X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‘দুর্গা ও বন জ্যোৎস্নার গল্প’

বিনোদন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৯, ১০:২২আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ১৬:৪৪

একটি দৃশ্যে ইরফান সাজ্জাদ ও তানজিন তিশা দুর্গাপূজা নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘দুর্গা ও বন জ্যোৎস্নার গল্প’।
অনুরূপ আইচের রচনায় নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সীমান্ত সজল। আর এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও তানজিন তিশা।
আরও আছেন শর্মিলী আহমেদ, জিয়াউল হাসান কিসলু প্রমুখ।
এর গল্পে দেখা যাবে, লেখক নতুন লেখার খোঁজে শহর থেকে খানিক দূরে নির্জন বনাঞ্চলের ডাকবাংলোয় এসে ওঠে। বয়োবৃদ্ধ কেয়ারটেকার হরিপদ লেখকের দেখাশোনা ও যত্নআত্তির জন্য মেয়ে দুর্গাকে দায়িত্ব দেন।
সে নিয়ম করে লেখকের রান্নাবান্না করে দেয়। একদিন লেখন দুর্গাকে জিজ্ঞেস করে, এ বনে কী কী পাওয়া যায়! দুর্গা বলে চলে, সবুজের গন্ধ পাওয়া যায়, অদৃশ্য আনন্দ পাওয়া যায়, পাওয়া যায় জীবনের ছন্দ। আরও বলে, বাবু তোমাকে পদ্ম-পুকুরে বন জ্যোৎস্না দেখাতে নিয়ে যাবো। মূলত এখান থেকেই তাদের প্রেমের শুরু।
দুর্গাপূজা উপলক্ষে ৮ অক্টোবর রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে নাটকটি। এটি দেখানো হবে এনটিভিতে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!