X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আয় ও খ্যাতির বিচারে সবার শীর্ষে অক্ষয়

বিনোদন ডেস্ক
১৯ ডিসেম্বর ২০১৯, ১৬:০৬আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ১৭:২০

আয় ও খ্যাতির বিচারে সবার শীর্ষে অক্ষয় ভারতীয় তারকাদের মধ্যে ২০১৯ সালে সবচেয়ে বেশি আয় করেছেন কারা? আমেরিকার ব্যবসা সংক্রান্ত ম্যাগাজিন ফোর্বস জানিয়েছে সেই তথ্য।
তালিকায় শীর্ষে আছেন ক্রিকেটার বিরাট কোহলি। বিনোদন অঙ্গনের তারকাদের মধ্যে সবার ওপরে অক্ষয় কুমার। তার আয়ের পরিমাণ ২৯৩ কোটি ২৫ লাখ রুপি।
২০১৬ থেকে ফোর্বসের এই তালিকার শীর্ষস্থান ধরে রাখা সালমান খান এবার ছিটকে গেছেন তিনে। এ বছর ২২৯ কোটি ২৫ লাখ রুপি পকেটে ভরেছেন তিনি। আয়ের পাশাপাশি খ্যাতি বিচার করে র‌্যাংকিংটি তৈরি হয়েছে বলে জানায় ফোর্বস। সেজন্য ২৩৯ কোটি ২৫ লাখ রুপি আয় করেও সল্লুর নিচে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১১তম আসরের সঞ্চালক অমিতাভ বচ্চন।
পাঁচ নম্বরে ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। ছয় ও সাত নম্বরে যথাক্রমে শাহরুখ খান ও রণবীর সিং।
শীর্ষ দশে প্রথমবার ঢুকেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাট। এ বছর ৫৯ কোটি ২১ লাখ রুপি আয় করে আট নম্বরে আছেন আলিয়া। দশ নম্বরে থাকা দীপিকার আয়ের পরিমাণ ৪৮ কোটি রুপি। ৯ নম্বর স্থানটি পেয়েছেন সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকার।      
ফোর্বসের হিসাবে তারকাদের আয়:
অক্ষয় কুমার (২৯৩ কোটি ২৫ লাখ রুপি)
অমিতাভ বচ্চন (২৩৯ কোটি ২৫ লাখ রুপি)
সালমান খান (২২৯ কোটি ২৫ লাখ রুপি)
শাহরুখ খান (১২৪ কোটি ৩৮ লাখ রুপি)
রণবীর সিং (১১৮ কোটি ২০ লাখ রুপি)
রজনীকান্ত (১০০ কোটি রুপি)
প্রীতম চক্রবর্তী (৯৭ কোটি ৭৮ লাখ রুপি)
এ আর রাহমান (৯৪ কোটি ৮ লাখ রুপি)
অজয় দেবগণ (৯৪ কোটি রুপি)
আমির খান (৮৫ কোটি রুপি)
অমিত ত্রিবেদি (৮০ কোটি ৭৩ লাখ রুপি)
অজয়-অতুল (৭৭ কোটি ৯১ লাখ রুপি)
বিশাল-শেখর (৭৬ কোটি ৮৪ লাখ রুপি)
শঙ্কর-এহসান-লয় (৭৬ কোটি ৪৮ লাখ রুপি)
অরিজিৎ সিং (৭১ কোটি ৯৫ লাখ রুপি)
আলিয়া ভাট (৫৯ কোটি ২১ লাখ রুপি)
হৃতিক রোশন (৫৮ কোটি ৭৩ লাখ রুপি)
দীপিকা পাড়ুকোন (৪৮ কোটি রুপি)
দিলজিৎ দোশাঞ্জ (৩৬ কোটি ৯১ লাখ রুপি)
বরুণ ধাওয়ান (৩৩ কোটি রুপি)
আয়ুষ্মান খুরানা (৩০ কোটি ৫০ লাখ রুপি)
আনুশকা শর্মা (২৮ কোটি ৬৭ লাখ রুপি)
নেহা কাক্কার (২৫ কোটি রুপি)
ক্যাটরিনা কাইফ (২৩ কোটি ৬৩ লাখ রুপি)
প্রিয়াঙ্কা চোপড়া (২৩ কোটি ৪০ লাখ রুপি)
পরিণীতি চোপড়া (১২ কোটি ৫০ লাখ রুপি)
টাইগার শ্রফ (১৮ কোটি ৫০ লাখ রুপি)
রণবীর কাপুর (৪৫ কোটি রুপি)
প্রভাস (৩৫ কোটি রুপি)
মহেশ বাবু (৩৫ কোটি রুপি)
কপিল শর্মা (৩৪ কোটি ৯৮ লাখ রুপি)
কমল হাসান (৩৪ কোটি রুপি)
রোহিত শেঠি (৩২ কোটি ১৭ লাখ রুপি)
ধানুষ (৩১ কোটি ৭৫ লাখ রুপি)
বাদশা (২৯ কোটি ১৭ লাখ রুপি)
জন আব্রাহাম (২৮ কোটি ৫০ লাখ রুপি)
গুরু রানধাওয়া (২৬ কোটি ৪০ লাখ রুপি)
কঙ্গনা রনৌত (১৭ কোটি ৫০ লাখ রুপি)
সাইফ আলি খান (১৭ কোটি ৩০ লাখ রুপি)
আলি আব্বাস জাফর (১৫ কোটি রুপি)
অনিল কাপুর (১৪ কোটি ৬৭ লাখ রুপি)
সুশান্ত সিং রাজপুত (১৪ কোটি ২৬ লাখ রুপি)
শহিদ কাপুর (১২ কোটি ৭৫ লাখ রুপি)
করণ জোহর (১২ কোটি রুপি)
অর্জুন কাপুর (১১ কোটি ৪৫ লাখ রুপি)
ভারতি সিং (১০ কোটি ৯২ লাখ রুপি)
মাধুরী দীক্ষিত (১০ কোটি ৮৩ লাখ রুপি)
ভিকি কৌশল (১০ কোটি ৪২ লাখ রুপি)
কার্তিক আরিয়ান (১০ কোটি ৩৮ লাখ রুপি)
জ্যাকলিন ফার্নান্দেজ (৯ কোটি ৫০ লাখ রুপি)
জোয়া আখতার (৯ কোটি ৩৩ লাখ রুপি)
সোনম কাপুর (৮ কোটি ৫০ লাখ রুপি)
শ্রদ্ধা কাপুর (৮ কোটি ৩৩ লাখ রুপি)
কৃতি স্যানন (৮ কোটি ৯ লাখ রুপি)
তাপসী পান্নু (৬ কোটি ১৮ লাখ রুপি)
সোনাক্ষি সিনহা (৬ কোটি ১৪ লাখ রুপি)
সারা আলি খান (৫ কোটি ৭৫ লাখ রুপি)
দিশা পাটানি (৫ কোটি ৮ লাখ রুপি)
কালকি কোয়েচলিন (৩ কোটি ৩৩ লাখ রুপি)
শিল্পা শেঠি (২ কোটি ২৬ লাখ রুপি)
সানি লিওনি (২ কোটি ৫০ লাখ রুপি)
রাভিনা ট্যান্ডন (২ কোটি ৪০ লাখ রুপি)
মালাইকা অরোরা (২ কোটি ৯ লাখ রুপি)
রেমো ডি’সুজা (১ কোটি ৬৩ লাখ রুপি)
সূত্র: হিন্দুস্তান টাইমস

/জেডএল/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!