X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন ‘টোয়ালাইট’ অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট

বিনোদন ডেস্ক
২১ এপ্রিল ২০২৫, ১৩:৫৫আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১৭:১৮

‘টোয়ালাইট’ অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট এখন বিবাহিত! ১৯ এপ্রিল তার দীর্ঘদিনের বান্ধবী এবং চিত্রনাট্যকার ডিলান মেয়ারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। খবরটি নিশ্চিত করেছে টিএমজেড।

সূত্র অনুসারে, স্টুয়ার্টের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে এক পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিয়ে করেছেন। বাগদানের ঘোষণা দেওয়ার চার বছর পর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন।  

জানা গেছে, এক সপ্তাহ আগে আদালত থেকে এই দম্পতি তাদের বিয়ের লাইসেন্স পেয়েছেন। স্টুয়ার্টের বাসভবনে তার পরিবার এবং বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ডিলান মেয়ারকে আংটি পরিয়ে দিচ্ছেন ক্রিস্টেন স্টুয়ার্ট নবসম্পতির বিয়ের অনুষ্ঠানের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। ছবিতে মেয়ারকে সাদা পোশাকে দেখা যাচ্ছে, অন্যদিকে স্টুয়ার্টকে ধূসর পোশাকে দেখা যাচ্ছে। একটি ছবিতে ‘স্পেন্সার’ তারকা মেয়ারের আঙুলে আংটি পরিয়ে দিচ্ছেন।

বলা দরকার, ২০২১ সালের নভেম্বরে, স্টুয়ার্ট একটি সাক্ষাৎকারে মেয়ারের সাথে তার বাগদানের বিষয়টি নিশ্চিত করেছিলেন। ক্রিস্টেন স্টুয়ার্ট ও ডিলান মেয়ার উল্লেখ্য, ‘টোয়াইলাইট’ সিরিজে তার দুর্দান্ত অভিনয়ের পর ক্রিস্টেন স্টুয়ার্ট একটি পরিচিত নাম হয়ে ওঠেন। তিনি তার সহ-অভিনেতা রবার্ট প্যাটিনসনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। চার বছর ডেটিং করার পর দু’জন আলাদা হয়ে যান। তিনি পরিচালক রুপার্ট স্যান্ডার্সের সাথেও ডেট করেছিলেন। ক্রিস্টেন স্টুয়ার্ট ও ডিলান মেয়ার ২০১৭ সালে, স্টুয়ার্ট উভকামী হিসেবে নিজেকে পরিচয় দিতে শুরু করেন।  ২০১৯ সালে তা ডিলান মেয়ারের সাথে সম্পর্ক শুরু করেন এবং দু’জনেই ২০১৯ সালের অক্টোবরে ইনস্টাগ্রামে তাদের সম্পর্ক আনুষ্ঠানিকভাবে স্বীকার করেন। এই দম্পতি ২০২১ সালে বাগদান সারেন এবং এখন তারা সারাজীবন একসাথে থাকার শপথ নিয়েছেন।

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