X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

‘বায়োগ্রাফি অব নজরুল’ এখন সেন্সর বোর্ডে

বিনোদন রিপোর্ট
২১ জুলাই ২০২০, ১৬:৪২আপডেট : ২১ জুলাই ২০২০, ১৮:৪৩

শুটিংয়ে খায়রুল আনাম শাকিল, ডানে পোস্টার জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে নির্মিত হলো ডকুফিল্ম ‘বায়োগ্রাফি অব নজরুল’। ফেরদৌস খান পরিচালিত বিশেষ এই কাজটি চলতি জুলাইয়ে জমা পড়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে।

প্রযোজনা প্রতিষ্ঠান নজরুল সেন্টার সূত্রে জানা গেছে, গত দেড় বছর ধরে গবেষণা, শুটিং ও সম্পাদনার কাজ শেষ করে ডকুফিল্মটির ফাইনাল প্রিন্ট চূড়ান্ত করা হয়। এটি এখন প্রস্তুত প্রদর্শনীর জন্য, অপেক্ষা শুধু ছাড়পত্রের।
৯৪ মিনিট ১২ সেকেন্ড ব্যাপ্তিকালের এই তথ্যচিত্রটি প্রযোজনা করেছেন আল আমীন খান, সার্বিক কাজের উপদেষ্টা হিসেবে ছিলেন কবি নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ।
পরিচালক ফেরদৌস খান বলেন, ‘‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থান অবিভক্ত বাংলার বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়ার বর্ণনার মধ্য দিয়ে শুরু হবে ‘বায়োগ্রাফি অব নজরুল’। এরপর কবির জন্মকাল, পিতা-মাতা ও পরিবার-পরিজন, বাল্যকাল, লেটোদলে গান গাওয়া, মক্তব ও প্রাথমিকে পড়াশোনা, আসানসোলে রুটির দোকানে কাজ, ময়মনসিংহ-ত্রিশালে পড়াশোনা-লজিং এবং আসানসোলে ফিরে স্থানীয় বিদ্যালয়ে ছাত্রজীবনের শেষদিন পর্যন্ত ঘটনার ধারাবর্ণনা ও দৃশ্যের মাধ্যমে উঠে আসবে এতে। এক কথায় নজরুলের পুরো জীবন তুলে ধরার প্রচেষ্টা ছিল এতে।’’
নজরুলের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের বর্ণনার মধ্যে কুমিল্লায় আগমন, নারগিসের সঙ্গে বিয়ে ঠিক হওয়া, প্রমীলার সঙ্গে বিয়ে, কলকাতায় বিভিন্ন বাড়িতে বসবাস, কৃষ্ণনগরে বসবাস ইত্যাদি বিষয় থাকছে। থাকছে কবির অসুস্থতা প্রসঙ্গ ও চিকিৎসা নিয়ে কথা।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে কবিকে সপরিবারে ঢাকায় নিয়ে আসা, জাতীয় কবির মর্যাদা দেওয়া এবং কবিকে জাতির জনকের নিখাদ ভালোবাসার নানাদিকও উঠে আসবে এতে।
ডকুফিল্মটির শুটিং করা হয়েছে ঢাকা, ত্রিশাল, ময়মনসিংহ, কুমিল্লা, কলকাতা, চুরুলিয়া, আসানসোল, দুর্গাপুর, হুগলী, কৃষ্ণনগর ইত্যাদি স্থানে।
এতে নজরুল প্রসঙ্গে কথা বলেন জাতীয় অধ্যাপক ও কবি নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম, জাতীয় অধ্যাপক প্রয়াত ড. আনিসুজ্জামান, আছেন প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী। কবি পরিবারের সদস্যদের মধ্যে কবি পুত্রবধূ প্রয়াত উমা কাজী ও অপর পুত্রবধূ কল্যাণী কাজী, কবি নাতনি খিলখিল কাজী, ভ্রাতুষ্পুত্র চুরুলিয়ার রেজাউল কাজী, প্রয়াত শিল্পী খালিদ হোসেন, শিল্পী খায়রুল আনাম শাকিল, রামানুজ দাশগুপ্ত, ড. নূপুর গাঙ্গুলি, বাধন সেনগুপ্তসহ অনেক শিল্পী গবেষক অংশ নেন এতে।
পরিচালক আশা করছেন, কয়েকদিনের মধ্যেই ‘বায়োগ্রাফি অব নজরুল’ সেন্সর বোর্ডের ছাড়পত্র পাবে। তবে করোনা পরিস্থিতির উন্নতি হলেই আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে এটি।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল