X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

থানায় ‘বরবাদ’ টিম

বিনোদন রিপোর্ট
০১ এপ্রিল ২০২৫, ১৬:২৬আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ১৭:০৩

শাকিব খানের সিনেমা মানেই দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনা। আর সেটি যদি হয় ঈদের সিনেমা তাহলে তো কথাই নেই। শাকিবের ‘বরবাদ’ নিয়ে আগে থেকেই দর্শকের মধ্যে তুমুল আগ্রহ ছিল। মুক্তির পরেও লক্ষ্য করা যাচ্ছে বিষয়টি। কারণ, উল্লেখযোগ্যসংখ্যক দর্শক হলে হাজির হচ্ছেন সিনেমাটি দেখতে। দারুণ সাড়াও পাচ্ছে সিনেমাটি।

এত দর্শক চাহিদা বলেই, এবারের ঈদে সর্বোচ্চ ১২০টি হলে মুক্তি পেয়েছে ‘বরবাদ’। তবে সিনেমাটি পড়েছে পাইরেসির কবলে। কিছু অসাধু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্নভাবে ছড়িয়ে দিচ্ছে ‘বরবাদ’-এর পাইরেসি।

‘বরবাদ’কে পাইরেসির হাত থেকে বাঁচাতে এবং সেই অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে থানায় হাজির হলেন বরবাদের পরিচালক-প্রযোজক।

বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তারা। ‘বরবাদ’ সিনেমার প্রযোজক স্বার্থহীন আক্তার সুমি বলেন, “আমারা সিনেমাটির পাইরেসি বন্ধ করতে মুক্তির আগেই একটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছিলাম। তারা সোশ্যাল মিডিয়ায় পাইরেসি বন্ধ করতে কাজ করে। এ কারণে ‘বরবাদ’-এর যেসব ফুটেজ সোশ্যাল মিডিয়াতে এসেছে সেগুলো সক্রিয়ভাবেই নেমে যাচ্ছে। কিন্তু যারা সিনেমা হল থেকে ফোন বা ক্যামেরা দিয়ে কপি করছেন সেসব ফুটেজ ডিলিট করতে আমাদের একটা আইনি ব্যবস্থা নেওয়ার জরুরি ছিল।”

এ বিষয়ে তিনি আরও বলেন, ‘সকালে টেলিগ্রাম গ্রুপে আমাদের সিনেমা দেখার পর আমরা থানায় আসি। এমন  করলে তো সিনেমা করা যাবে না। এটা তো হল মালিকদের ব্যবসার ক্ষতি আর সেই সঙ্গে আমাদের জন্যও বিষয়টা ক্ষতিকর।’

পরিচালক মেহেদি হাসান হৃদয় জানান, কোন কোন হল থেকে সিনেমা পাইরেসি হয়েছে সেটা জানা সম্ভব হয়নি। তারা এই পাইরেসির বিরুদ্ধে আইনিভাবে ব্যবস্থা নিচ্ছেন।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বরবাদ টিমের পক্ষ থেকে একটি পোস্ট দিয়েছেন। নির্মাতা লেখেন, “বড় পর্দায় দেখুন ‘বরবাদ’। পাইরেসি থেকে বিরত থাকুন, শিল্প ও শিল্পীর সম্মান করুন। ‘বরবাদ’ চলচ্চিত্র নির্মিত হয়েছে অসংখ্য কলা-কুশলীর কঠোর পরিশ্রম ও সৃজনশীলতায়। আপনার এক মুহূর্তের পাইরেসি পুরো টিমের পরিশ্রমকে ‘বরবাদ’ করতে পারে।”

উল্লেখ্য, ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। এছাড়াও আছেন যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ও ফজলুর রহমান বাবু প্রমুখ।

/সিবি/
সম্পর্কিত
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
‘বরবাদ’ দিয়ে এসকে ফিল্মস-এর আন্তর্জাতিক যাত্রা
‘বরবাদ’ দিয়ে এসকে ফিল্মস-এর আন্তর্জাতিক যাত্রা
অবশেষে অবসান...
অবশেষে অবসান...
বিনোদন বিভাগের সর্বশেষ
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
হেমাঙ্গ বিশ্বাসের বিখ্যাত গান থেকে টিভি নাটক
হেমাঙ্গ বিশ্বাসের বিখ্যাত গান থেকে টিভি নাটক
২০০০ পর্বের মালইলফলক ছুঁয়ে জন্মদিন!
২০০০ পর্বের মালইলফলক ছুঁয়ে জন্মদিন!