X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

হচ্ছে ‘গেম-টু’: নিরবের সঙ্গে দুই নবাগতা

বিনোদন রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৬, ১৯:২৭আপডেট : ১২ জানুয়ারি ২০১৬, ১৩:৪৪

গত বছরের প্রথম ছবি হিসাবে মুক্তি পেয়েছে নিরব-অমৃতা জুটির ‘গেম’। ২০১৫ সালের ২ জানুয়ারি মুক্তি পাওয়া এ ছবির পরিচালক ছিলেন রয়েল-অনিক জুটি। জাকারিয়া সৌখিনের চিত্রনাট্যে এ ছবিতে নিরবের হাত ধরে অভিষেক ঘটে নায়িকা অমৃতার। বানিজ্যিক ভাবে তেমন সাফল্য না পেলেও রোমান্টিক-অ্যাকশন ছবি হিসেবে ভালোই আওয়াজ তোলে মিডিয়ায়।

নিরবের হাত ধরে অভিষেক ঘটছে দুজনের। পিজে হেলেন (বামে) ও লাবণ্য (ডানে)।
সেই আওয়াজে মাত্রা যোগ হচ্ছে আবারও। নির্মিত হচ্ছে ‘গেম-টু’। নিরবের হাত ধরে ঢালিউডে পা রাখছে আরও দুই নবাগতা। সোমবার সন্ধ্যায় বিষয়টি জানালেন নায়ক নিরব। বললেন, ‘এবার আরও বাড়তি আয়োজন নিয়ে তৈরি হচ্ছে ছবিটির সিক্যুয়াল। সবই চূড়ান্ত। ১ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত টানা শ্যুটিং হবে বাংলাদেশের বিভিন্ন লোকেশনে।’

তিনি আরও জানান, ছবিটি সিক্যুয়াল হলেও এতে ব্যাপক পরিবর্তন এসেছে। এ ছবিটি একাই পরিচালনা করবেন রয়েল খান। অমৃতা খানের বদলে এবার থাকছেন পিজে হেলেন ও লাবণ্য। দুই নায়িকার অভিষেক ঘটছে এ ছবির মধ্য দিয়ে। এদিকে প্রথম পর্বের চিত্রনাট্যকার বদলে এবার সে কাজটি করছেন আব্দুল্লাহ জহির বাবু।

‘গেম-টু’তে এত পরিবর্তণ আনার কারণ হিসেবে নিরব বলেন, ‘দেখুন ব্যাট আর বল বলে একটা টার্ম আছে সবকিছুতে। আগের (গেম) সেটআপ দিয়ে ব্যাট-বল ঠিক মিলছিল না। তাছাড়া এবার (গেম-টু) আমরা আরও ভালো কিছু করতে চাইছি। ফলে সময়ের দাবিতেই অতীত ভুলে এবার বেশ কিছু পরবর্তন আনতে হয়েছে।’
নিরবের ডান হাতে পিজে হেলেন ও বাম হাতে লাবণ্য
       

রয়েল এন্টারটেইনমেন্ট এর ব্যানারে নির্মিতব্য এ ছবিতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, ডন সহ অনেকেই। আর ছবিটির জন্য গান তৈরি করছেন আরফিন রুমি ও বেলাল খান।

নিরব বলেন, ‘প্রথম গল্পের পরের গল্পটাই বলবো এবার। পুরো গল্প অপরাধ জগত নিয়ে। যেখানে আমি পেশাদার খুনির চরিত্রে অভিনয় করবো। খুন করতে গিয়ে একটা মেয়ের প্রেমে পড়ে যাবো। শুরু হবে খুন ও প্রেমের লড়াই।’

/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
পরীর মনে প্রেমানুভব!
পরীর মনে প্রেমানুভব!
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি