X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

আরটিভির আয়োজনে অন্তর্জালে হচ্ছে রিয়েলিটি শো

বিনোদন রিপোর্ট
১২ জুন ২০২০, ১৭:১০আপডেট : ১২ জুন ২০২০, ২৩:৪৬

দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন আরটিভি শুরু করছে ফোক গানের নতুন রিয়েলিটি শো ‘বাংলার গায়েন’। এরমধ্যে আরও নতুন বিষয় হলো, আয়োজনটি হচ্ছে অন্তর্জালের মাধ্যমে। কারণ, চলছে করোনাকাল।

ফলে এই প্রতিযোগিতায় অনলাইনের মাধ্যমে অংশ নিতে পারবেন দেশ-বিদেশের আগ্রহী শিল্পীরা।
বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টা ৪০ মিনিটে আরটিভি অনলাইনের ফেসবুক পেইজে লাইভের মাধ্যমে বিষয়টি জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। এ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন তিনি। এ সময় লাইভে অতিথি হিসেবে আরও যুক্ত ছিলেন সংগীতশিল্পী এসআই টুটুল, শওকত আলী ইমন, ইবরার টিপু, রকেট মণ্ডল, সায়রা রেজা, মালা, রুবায়েত জাহান ও রাজা কাশ্যপ।
আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘সব প্রিয়মুখ একসঙ্গে দেখে ভালো লাগছে। আমরা একটি মহৎ কাজের জন্য সবাই এক হয়েছি। আমরা সবাই ঘরে বন্দি, তাই বলে কি জীবন থেমে থাকবে? আমরা বীরের জাতি, আমাদের এগিয়ে যেতে হবে। এজন্য আরটিভির এই ফোক রিয়েলিটি শো।’
অনুষ্ঠানটির ট্যাগলাইন—ঘরবন্দি সময়ে লোকগানের প্রতিযোগিতা।
এই রিয়েলিটি শো নিয়ে সংগীত পরিচালক শওকত আলী ইমন বলেন, ‘এই মুহূর্তে এমন একটা শো দরকার ছিল। অনেক শিল্পী ঘরে বসে আছেন। তাদের এখন চর্চা করার সময়। আরটিভি এই সময়ে এগিয়ে এসেছে সেজন্য ধন্যবাদ। আশা করি দেশ বিদেশের ভালো কিছু শিল্পী আমরা পাবো।’
সংগীতশিল্পী এসআই টুটুল বলেন, ‘এই আয়োজনের সুবাদে অনলাইনে অনেক গুণীজনের সঙ্গে যুক্ত হয়েছি, ভালো লাগছে। এই প্রতিযোগিতার মানে হলো, আমরা থেমে থাকবো না। মন খারাপ করে লাভ নেই। গানে গানে আমাদের এগিয়ে যেতে হবে।’
‘বাংলার গায়েন’ প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে যে কেউ যেকোনও বাংলা গান মোবাইলে ধারণ করে ইমেইল করুন [email protected] এই ঠিকানায়।
বিস্তারিত জানতে ভিজিট করুন- htttps:www.facebook.com/RtvMusic.tv/

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সম্প্রচারের দুই দশকে...
সম্প্রচারের দুই দশকে...
লোপার গানচিত্র ‘পহেলা বৈশাখ’
লোপার গানচিত্র ‘পহেলা বৈশাখ’
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
রাশি-তামান্নার নজরকাড়া যুগলবন্দি  (ভিডিও)
রাশি-তামান্নার নজরকাড়া যুগলবন্দি (ভিডিও)
‘আদম’ নির্মাতা হিরণ মারা গেছেন
‘আদম’ নির্মাতা হিরণ মারা গেছেন