X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সুশান্তের পাটনার বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানালেন নানা পাটেকার

বিনোদন ডেস্ক
২৯ জুন ২০২০, ২১:৪৩আপডেট : ২৯ জুন ২০২০, ২১:৫২

নানা পাটেকার অনেকেই ভেবেছিলেন, সপ্তাহ ঘুরতে না ঘুরতেই মুম্বাইয়ের ‘অভিবাসী’ তারকা প্রয়াত সুশান্ত সিং রাজপুতকে ভুলে যাবেন সবাই।
তবে অর্বাচীনদের সেই ভাবনায় জল ঢেলে দিয়েছেন বলিউড প্রেমীরা। নিজ জন্মস্থান পাটনা তো বটেই মুম্বাইয়ের মানুষেরাও এখনও স্মরণ করছে প্রয়াত এই রাজপুতকে।
গতকাল (২৯ জুন) অভিনেতা নানা পাটেকার গিয়েছেন সুশান্তের পাটনার বাড়িতে। দেখা করলেন তার বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গে।

সংবাদসংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, বিহার রাজ্যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়েছিলেন নানা পাটেকার। অনুষ্ঠান শেষে সুশান্ত সিং রাজপুতের প্রতি শ্রদ্ধা জানাতে তার বাড়ি যান তিনি। রাজীবনগরের বাড়িতে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানান নানা।

সেসময় সংবাদমাধ্যমকে নানা বলেন, ‘আমি সুশান্তের বাবার সঙ্গে দেখা করলাম। একজন মানুষ হিসেবে আমি আর কীই বা করতে পারি।’

এদিকে গত পরশু এক সংবাদ সম্মেলনে মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার অভিষেক ত্রিমুখী বলেন, ‘আমরা অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে এই তদন্তের (সুশান্তের মৃত্যু) দায়ভার সামলাচ্ছি। কুপার হাসপাতাল থেকে যে ময়নাতদন্তের রিপোর্ট আমাদের কাছে পাঠানো হয়েছে। এর উল্লেখ করা হয়েছে আত্মহত্যাই করেছেন সুশান্ত। পাঁচজন চিকিৎসক সেই রিপোর্টে স্বাক্ষর করেছেন।’ সুশান্তের বাবার সঙ্গে কথা বলছেন নানা

তবে জানা যায়, ১৪ জুন মারা যাওয়া এই অভিনেতার দেহ থেকে আরও কিছু নমুনা (ভিসেরা) সংগ্রহ করা হয়েছিল। সেই প্রতিবেদন এখনও পুলিশের হাতে এসে পৌঁছায়নি।
সূত্র: পিটিআই

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!