X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

‘আপনি’ স্বাধীনতার বিরুদ্ধে কথা বলছেন: ফারুক

বিনোদন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৭, ১৪:১৬আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ২০:০৭

ফারুক। ছবি সাজ্জাদ হোসেন খান আতাকে ‘রাজাকার’ বলার মধ্য দিয়ে নাসির উদ্দিন ইউসুফ প্রকারান্তরে স্বাধীনতার বিরুদ্ধেই কথা বলছেন, এমনটাই মন্তব্য করলেন ফারুক।
প্রয়াত নির্মাতা, সুরকার, সংগীত পরিচালক, প্রযোজক ও অভিনেতা খান আতাউর রহমানকে নিয়ে সাম্প্রতিক বির্তকের জেরে সংবাদ সম্মেলেন ডেকেছিল চলচ্চিত্রের বৃহত্তর সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিবার।
১৯ অক্টোবর সকাল সাড়ে ১১টায় বিএফডিসির জহির রায়হান ভিআইপি প্রজেকশন হলে এটি অনুষ্ঠিত হয়। খান আতাউর রহমানকে নিয়ে সাংস্কৃতিক ব্যক্তিত্ব-মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফের ‘রাজাকার’ মন্তব্যের প্রতিবাদে মূলত এটি আয়োজন করা হয়েছিল।
অনুষ্ঠানে বক্তাদের মধ্যে অনেকেই খান আতাউর রহমানের অবদান তুলে ধরেন। অনেক সময় তাদের কথায় ক্ষোভও উঠে আসে।
আয়োজিত এ সংবাদ সম্মেলনে অংশ নেন চিত্রনায়ক-মুক্তিযোদ্ধা ফারুক, নির্মাতা আমজাদ হোসেন, সিবি জামান, আজিজুর রহমান, মুশফিকুর রহমান গুলজার, খান আতার ছেলে কণ্ঠশিল্পী-অভিনেতা আগুনসহ আরও অনেকে।
সংবাদ সম্মেলনে ফারুকের বক্তব্যের অংশবিশেষ: 

বক্তারা খান আতাকে নিয়ে তৈরি বিতর্কটি ব্যাখ্যা করার চেষ্টা করেন। পরিচালক আজিজুর রহমান বলেন, ‘খান আতা মুক্তিযুদ্ধের সময় ঝুঁকি নিয়েও বাংলা চলচ্চিত্র নিয়ে কাজ করেছেন। তো পাকিস্তানিদের হুমকি মাথায় নিয়েও যিনি কাজ করেছেন তিনি মুক্তিযোদ্ধা না রাজাকার? খান আতা ছিলেন, আছেন, থাকবেন।’
তবে অনেকটা আক্রমণাত্মক ভাষায় কথা বলেন পরিচালক সিবি জামান। বলেন, ‘খান আতার মতো মানুষকে নিয়ে যারা এমন মন্তব্য করতে পারে তাদেরকে ঘৃণা করি।’
সংবাদ সম্মেলনের মহান মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ের কিছু তথ্য তুলে ধরেন বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক চিত্রনায়ক ফারুক। ফারুক বলেন, ‌‌‘‘খান আতা পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’ ছবিটি মুক্তি পায় ৭৩ সালে। তখন বঙ্গবন্ধুর সরকার ক্ষমতায় ছিল। ছবিটি নিয়ে তখনই বিতর্ক তৈরি হয়েছিল। পরে মুক্তিযোদ্ধা মোফাজ্জ্বল হোসেন মায়া (বর্তমান ত্রাণ ও ব্যবস্থাপনা মন্ত্রী) ছবিটি রিভিউ করে এটি চালানোর অনুমতি দেন। মুক্তিযুদ্ধের সরকারই ছবিটি নিয়ে যখন আপত্তি করেনি তখন আপনি (নাসির উদ্দিন ইউসুফ) কেন খান আতার বিরুদ্ধে কথা বলছেন। তার মানে আপনি স্বাধীনতার বিরুদ্ধে কথা বলছেন!’’

বক্তব্য পর্ব শেষে, খানা আতা’র ‘আবার তোরা মানুষ হ’ ছবিটি প্রদর্শিত হয়।
উল্লেখ্য, নিউইয়র্কে সাংস্কৃতিক অভিবাসীদের সমাবেশে নাসির উদ্দিন ইউসুফ আতাউর রহমানকে ‘রাজাকার’ বলে মন্তব্য করেন। বলেন, ‘‘আবার তোরা মানুষ হ’ এটাতো নেগেটিভ ছবি। মুক্তিযোদ্ধাদের বলছে, আবার তোরা মানুষ হ!’’
খান আতাউর সম্পর্কে নাসির উদ্দিন ইউসুফের সেই বক্তব্যটি:

/এসএস/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...
শুভ জন্মদিন৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...
পর্দায় বহাল থাকছে বাদ পড়া ‘ওমর’ ও ‘রাজকুমার’
পর্দায় বহাল থাকছে বাদ পড়া ‘ওমর’ ও ‘রাজকুমার’
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
মুবিতে মুক্তি দেশি মুভি
মুবিতে মুক্তি দেশি মুভি