X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

আলোচনায় ‘এক্সট্রা আর্টিস্ট’ (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০৯ জুন ২০২০, ১৩:১১আপডেট : ০৯ জুন ২০২০, ১৬:২৩

একটি দৃশ্যে ফজলুর রহমান বাবু ৪৫ বছরের মনোয়ার সাহেব। মফস্বল থেকে ঢাকায় আসার পর থিয়েটারের ওপর তার ভালোবাসা জন্মায়। বেশ কিছু মঞ্চ নাটকেও অভিনয় করেন। ইচ্ছে ছিল এরপর টিভি নাটক আর সিনেমার নায়ক হবেন। কিন্তু সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে চাকরিতে যোগ দেন। ছোট চাকরি করেও ছেলের চাহিদা পূরণ করতে তিনি সবসময় সচেষ্ট ছিলেন।

চাকরি থেকে অবসরে যাওয়ার পর ভাবেন, আর চিন্তা নেই। বাকি জীবন ছেলের সঙ্গেই কাটিয়ে দেবেন নিশ্চিন্তে। কিন্তু একদিন সন্তান তাকে বললেন, তিনি বৃদ্ধাশ্রমে গিয়ে থাকলে ভালো হয়! তারপর মনোয়ার সাহেব সিদ্ধান্ত নিলেন অভিনয় শুরু করার। কারণ, বৃদ্ধাশ্রমে থাকার চেয়ে কর্মজীবন অনেক শ্রেয়। অবশেষে ‌‘এক্সট্রা আর্টিস্ট’ হিসেবে নাটক-সিনেমায় সুযোগ মিলেছে তার। একদিন হার্ট অ্যাটাকের অভিনয় করতে গিয়ে সত্যি সত্যি হার্ট অ্যাটাক করেন মনোয়ার সাহেব।
এটা গল্প নয়, সত্যি ঘটনা। আর এই সত্য গল্পের ছায়া অবলম্বনে নির্মিত ভিডিও ফিকশন ‘এক্সট্রা আর্টিস্ট’ ইউটিউবে মুক্তি পেয়েছে ১ জুন। নাটকটির গল্প ও অভিনয় মিলিয়ে অন্তর্জালে আলোচনার জন্ম দিয়েছে। প্রশংসা কুড়াচ্ছেন এর প্রধান অভিনেতা ফজলুর রহমান বাবু। অনেকেই ধারণা করছেন, এটা বুঝি বাবুর নিজের জীবনেরই ছায়া থেকে তৈরি!
নাটকটির গল্প ও পরিচালনা করেছেন জনাব তানভীর আহমেদ। চিত্রনাট্য করেছেন ইশতিয়াক আহমেদ রুমেল ও জনাব তানভীর আহমেদ।
নির্মাতা জনাব তানভীর আহমেদ বলেন, ‘‘যদি সমাজ বা রাষ্ট্রকে একটি নাট্যমঞ্চ ভাবি, দেখবো এখানেও এমন কিছু চরিত্র আছে যাদের সমাজ বা রাষ্ট্র ‘এক্সট্রা’ বিবেচনা করে অবহেলা করে। একটি সিনেমা বা নাটকেও কিছু ‘এক্সট্রা’ চরিত্র থাকে, যে চরিত্রগুলো মূল চরিত্রকে ফুটিয়ে তোলে। এই ‘এক্সট্রা’ চরিত্রের মানুষগুলো, দর্শকদের হাসি-কান্নার অন্তরালেই হারিয়ে যায়। গল্পে সেই বার্তাটিই তুলে ধরার চেষ্টা করেছি। নাটকটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভালো সাড়া পাচ্ছি। এটাই বড় প্রাপ্তি।’’
ফিকশনটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, সমাপ্তি মাশুক, কচি খন্দকার, মারিয়ম গাজী প্রমুখ।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
বিনোদন বিভাগের সর্বশেষ
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
তামান্নার শুভ সূচনা
তামান্নার শুভ সূচনা
ওটিটিতে মঞ্চনাটক ‘নেতা যে রাতে নিহত হলেন’
ওটিটিতে মঞ্চনাটক ‘নেতা যে রাতে নিহত হলেন’
আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!
আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!