X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

‘মুজিব’ সিনেমার জন্য অনুশোচনায় ভোগেন না ফারিয়া

বিনোদন রিপোর্ট
২২ মার্চ ২০২৫, ১৭:১৪আপডেট : ২২ মার্চ ২০২৫, ২২:৪৬

আরিফিন শুভ, চঞ্চল চৌধুরী থেকে নুসরাত ফারিয়া, ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয়রের জন্য শিকার হয়েছেন কটাক্ষের।

ঢালাওভাবে বলা হয়েছে, এই সিনেমায় যারা অভিনয় করেছেন, তারা প্রত্যেকে আওয়ামীপন্থী ছিলেন। যদিও এই যুক্তির সত্যতা কতখানি, তা নিয়ে প্রশ্ন আছে বৈকি! কিন্তু এটা ঠিক, দেশের রাজনৈতিক পট পরিবর্তনে এই সিনেমায় অভিনয় করা শিল্পীরা আছেন বিপদে। নুসরাত ফারিয়া  ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছিল একটি বিশাল বাজেটের সিনেমা। দেশের একঝাঁক অভিনেতা-অভিনেত্রীরা এখানে কাজ করেছেন। কিন্তু এই সিনেমায় কাজ করার সুবাদে কয়েকজন শিল্পীকে বেশ অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। নুসরাত ইমরোজ তিশাকে নিয়ে তেমন কোনও সমালোচনা না হলেও আরিফিন শুভ, চঞ্চল চৌধুরী আর নুসরাত ফারিয়া ‘মুজিব’ সিনেমায় অভিনয়ের জন্য শিকার হয়েছেন তুমুল কটাক্ষের।

নুসরাত ফারিয়া এতদিন বিষয়টি নিয়ে কথা না বললেও এবার তিনি মুখ খুলেছেন ক্যামেরার সামনে।

আসছে ঈদে ফারিয়া অভিনীত ‘জ্বীন ৩’ সিনেমা মুক্তি পাবে। এ নিয়ে মহা ব্যস্ত তিনি। তবে এরইমধ্যে শেখ হাসিনা চরিত্রে অভিনয় করার পর যে সমালোচনার শিকার হয়েছেন, তা নিয়ে প্রথমবার ক্যামেরার সামনে কথা বলেন এই অভিনেত্রী। নুসরাত ফারিয়া সম্প্রতি একটি পডকাস্টে নুসরাতকে প্রশ্ন করা হয়, আপনি কি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কারণে অনুশোচনায় ভোগেন?

এই প্রশ্নের উত্তরে ফারিয়া বেশ বুদ্ধিদীপ্ত ও আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘এখানে অনুশোচনার মতো কিছুই নেই। আমরা শিল্পীরা সাড়ে ৫টায় ঘুম থেকে উঠে গভীর রাত পর্যন্ত কাজ করি। এর পেছনে অনেক  শারীরিক পরিশ্রম যায়। বিশেষকরে এই সিনেমার (মুজিব: একটি জাতির রূপকার) জন্য ২০১৯ থেকে ২০২৩ সাল- এই ৫ বছর আমি একই লুকে নিজেকে মেইনটেইন করেছি। চুলে কোন রঙ করিনি, কালো চুল নিয়ে ঘুরেছি এই চরিত্রটির জন্য। একটা নির্দিষ্ট পরিমাণ শারীরিক ওজনের মধ্যে থাকতে হয়েছে। মোট কথা আমি বলতে চাই, এই সিনেমার জন্য আমি আমার জীবনের দীর্ঘ ৫টি বছর দিয়েছি। ফলে সেই কাজটিকে নিয়ে যদি অনুশোচনা করি তাহলে আমার পেশাকেই অপমান করা হবে।’

এরপর তিনি বলেন, ‘এই সিনেমার জন্য আমি যে পরিস্থিতি পার করেছি বা এখনো করছি তা আমার ভাগ্যে লেখা ছিলো বলেই মনে করি। এটা খণ্ডানোর ক্ষমতা আমার ছিলো না।’ নুসরাত ফারিয়া তবে ফারিয়া এ কথাও বলেন, একটি দেশের সরকারি পর্যায় থেকে কোন কাজের প্রস্তাব আসলে তা নিজের অতো পছন্দ না হলেও মানা করা যায় না।

জুলাই আন্দোলনে ফারিয়া ছিলেন কানাডাতে। তিনি সেখান থেকেই ছাত্রদের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছিলেন বলে জানান।

বলা দরকার, ফারিয়া অভিনীত ‘জ্বী ৩’ সিনেমার তার বিপরীতে অভিনয় করেছেন সজল নূর। সিনেমাটি ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

/সিবি/
সম্পর্কিত
ঈদের ৬ সিনেমা: কোনটা কতো হলে
ঈদের ৬ সিনেমা: কোনটা কতো হলে
প্রশংসায় ভাসছে ‘জ্বীন-কন্যা’!
প্রশংসায় ভাসছে ‘জ্বীন-কন্যা’!
ফিরছেন ফারিয়া, পোস্টারে ‘হাহা’ রিঅ্যাক্টের ঢল!
ফিরছেন ফারিয়া, পোস্টারে ‘হাহা’ রিঅ্যাক্টের ঢল!
‘যদি নতুন সরকার ডাকে, অবশ্যই সাড়া দেবো’
‘যদি নতুন সরকার ডাকে, অবশ্যই সাড়া দেবো’
বিনোদন বিভাগের সর্বশেষ
শহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন
গীতিকবির গল্পশহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে