X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‘ইত্যাদি’ এবার মুক্তাঞ্চল তেঁতুলিয়ায়

বিনোদন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২০, ০০:৩৫আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ১৭:০৭

‘ইত্যাদি’র মঞ্চে হানিফ সংকেত, সামনে পঞ্চগড় ও তেঁতুলিয়ার দর্শক হিমালয়ের পাদদেশে অবস্থিত আঁকাবাঁকা সীমান্ত পরিবেষ্টিত পঞ্চগড়ের তেঁতুলিয়া। মুক্তিযুদ্ধের গৌরবদীপ্ত এই উপজেলায় ধারণ করা হয়েছে ‘ইত্যাদি’র নতুন পর্ব।

গত ১৭ জানুয়ারি তেঁতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের ঐতিহাসিক মাঠে বসানো হয় ম্যাগাজিন অনুষ্ঠানটির মঞ্চ। ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের বাছাই, প্রশিক্ষণ, গোলাবারুদ সংরক্ষণ ও বিতরণ করা হয়েছিল এই মাঠে। শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন মুকিমুল আনোয়ার মুকিম।

নদী ও ভূমি থেকে পাথর উত্তোলন, সমতল ভূমিতে চা বাগান, মুক্তিযুদ্ধের গৌরবগাথা এবং পঞ্চগড়ের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সাদৃশ্য রেখে নির্মাণ করা আলোকিত মঞ্চের সামনে ছিলেন লক্ষাধিক দর্শক। এ উপলক্ষে মুক্তিযুদ্ধকালীন দেশের অন্যতম প্রধান মুক্তাঞ্চল তেঁতুলিয়ায় ছিল উৎসবের আমেজ। মাঠ কানায় কানায় পূর্ণ থাকায় হাজার হাজার মানুষ আশপাশের গাছ, স্কুলের ছাদ ও রাস্তার পাশে দাঁড়িয়ে উপভোগ করেছেন এই আয়োজন।

‘ইত্যাদি’তে পঞ্চগড় ও তেঁতুলিয়ার নৃত্যশিল্পীরা ‘ইত্যাদি’তে এবার মোহাম্মদ রফিকউজ্জামানের কথা, হানিফ সংকেতের সুর ও মেহেদীর সংগীতায়োজনে একটি গানের তালে নৃত্য পরিবেশন করেছেন পঞ্চগড় ও তেঁতুলিয়ার প্রায় দেড়শতাধিক নৃত্যশিল্পী। গানটিতে কণ্ঠ দিয়েছেন কমল, তানজিনা রুমা, শুক্লা, কৃষ্ণা ও রিয়াদ। নৃত্য পরিচালনা করেছেন গাথী গাঙ্গুলী ও তিলোত্তমা দাস। এর কথায় তুলে ধরা হয়েছে পঞ্চগড় ও তেঁতুলিয়ার উল্লে­খযোগ্য কিছু বিষয়।

পঞ্চগড়ের ইতিহাস ও ঐতিহ্যের পাশাপাশি পর্যটকদের জন্য আকর্ষণীয় এবং মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানগুলোর ওপর তথ্যভিত্তিক প্রতিবেদন রয়েছে। এছাড়াও থাকছে বেশ কয়েকটি প্রতিবেদন। এগুলোর বিষয়বস্তু হলো, দেশের একমাত্র পাথরের জাদুঘর রকস মিউজিয়াম, পঞ্চগড়ের সমতলে চা চাষ, স্নায়ুবিক বিকাশগত সমস্যায় আক্রান্ত মানুষ, ঠাকুরগাঁওয়ের নবম শ্রেণির মেধাবী ছাত্রী সুখী আক্তারের জীবন সংগ্রাম। বিদেশি প্রতিবেদন পর্বে রয়েছে বার্সেলোনায় পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান মিউজিয়াম অব ইল্যুশনের ওপর একটি সচিত্র প্রতিবেদন।

দর্শক পর্বে নির্বাচিতরা ‘শীতে মানবিকতার নামে প্রচার কাঙাল মানুষ’দের নিয়ে রচিত একটি নাট্যাংশে অভিনয় করেছেন। শীত বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে জাদুকর ম্যাজিক রাজিকের জাদু।

‘ইত্যাদি’র নানি-নাতি পর্বের দৃশ্য নানি-নাতিসহ নিয়মিত পর্ব ছাড়াও রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশকিছু সরস নাট্যাংশ। এরমধ্যে উল্লেখযোগ্য শিকড়ের সন্ধানে, প্রলোভন প্রশমন ও সুশিক্ষা, অতিরঞ্জিত উৎসাহ ও এর কুফল, রাশিফলের রহস্য, সাংঘাতিক সাংবাদিক, বিয়ে বৃত্তান্ত প্রভৃতি।

এবারের ‘ইত্যাদি’র উল্লে­খযোগ্য শিল্পীরা হলেন মাসুদ আলী খান, এসএম মহসীন, কে এস ফিরোজ, আব্দুল কাদের, শবনম পারভীন, আফজাল শরীফ, আমিন আজাদসহ অনেকে।

‘ইত্যাদি’র নতুন পর্বটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে আগামী ৩১ জানুয়ারি রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে। এর রচনা, পরিচালনা ও উপস্থাপনায় হানিফ সংকেত। এটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

/এমএম/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!