X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

‘রেভিনিউ নিয়ে এ লড়াইয়ে আমরা নিজেদের ছোট করছি’

বিনোদন ডেস্ক
০২ নভেম্বর ২০১৭, ১৭:৪৫আপডেট : ০২ নভেম্বর ২০১৭, ১৮:৩৭

জহিরুল ইসলাম সোহেল আলাপ প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস এর প্রধান সোহেল বলেন, ‘আলোচনা হওয়া উচিত সব শিল্পীর সব গান নিয়েই। কিন্তু যখন একটা গান হিট হয়, তখনই কথা হয় এর রেভিনিউ নিয়ে। এটা দুঃখজনক। রেভিনিউ নিয়ে এ লড়াই আমরা নিজেদের ছোট করছি। এটা আমার ব্যক্তিগত মন্তব্য। আর একটা কথা সব শিল্পী মানে- গীতিকার, সুরকার ও শিল্পী সবার একটি প্লাটফর্ম দরকার। তা না হলে এর সমাধান হবে না।’

তার কথার সঙ্গে কথা মিলিয়ে ব্যারিস্টার ওমর সাদাত বলেন, ‌‘আপনাদের যদি একটি কমন প্লাটফর্মে আসেন, সিদ্ধান্ত নেন, কে কীভাবে ভাগ পাবেন- তাহলে সবারই লাভ। নইলে আপনারা মারামরি করবেন, অন্যরা লাভবান হবে।’
ওমর সাদাত ১৮ অক্টোবর বাংলা ট্রিবিউনে প্রকাশিত হয় ‌‘গীতিকার-সুরকার-প্রযোজকদের উপেক্ষা করেন কণ্ঠশিল্পীরাই!’- এই শিরোনামের একটি বিশেষ প্রতিবেদন। এর বিপরীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানান কণ্ঠশিল্পী আসিফ আকবর। বলেন, তিনি বাংলা ট্রিবিউনের সঙ্গে এ বিষয়ে সরাসারি বৈঠক করতে চান।
তার সে মন্তব্যকে সম্মান জানিয়েই ২ নভেম্বর আয়োজন করা হলো বাংলা ট্রিবিউন বৈঠকি। বিষয় ‘গান তুমি কার?’
অনুষ্ঠানের শুরুতেই আসিফ আকবর তার আপত্তি সম্পর্কে বলেন, ‘প্রথমত আমার ইউটিউব চ্যানেলে অভিযুক্ত কোনও গান নাই। এই প্রতিবেদনে যাদের রেফারেন্স দেওয়া হয়েছে তাদের মন্তব্যের ভিত্তি নাই। সবমিলিয়েই প্রতিবেদনের এ কমন্টেগুলো নেওয়া মানে আমাকে ইঙ্গিত দেওয়া। এখানে আমাকে হেয় করার জন্যই রিপোর্টটি করা।’
এদিকে আসিফের এমন বক্তব্যের বিপরীতে বাংলা ট্রিবিউনের সম্পাদক ও গীতিকবি জুলফিকার রাসেল বলেন, ‌‘গানের গীতিকার প্রথম মালিক। দ্বিতীয় মালিক সুরকার। তারপর শিল্পীসহ অন্যান্যরা। কিন্তু শিল্পীরা যখন সেই গান ইউটিউব কিংবা বিভিন্ন মুঠোফোন প্রতিষ্ঠানে গানটি প্রচারের জন্য দেন তখন কি গীতিকার সুরকারের পারমিশন নেন? আমাদের এই প্রতিবেদনের মূল বিষয় ছিল এটাই। এখানে কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হয়নি।’
‘রেভিনিউ নিয়ে এ লড়াইয়ে আমরা নিজেদের ছোট করছি’ প্রতিবেদনটি নিয়ে নিয়ে তিনি আরও বলেন, ‘এই রিপোর্টে গান সংশ্লিষ্ট সবার বক্তব্য থাকলেও আসিফ সাহেব কেন প্রতিবাদ জানালেন আমার জানা নেই। উনি বলেছে, আসেন মুখোমুখো কথা বলি। আমিও তার আগ্রহে সায় দিলাম।’
এদিকে উক্ত প্রতিবেদন সম্পর্কে আরেক অতিথি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলের সাংবাদিক হারুন উর রশীদ বলেন, ‌‘এই প্রতিবেদনটি আমি খুব মনযোগ দিয়ে পড়েছি।
আমার মনে হয়েছে এটি সময়োপযোগী একটি প্রতিবেদন। তবে এ বিষয়ে প্রতিবেদনে একজন কপিরাইট আইনজীবীর বক্তব্যও দরকার ছিল বলে আমি মনে করি। তবে এই প্রতিবেদনের সঙ্গে আসিফ ভাইয়ের প্রতিক্রিয়ার কোনও যোগসূত্র আমি পাইনি।’ ‌
‘গান তুমি কার?’ এই শিরোনামে গানের প্রকাশনা ও স্বত্ব নিয়ে বাংলা ট্রিবিউন-এর বিশেষ বৈঠকি অনুষ্ঠিত চলছে আজ (২ নভেম্বর)।
আয়োজনটি এটিএন নিউজ টিভি চ্যানেলে বিকাল ৪টা ২৫ মিনিট থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে। একই সময়ে বাংলা ট্রিবিউন-এর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও এটি লাইভ চলছে।
মুন্নী সাহার সঞ্চালনায় এখানে অতিথি হিসেবে আরও আছেন ব্যারিস্টার ওমর সাদাত, সংগীতশিল্পী ফোয়াদ নাসের বাবু ও সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল।
এছাড়া এ সম্পর্কিত সব সংবাদ জানতে পারবেন w‌ww.banglatribune.com-এ।

/এম/আরএআর/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
সব নারী সাধু না: রিচা
সব নারী সাধু না: রিচা
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!