X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

শাকিব খান: এক যুগের অ্যাডভান্স বুকিং

সুধাময় সরকার
১৭ জুন ২০১৬, ১৬:১৩আপডেট : ১৮ জুন ২০১৬, ১৪:৩৭

শাকিব খান: এক যুগের অ্যাডভান্স বুকিং! ঢালিউড শাসক হিসেবে আরও এক যুগের অ্যাডভান্স বুকিং দিয়ে রাখলেন শাকিব খান! এতক্ষণে এই বার্তা পৌঁছে গেছে টলিউড হিসাব রক্ষকদের কাছেও। গেল রাত (বৃহস্পতিবার) থেকে বাংলা সিনেমা কেন্দ্রিক অন্তর্জাল দুনিয়ায় চলছে ‌‘শাকিব খান বন্দনা’, ছড়াচ্ছে উত্তাপ।
একটি যৌথ প্রযোজনার ‘শিকারী’ অন্যটি মেড ইন বাংলাদেশ ‘সম্রাট’। দুই ছবির দু’টি গান একই রাতে মুক্তি পেল ইউটিউবে। আর কয়েক ঘণ্টার মধ্যেই ভিত্তিপ্রস্তর স্থাপন হলো- খান সাহেবের নতুন যুগের।
একই রাতে দুই গান! তাও প্রায় সমানে সমান চোখ ধাঁধানো। এতে শাকিব খানের সরাসরি কোনও হাত আছে কী নেই, সেটি এখন প্রশ্নাতীত। মন্ত্রমুগ্ধ হয়ে বারংবার দেখে নেওয়ার পালা- কতটা বদলেছেন শাকিব। কিংবা তাকে দিয়েও চাইলে সম্ভব ‘বাংলা সিনেমার নায়ক’ উপাধিটা রাতারাতি পাল্টে দিতে!
দুটি গানের কোনটিকে ফেলবেন? উত্তরে থতমত করা ছাড়া উপায় থাকার জো থাকছে না। অনেকেই বলছেন, শাকিব খানের দীর্ঘ ক্যারিয়ারের সেরা দুটি গান কাকতাল হলেও আলোতে এসেছে একই রাতে। ডায়েট প্ল্যানে দশ বছর কমিয়ে ফেলা শাকিবের বিপরীতে মেদবহুল কলকাতার শ্রাবন্তীকে একটু খটকা লেগেছে।

আর অপূর্ব গেটআপে ঢাকাই অপুর সঙ্গে শাকিব খানের একটি নাচের মুদ্রা ছাড়া, দুই গানের প্রতিটি মুহূর্ত- দর্শক দৃষ্টিকে অপলক করে দিতে সক্ষম। একই সঙ্গে মনে করিয়ে দেওয়া ভালো, শাকিব-অপুর এই রোমান্টিক রাসায়ন নতুন করে ভাবাবে সবাইকে। প্রযোজক-পরিচালক বাদই দিন, স্বয়ং শাকিব খানই হয়তো নতুন করে ভাববেন। ভাঙাবেন অপু বিশ্বাসের চলতি অন্তর্ধান!
দেখুন ‘রাতভর’ গানটি:

যৌথ পরিচালনার ‘শিকারী’ ছবির ‘হারাবো তোকে’ শিরোনামের গানটি লন্ডনে চিত্রায়িত। এতে কণ্ঠ দিয়েছেন শান। লেখা, সুর ও সংগীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। অন্যদিকে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সম্রাট’ ছবির ‘রাতভর’ গানটির দৃশ্যধারণ হয়েছে ব্যাংককে সমুদ্রের নীলজল ছুঁয়ে। গানটি গেয়েছেন এবং সুর-সংগীত করেছেন ইমরান। এর কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন।
তবে বৃহস্পতিবার রাতে মুক্তি পাওয়া গান দুটির মধ্যে ‘রাতভর’ ফেসবুক শেয়ারে এগিয়ে থাকলেও ইউটিউবে দ্বিগুণ এগিয়ে আছে ‘হারাবো তোকে’ গানটি। দুটি ছবিই মুক্তির মিছিলে আছে এই ঈদে।
দেখুন ‘হারাবো তোকে’ গানটি: 

/এমএম/

সম্পর্কিত
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
বিনোদন বিভাগের সর্বশেষ
অপু-বুবলীর ‘কথা-যুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথা-যুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড