X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অক্ষয়ের ‘সূর্যবংশী’র মুক্তি স্থগিত, দিল্লি-কেরালার সব সিনেমা হল বন্ধ

বিনোদন ডেস্ক
১৩ মার্চ ২০২০, ১১:০০আপডেট : ১৩ মার্চ ২০২০, ১৬:৫২

‘সূর্যবংশী’তে অক্ষয় কুমার করোনা ভাইরাস আতঙ্কে অনির্দিষ্টকালের জন্য বলিউড অভিনেতা অক্ষয় কুমারের বহুল প্রতীক্ষিত ‘সূর্যবংশী’র মুক্তি স্থগিত করা হলো। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানান তিনি । রোহিত শেঠি পরিচালিত ছবিটি আগামী ২৭ মার্চ প্রেক্ষাগৃহে আসার কথা ছিল।

ইনস্টাগ্রামে অক্ষয় লিখেছেন, “সূর্যবংশী এমন একটি অভিজ্ঞতা, যা একবছরের আন্তরিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনাদের জন্য সাজানো হয়েছে। এর ট্রেলার নিয়ে যে সাড়া পেয়েছি তা অভাবনীয়। এই ছবি পুরোপুরি দর্শকদের। আপনাদের এটি উপস্থাপন করবো ভেবে সবার মতোই আমরা উচ্ছ্বসিত ছিলাম। কিন্তু কোভিড-১৯ (করোনা ভাইরাস) ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় প্রিয় দর্শকদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা ভেবে ‘সূর্যবংশী’র মুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।”

ছবিটির প্রতি আগ্রহ ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন অক্ষয়। তার কথায়, ‘সময় হলেই সূর্যবংশী আপনাদের কাছে ফিরে আসবে। সবার আগে সুরক্ষা। ততদিন পর্যন্ত উচ্ছ্বাস ধরে রাখুন, নিজের যত্ন নিন ও ভালো থাকুন।’

‘সূর্যবংশী’ হলো রোহিত শেঠির পুলিশ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি। এতে সন্ত্রাসবিরোধী স্কোয়াডের (এটিএস) অফিসার বীর সূর্যবংশী চরিত্রে দেখা যাবে অক্ষয়কে। ২০১৮ সালে ‘সিম্বা’য় অতিথি চরিত্রে ছিলেন তিনি। ‘সূর্যবংশী’তে ‘সিম্বা’ তারকা রণবীর সিং ও ‘সিংঘাম’ সিরিজের অভিনেতা অজয় দেবগণ অতিথি হিসেবে পর্দায় হাজির হবেন। আর অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ।

‘সূর্যবংশী’তে অক্ষয় কুমার এদিকে ভারতের রাজধানী দিল্লির সব সিনেমা হল বন্ধ রাখা হয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত রাজ্যটির প্রেক্ষাগৃহগুলোতে তালা ঝুলবে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই ঘোষণা দেন। একইসঙ্গে স্কুল-কলেজ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন তিনি।

এর আগে কেরালা সরকার রাজ্যের সব সিনেমা হল বন্ধের আদেশ দেয়। ভারতে করোনা ভাইরাস আক্রান্তদের বেশিরভাগই সেখানকার। এখন পর্যন্ত ৭৩ জনকে শনাক্ত করা হয়েছে দেশটিতে। এরমধ্যে ৫৬ জন ভারতীয়, বাকিরা বিদেশি।

শুক্রবার (১৩ মার্চ) মুক্তি পাবে ইরফান খান ও কারিনা কাপুর খানের ‘অ্যাংরেজি মিডিয়াম’। দিল্লির সিনেমা হল বন্ধ থাকায় এর ওপর নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই রণবীর সিংয়ের ‘এইটি থ্রি’ও পিছিয়ে যেতে পারে বলে শোনা যাচ্ছে। এটি ১০ এপ্রিল মুক্তির কথা রয়েছে। এর প্রেক্ষাপট ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ জয়। কবির খান পরিচালিত ছবিটির ট্রেলার প্রকাশনার অনুষ্ঠান ইতোমধ্যে বাতিল করা হয়েছে। 
এদিকে করোনা ভাইরাসের কারণে করণ জোহরের পরিচালনায় ‘তাখত’ ছবির শুটিং স্থগিত হয়ে গেছে। কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি জুটির ‘ভুল ভুলাইয়া টু’র শুটিং লক্ষ্মৌতে হওয়ার কথা ছিল, কিন্তু সেটি বাতিল করেছেন পরিচালক আনিস বাজমি।
এছাড়া সালমান খানের ‘রাধে: দ্য মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবির শুটিং স্থগিত রাখা হয়েছে। থাইল্যান্ড ও আজারবাইজানে তার কাজ করার কথা ছিল। একইসঙ্গে যুক্তরাষ্ট্র ও কানাডা যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন তিনি। হৃতিক রোশনও নয় দিনের আমেরিকা যাওয়ার ভাবনা বাদ দিয়েছেন।   

তথ্যসূত্র: এনডিটিভি

/জেএইচ/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কান উৎসব ২০২৪কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’