X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ভেনিস উৎসবের অফিসিয়াল সিলেকশনে কোন তারকারা

জনি হক
২৭ জুলাই ২০২২, ২১:৪৪আপডেট : ২৭ জুলাই ২০২২, ২১:৪৪

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরের অফিসিয়াল সিলেকশন ঘোষণা করা হলো। মঙ্গলবার (২৬ জুলাই) তালিকাটি প্রকাশিত হয়েছে। ইরানে কারাবন্দি জাফর পানাহির নতুন ছবি ‘নো বিয়ারস’ স্থান পেয়েছে মূল প্রতিযোগিতা শাখায়। তার স্বদেশি বাহিদ জালিলবান্দ পরিচালিত ‘বিয়ন্ড দ্য ওয়াল’ও আছে তালিকায়। এশিয়া থেকে মূল প্রতিযোগিতায় রয়েছে জাপানের কোজি ফুকাদার ‘লাভ লাইফ’।

এবার মূল প্রতিযোগিতা শাখায় রয়েছে ২৩টি চলচ্চিত্র। এরমধ্যে নারীরা পরিচালনা করেছেন পাঁচটি। এগুলো হলো জোয়ানা হগের ‘দ্য এটারনাল ডটার’, লরা পয়েট্রাসের ‘অল দ্য বিউটি অ্যান্ড দ্য ব্লাডশেড’, রেবেকা জোলোটস্কির “আদার পিপল’স চিলড্রেন”, অ্যালিস ডিওপের ‘সেন্ট অমের’ এবং সুজানা নিকিয়ারেল্লির ‘চিয়ারা’।

‘সেন্ট অমের’ ছবির দৃশ্য

আগামী ৩১ আগস্ট শুরু হবে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী ছবি নির্বাচিত হয়েছে নোয়া বাউমবাকের ‘হোয়াইট নয়েজ’। এবারই প্রথম নেটফ্লিক্সের ছবির মাধ্যমে পর্দা উঠবে এই উৎসবের। এতে অভিনয় করেছেন অ্যাডাম ড্রাইভার ও নোয়ার বাগদত্তা গ্রেটা গারউইগ। ১৯৮৫ সালে প্রকাশিত আমেরিকান কথাসাহিত্যিক ডন ডেলিলোর ‘হোয়াইট নয়েজ’ উপন্যাস অবলম্বনে সাজানো হয়েছে এটি। এর গল্প লিবারেল-আর্টসের অধ্যাপককে ঘিরে, যিনি হিটলার সম্পর্কিত কোর্স করান। চতুর্থ স্ত্রীর সঙ্গে তার সংসার।

‘হোয়াইট নয়েজ’ ছবির দৃশ্য

মূল প্রতিযোগিতা শাখায় নেটফ্লিক্সের আরেক তুরুপের তাস হতে পারে আলেহান্দ্রো গঞ্জালেজ ইনারিতুর ‘বার্দো, ফলস ক্রনিকল অব অ্যা হ্যান্ডফুল অব ট্রুথস’। এর গল্প একজন মেক্সিকান সাংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতাকে ঘিরে, যিনি দেশে ফিরে অস্তিত্ব সংকটের মধ্যেই কাজ চালিয়ে যান।

‘ব্লন্ড’ ছবির দৃশ্যে আনা ডি আরমাস

নেটফ্লিক্সের বহুল প্রতীক্ষিত ‘ব্লন্ড’ মূল প্রতিযোগিতা শাখার অন্যতম আকর্ষণ। হলিউড অভিনেত্রী মেরিলিন মনরোর এই বায়োপিকে অভিনয় করেছেন আনা ডি আরমাস। এছাড়া প্রতিযোগিতা শাখার বাইরে রয়েছে নেটফ্লিক্সের সিরিজ ‘কোপেনহ্যাগেন কাউবয়েজ’।

‘টার’ ছবিতে কেট ব্ল্যানচেট

হলিউডের প্রথম সারির অভিনেত্রীদের দেখা যাবে এবারের মূল প্রতিযোগিতায়। এরমধ্যে ইমানুয়েল ক্রিয়ালেজে পরিচালিত “লি’মেসিতা”য় অভিনয় করেছেন স্প্যানিশ তারকা পেনেলোপি ক্রুজ। টড ফিল্ডের ‘টার’ ছবিতে আছেন কেট ব্ল্যানচেট।

