X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সালমানের টুইট

বিনোদন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৯, ০১:৪০আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ১৩:৪৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সালমান খান ও ক্যাটরিনা কাইফ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লিখলেন বলিউড সুপারস্টার সালমান খান। বঙ্গবন্ধু কন্যার সঙ্গে তোলা একটি ছবিও পোস্ট করেছেন তিনি। এতে তাদের সঙ্গে আছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

রবিবার (৮ ডিসেম্বর) রাত ১১টা ২৫ মিনিটে টুইটারে দেওয়া পোস্টে সালমান লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ক্যাটরিনা ও আমি। এমন চমৎকার একজন নারীর সঙ্গে সাক্ষাৎ করা আনন্দের ও সম্মানের।’

এদিন রাত ৮টা ৩ মিনিটে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন সালমান ও ক্যাটরিনা। এরপরই ছবি তোলেন তারা।

ঘণ্টা দুয়েক পর বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতানোর পর প্রধানমন্ত্রীর গুনগান শোনা যায় সালমানের কণ্ঠে। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নামে যেমন হাসিনা, সত্যিই তিনি হাসিনা (সুন্দরী)! তার মন সুন্দর, ব্যবহার সুন্দর, হৃদয় সুন্দর। তার ব্যক্তিত্বে বিমোহিত হয়েছি। তার হাসি সুন্দর, তার চোখ সুন্দর। তিনি বাংলাদেশে সবচেয়ে ভালোবাসার মানুষ। টানা তিনবারের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা তাকে ভালোবাসি।’

সল্লুর মুখে এসব শুনে হাসিতে ফেটে পড়েন প্রধানমন্ত্রী। চোখের সৌন্দর্যের কথা বলার পর রসিকতার ছলে একহাতের পাঁচ আঙুল চশমার সামনে এনে চোখ ঢেকেছেন তিনি। ৫২ বছর বয়সী এই অভিনেতার কথায়, ‘প্রধানমন্ত্রী আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এজন্য আমি আনন্দিত।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সালমান খানের টুইট টুইটারে সালমান তার অ্যাকাউন্টের নাম রেখেছেন ‘চুলবুল পাণ্ডে’। কারণ এই চরিত্রে ‘দাবাং থ্রি’তে আবারও বড় পর্দায় হাজির হচ্ছেন তিনি। কনসার্টের সবশেষে ছবিটির ট্রেলার দেখানো হয়েছে স্টেডিয়ামের দর্শকদের।
মিরপুরে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের মঞ্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের কথা উল্লেখ করেন সালমান। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু, জনাব মুজিবুর রহমান সাহেব বাংলাদেশ তৈরি করেছেন। তিনি বাংলাদেশের জাতির পিতা। তার জন্মশর্তবার্ষিকীতে আমি পুরো দেশকে অভিনন্দন জানাই।’
এরপর ক্যাটরিনার সঙ্গে গলা মিলিয়ে বলেন, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’ অবশ্য নিজেদের পরিবেশনা শেষে ক্যাটরিনা প্রথমেই ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে দর্শকদের মুগ্ধ করেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জমকালো আয়োজনে অংশ নিতে রবিবার সকালে ঢাকায় আসেন সালমান ও ক্যাটরিনা। এ নিয়ে দ্বিতীয়বার ঢাকায় এলেন তারা। দু’জনে একসঙ্গে নৃত্য পরিবেশনের আগে এই তথ্য উল্লেখ করেন ‘দাবাং’ তারকা।
বেসরকারি চ্যানেল মাছরাঙা টেলিভিশন, জিটিভি ও নিউজ২৪-এর সুবাদে সালমান-ক্যাটরিনার পরিবেশনা উপভোগ করেছে সারাদেশ। 
আরও পড়ুন-
প্রধানমন্ত্রীর সঙ্গে সালমান-ক্যাটরিনার কুশল বিনিময়
বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও বাংলাদেশ নিয়ে ক্যাটরিনা-সালমানের অনুভূতি
বিপিএলের উদ্বোধনীতে মঞ্চ মাতালেন তারা
মিরপুরে তারকা আর আতশবাজির ঝলক (ফটো স্টোরি)




/জেএইচ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কান উৎসব ২০২৪কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা