ভৌতিক সিনেমা দেখতে ভয় পান রবার্ট প্যাটিনসন! সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ‘টোয়াইলাইট’খ্যাত এই অভিনেতা।
বলেন, ‘আমি খুব সংবেদনশীল। অথচ ছোটবেলায় সবাই এমন থাকে। কিন্তু কী অদ্ভুত, আমার ক্ষেত্রে এটি ঠিক উল্টো ঘটলো।’
তিনি জানান, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ এই ধরনের সিনেমা দেখে কম ভয় পায়। কিন্তু তিনি আরও ভীত হয়ে পড়ছেন! প্যাটিনসন আরও উল্লেখ করেন যে, ভৌতিক সিনেমা তিনি আর দেখতে পারবেন না।
একটি অভিজ্ঞতার কথা স্মরণ করে ‘দ্য ডেভিল অল দ্য টাইম’ তারকা জানান, সম্প্রতি তিনি একটি সিনেমা দেখে খুব ভয় পেয়েছিলেন। একজন নির্মাতার সঙ্গে তিনি দেখা করতে গিয়েছিলেন যিনি একটি হরর সিনেমা বানাচ্ছিলেন। সেই নির্মাতা অভিনেতাকে সিনেমাটি দেখিয়েছিলেন।
‘ব্যাটম্যান’ তারকা শেয়ার করেছেন যে, ভৌতিক সিনেমাটি দেখার পর তার শুধু মনে হচ্ছিলো, তার বাড়িতে কেউ প্রবেশ করার চেষ্টা করছে। প্যাটিনসন বলেন, ‘আমি আমার সোফায় রান্নাঘরের দু’টি ছুরি নিয়ে বসে ছিলাম। অপেক্ষা করছিলাম কখন সেই ব্যক্তি আমার ঘরে প্রবেশ করে। তারপর সোফায় সেগুলি নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম।’
তবে এই ঘটনাটি বলার সময় তিনি সেই ভৌতিক সিনেমার নির্মাতা বা সিনেমার নাম উল্লেখ করেননি।
সূত্র: পিংকভিলা