X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

শফি মণ্ডল-সায়রা রেজার সুফি গান (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২০, ০০:৩১আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ১৭:২০


সায়রা রেজা প্রথম সবার নজরে আসেন ২০০৮ সালে। বাপ্পা মজুমদারের সুর-সংগীতে ‘ধার ধারি না’ গানটি তখন বেশ জনপ্রিয়তা পায়। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে।
গেল একযুগে অসংখ্য গান করেছেন সায়রা। যার বেশিরভাগই ফোক ঘরানার। তবে এবার তিনি হাজির হলেন সুফি আঙ্গিকের বিশেষ একটি গান নিয়ে। তার এই যাত্রায় সহশিল্পী হিসেবে সঙ্গে পেয়েছেন দেশের অন্যতম বাউলশিল্পী শফি মণ্ডলকে।
দুজনে গেয়েছেন ‌‘রূপনগর’ শিরোনামের গান। পাপের সওদা করবি কতো ভব বাজারে/ মনকানা তুই চলরে এবার রূপের নগরে—এমন কথায় সাজানো গানটি লিখেছেন ও সুর করেছেন হাবিব মোস্তফা। সংগীতায়োজন করেছেন জাহিদ বাশার পঙ্কজ।
অনিল সুমনের ভিডিও নির্মাণে এটি অন্তর্জালে উন্মুক্ত হলো শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায়।
গানটি সম্পর্কে গীতিকার-সুরকার হাবিব মোস্তফা বলেন, ‘আমার অনেক দিনের ইচ্ছা ছিল সায়রা রেজার জন্য একটি গান করার। এবার সেই স্বপ্নের বাস্তবায়ন হলো। বাউল শফি মণ্ডলের মতো শিল্পীকেও পেয়েছি এই গানে। যার কারণে, গানটির সৌন্দর্য বেড়ে গেল কয়েকগুণ। বাকিটা শ্রোতারা ভালো বলতে পারবেন।’
এদিকে সায়রা রেজা বলেন, ‘গান সিলেকশনের বিষয়ে আমি বরাবরই যত্নশীল। হাবিব মোস্তফা বয়সে তরুণ হলেও তার গানের বাণী ও সুরে যথেষ্ট পরিপক্বতা রয়েছে। সে কারণেই গানটি করা। বাউল শফি মণ্ডল ভাই আমার গানে কণ্ঠ দিয়ে গানটির আবেদন বাড়িয়ে দিলেন। আমার বিশ্বাস, শ্রোতারা গানটিতে নতুন কিছু পাবেন।’
গানটি প্রসঙ্গে শফি মণ্ডল বলেন, ‘ভব বাজারে দিন-রাত আমরা পাপের সওদা করে যাচ্ছি। কিন্তু পরম প্রভুর সঙ্গে মিলিত হওয়ার প্রধান শর্ত পবিত্র আত্মার আরাধনা। আখেরে অপবিত্র আত্মা নিয়ে কখনও প্রভুর সঙ্গে সাক্ষাৎ করা যাবে না। তাই নিরাকার সাঁই নিরঞ্জনের সাক্ষাৎ পেতে হলে রূপনগরের সন্ধান করা জরুরি। এই গানের মধ্যে সেই বার্তাটিই রয়েছে।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার