায় সেরা চলচ্চিত্র হয় মোহাম্মদ রাসুলফের ‘অ্যা ম্যান অব ইন্টেগ্রিটি’। এরপর থেকে তিনি ইরানে কাজের স্বাধীনতা থেকে বঞ্চিত ছিলেন। ২০১১ সালে একই শাখায় ‘গুডবাই’ ছবির সুবাদে সেরা পরিচালক স্বীকৃতি পান তিনি। ২০১৩ সালে তার ‘ম্যানুস্ক্রিপ্টস ডোন্ট বার্ন’ ফিপরেস্কি পুরস্কার পায়। ২০২০ সালে ‘দেয়ার ইজ নো এভিল’ ছবির মাধ্যমে বার্লিন উৎসবে স্বর্ণভালুক জেতেন তিনি। 

এদিকে ২০২৩ সালের ১৬ মে শুরু হবে ৭৬তম কান চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র শিল্পী, পেশাদার চলচ্চিত্র কর্মী, সাংবাদিক ও চলচ্চিত্রপ্রেমীদের অংশগ্রহণে ১২ দিনের এই আয়োজন চলবে ২৭ মে পর্যন্ত। 

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
সালমান রুশদিকে ছুরিকাঘাত করা ব্যক্তির ২৫ বছরের কারাদণ্ড
সালমান রুশদিকে ছুরিকাঘাত করা ব্যক্তির ২৫ বছরের কারাদণ্ড
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
মতবিরোধ সত্ত্বেও পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র
মতবিরোধ সত্ত্বেও পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র
ভারত ও পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান জানালো ইরান
ভারত ও পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান জানালো ইরান
বিনোদন বিভাগের সর্বশেষ
পুরস্কৃত ‘দেয়ালের দেশ’ চিত্রকর
পুরস্কৃত ‘দেয়ালের দেশ’ চিত্রকর
কান উৎসবে ফ্রেমবন্দী নির্মাতা ক্রিস্টেন স্টুয়ার্ট!
কান উৎসবে ফ্রেমবন্দী নির্মাতা ক্রিস্টেন স্টুয়ার্ট!
অন্তর্জালে ‘আকাশ হয়ে আছো তুমি’
অন্তর্জালে ‘আকাশ হয়ে আছো তুমি’
রিমাক্রিতে চিত্রায়িত সিনেমা ‘নাদান’
রিমাক্রিতে চিত্রায়িত সিনেমা ‘নাদান’
আকি কাউরিসমাকির চলচ্চিত্র—রাজনীতি ও আত্মপরিচয়ের অনুসন্ধান 
তৃতীয় চোখআকি কাউরিসমাকির চলচ্চিত্র—রাজনীতি ও আত্মপরিচয়ের অনুসন্ধান