ইতালির লিদো শহরে ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রাণকেন্দ্র পালাৎসো দেল সিনেমার লালগালিচায় হলিউডের আরও কয়েকজন তারকার সমাবেশ ঘটবে। মূল প্রতিযোগিতা শাখায় আছে হিউ জ্যাকম্যান, লরা ডার্ন ও ভ্যানেসা কার্বি অভিনীত ‘দ্য সান’, টিল্ডা সুইনটন অভিনীত ‘দ্য এটারনাল ডটার’, টিমোথি শালামে অভিনীত ‘বোনস অ্যান্ড অল’। এছাড়া ড্যারেন অ্যারোনোফস্কির ‘দ্য হোয়েল’ ছবির প্রচার করতে আসবেন ব্রেন্ডন ফ্রেজার এবং ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা স্যাডি সিঙ্ক।

‘ডোন্ট ওরি ডার্লিং’ ছবির দৃশ্য

প্রতিযোগিতা শাখার বাইরে নির্বাচিত হয়েছে অভিনেত্রী-নির্মাতা অলিভিয়া ওয়াইল্ডের ‘ডোন্ট ওরি ডারলিং’। এতে অভিনয় করেছেন ব্রিটিশ গায়ক-অভিনেতা হ্যারি স্টাইলস। তার সহশিল্পীরা হলেন ‘ব্ল্যাক উইডো’ তারকা ফ্লোরেন্স পিউ, ‘ওয়ান্ডার ওম্যান’ তারকা ক্রিস পাইন এবং অলিভিয়া ওয়াইল্ড।

দক্ষিণ কোরিয়ার প্রয়াত পরিচালক কিম কি-দুকের ‘কল অব গড’ রয়েছে প্রতিযোগিতা শাখার বাইরে। তার মৃত্যুর পর এটি সম্পাদনার কাজ হয়েছে।

উৎসবে অংশ নিতে বিশ্বের সেরা কয়েকজন চলচ্চিত্র পরিচালক খালের শহর ভেনিসে সমবেত হবেন। আগামী ১০ সেপ্টেম্বর উৎসবের সমাপনীতে সর্বোচ্চ পুরস্কার স্বর্ণসিংহ বিজয়ী ছবির নাম ঘোষণা করবেন বিচারকদের প্রধান অস্কারজয়ী অভিনেত্রী জুলিয়ান মুর। সমাপনী ছবি নির্বাচিত হয়েছে প্রতিযোগিতা শাখার বাইরে নির্বাচিত ফ্রান্সেসকো কারোৎসিনির ‘দ্য হ্যাংগিং সান’।

‘বোনস অ্যান্ড অল’ ছবির দৃশ্য

মূল প্রতিযোগিতা শাখা
** অল দ্য বিউটি অ্যান্ড দ্য ব্লাডশেড (লরা পয়েট্রাস, যুক্তরাষ্ট্র)
** অ্যা কাপল (ফ্রেডেরিক ওয়াইজম্যান, যুক্তরাষ্ট্র)
** টার (টড ফিল্ড, যুক্তরাষ্ট্র)
** দ্য হোয়েল (ড্যারেন অ্যারোনোফস্কি, যুক্তরাষ্ট্র)
** হোয়াইট নয়েজ (নোয়া বাউমবাক, যুক্তরাষ্ট্র)
** বোনস অ্যান্ড অল (লুকা গুয়াদানিনো, ইতালি)
** চিয়ারা (সুজানা নিকিয়ারেল্লি, ইতালি)
** লি’মেসিতা (ইমানুয়েল ক্রিয়ালেজে, ইতালি)
** মনিকা (আন্দ্রেয়া পালাওরো, ইতালি)
** ইল সিনোরে দেলে ফরমিকে (জান্নি আমেলিও, ইতালি)
** অ্যাথেনা (রোমান গাভরাস, ফ্রান্স)
** আদার পিপল’স চিলড্রেন (রেবেকা জোলোটস্কি, ফ্রান্স)
** আওয়ার টাইস (রোশদি জেম, ফ্রান্স)
** সেন্ট অমের (অ্যালিস ডিওপ, ফ্রান্স)
** দ্য সান (ফ্লোরিয়ান জেলার, ফ্রান্স)
** বিয়ন্ড দ্য ওয়াল (বাহিদ জালিলবান্দ, ইরান)
** নো বিয়ারস (জাফর পানাহি, ইরান)
** লাভ লাইফ (কোজি ফুকাদা, জাপান)
** বার্দো, ফলস ক্রনিকল অব অ্যা হ্যান্ডফুল অব ট্রুথস (আলেহান্দ্রো গঞ্জালেজ ইনারিতু, মেক্সিকো)
** আর্জেন্টিনা, ১৯৮৫ (সান্তিয়াগো মিত্রে, আর্জেন্টিনা)
** দ্য বানশিস অব ইনিশেরিন (মার্টিন ম্যাকডোনা, আয়ারল্যান্ড)
** ব্লন্ড (অ্যান্ড্রু ডমিনিক, অস্ট্রেলিয়া)
** দ্য এটারনাল ডটার (জোয়ানা হগ, যুক্তরাজ্য)

‘ডোন্ট ওরি ডার্লিং’ ছবির দৃশ্যে হ্যারি স্টাইলস ও ফ্লোরেন্স পিউ

প্রতিযোগিতা শাখার বাইরে (চলচ্চিত্র)
** কল অব গড (কিম কি-দুক, দক্ষিণ কোরিয়া)
** ডেড ফর অ্যা ডলার (ওয়াল্টার হিল, যুক্তরাষ্ট্র)
** ডোন্ট ওরি ডারলিং (অলিভিয়া ওয়াইল্ড, যুক্তরাষ্ট্র)
** ড্রিমিন’ ওয়াইল্ড (বিল পোলাড, যুক্তরাষ্ট্র)
** ড্রট (পাওলো ভিরজি, ইতালি)
** দ্য হ্যাংগিং সান (ফ্রান্সেসকো কারোৎসিনি, ইতালি)
** লিভিং (অলিভার হারমনাস, দক্ষিণ আফ্রিকা)
** মাস্টার গার্ডেনার (পল শ্রেডার, যুক্তরাষ্ট্র)
** পার্ল (টি ওয়েস্ট, যুক্তরাষ্ট্র)
** হোয়েন দ্য ওয়েভস আর গন (লাভ ডিয়াজ, ফিলিপাইন)

প্রতিযোগিতা শাখার বাইরে (প্রামাণ্যচিত্র)
** ফ্রিডম অব ফায়ার: ইউক্রেন’স ফাইট ফর ফ্রিডম (ইভগেনি আফিনিস্কি, রাশিয়া)
** দ্য কিয়েভ ট্রায়ার (সের্গেই লজনিৎসা, ইউক্রেন)
** নিউক্লিয়ার (অলিভার স্টোন)
** ববি ওয়াইন গেট্টো প্রেসিডেন্ট (ক্রিস্টোফার শার্প, মোজেস বোয়ায়ো)
** অ্যা কমপ্যাশনেট স্পাই (স্টিভ জেমস)
** ইন ভিয়াজ্জো (জানফ্রাঙ্কো রজি)
** দ্য ম্যাচমেকার (বেনেদেত্তা আর্জেন্টিয়েরি)
** মিউজিক ফর ব্ল্যাক পিজনস (ইয়ান লেত, আন্দ্রেয়াস কোফু)
** লি উলতিমি জর্নি দেল’উমানিতা (এনরিকো গেৎসি, আলেসান্ড্রো গালিয়ার্দো)

প্রতিযোগিতা শাখার বাইরে (সিরিজ)
** কোপেনহ্যাগেন কাউবয়েজ, পর্ব ১-৬ (নিকোলাস উইন্ডিং রেফন, ডেনমার্ক)
** দি কিংডম এক্সোডাস, পর্ব ১-৫ (লার্স ভন ট্রিয়ার, ডেনমার্ক)

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!