X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

জয়ার বিস্ময়: আমি কি ‘খাঁচা’ দেখতে পারবো না!

বিনোদন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০১৭, ০০:০২আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৪:১৮

মা রেহানা মাসুদ (সর্বডানে) ও স্বজনদের মাঝে জয়া আহসান (ছবি: সংগৃহীত) বাংলাদেশেরই অভিনেত্রী, কিন্তু এখন ওপার বাংলাতেই বেশি ব্যস্ত জয়া আহসান। তবে নিজের নতুন ছবির মুক্তির প্রাক্কালে দূরে থাকলেন না। বৃহস্পতিবার ঢাকায় ফিরেছেন তিনি। শুক্রবার (২২ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে তার অভিনীত ‘খাঁচা’।

স্টার সিনেপ্লেক্সে জয়া আহসান (ছবি: সংগৃহীত) এদিন বিকাল ৩টার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জয়া জানিয়ে রাখেন, ঢাকার স্টার সিনেপ্লেক্সে বিকাল ৪টা ৫০ মিনিটে ছবিটি দেখতে আসবেন। কিন্তু টিকিট কাউন্টারে গেলে তাকে শুনতে হয়েছে ‘হাউসফুল’! ওই মুহূর্তে তার জন্য এটা যেমন ছিল আনন্দের ব্যাপার, তেমনি খারাপও লাগছিল। চেষ্টা করেও টিকিট না পাওয়ায় তার মুখ থেকে বেরিয়ে এলো, ‘আমি কি দেখতে পারবো না?’
স্টার সিনেপ্লেক্সে জয়া আহসান (ছবি: সংগৃহীত)এদিকে ‘খাঁচা’র প্রদর্শনী শুরু হয়ে গেছে। তখন জয়া আশ্বস্ত হলেন জেনে, তার জন্য টিকিট রাখা আছে। কিন্তু তিনি তা জানতেন না। টিকিট হাতে পেয়ে তিনি স্বস্তি নিয়ে বললেন, ‘রক্ষা হলো!’
টিকিট হাতে পেতে দেরি হওয়ায় প্রদর্শনী শুরুর ১০ মিনিট পরে ঢুকেছেন জয়া। ছবি শেষে স্বজন ও পরিচিত সবাই বলাবলি করছিলেন— ‘আরেকটা জাতীয় পুরস্কার পাবা!’ তখন তিনি বললেন, ‘পুরস্কার লাগবে না। আপনারা দোয়া করবেন।’
শিল্পীদের মধ্যে এ প্রদর্শনী দেখেছেন অভিনেত্রী বন্যা মির্জা, দীপা খন্দকার, জ্যোতিকা জ্যোতি, আশনা হাবিব ভাবনা, নির্মাতা নূরুল আলম আতিক, অনিমেষ আইচ, নাট্যকার রুম্মান রশীদ খান, জয়ার মা রেহানা মাসুদ ও স্বজনরা। ‘খাঁচা’র পরিচালক আকরাম খান তো ছিলেনই।
সরকারি অনুদানে নির্মিত ছবিটি তৈরি হয়েছে কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘খাঁচা’ অবলম্বনে। যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন অভিনেতা আজাদ আবুল কালাম ও পরিচালক আকরাম খান। দেশভাগের কাহিনি নিয়েই সাজানো হয়েছে এটি। আজাদ আবুল কালাম এতে অভিনয়ও করেছেন। এছাড়াও আছেন মামুনুর রশীদ, চাঁদনী, শাহেদ আলী প্রমুখ। প্রযোজনায় ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। 

আরও পড়ুন-

পশ্চিমবঙ্গে পূজা উদ্বোধন করলেন জয়া

কলকাতায় আবারও আলোচনায় জয়া

সেরা বাঙালি অভিনেত্রী জয়া! (ভিডিও)

বিদ্যা বলেন, কী অভিনয় দেখালে জয়া!

‘বিসর্জন’ দিয়ে সমালোচক পুরস্কার পেলেন জয়া

 

/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’