X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

গিনেস বুকে বাংলাদেশের ফয়সাল-আলিফ দম্পতি

বিনোদন রিপোর্ট
১২ নভেম্বর ২০২০, ১১:৪৮আপডেট : ১২ নভেম্বর ২০২০, ১৭:০১

ফয়সাল-আলিফ দম্পতি রকিং থাউজেন্ড; বিশ্বের সবচেয়ে বড় ব্যান্ড পারফরম্যান্স। এ বছর দুবাইয়ে আড়াই হাজার সংগীতশিল্পী নিয়ে এটি অনুষ্ঠিত হয়েছে। আর এতে অংশ নিয়ে গিনেস রেকর্ড বুকে স্থান করে নিয়েছেন বাংলাদেশের কণ্ঠশিল্পী আলিফ আলাউদ্দীন ও লিড গিটারিস্ট কাজী ফয়সাল আহমেদ।
গত ৩০ অক্টোবর গ্লোবাল ভিলেজের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। বিশ্বের ৭৯ দেশের মধ্যে লাল-সবুজের প্রতিনিধিত্ব করেন তারা।
বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন এই সংগীত দম্পতি।
এর আগে ২০১৫ সালে ইতালিতে এই আসরটি হয়েছিল। সেবার ১০০০ শিল্পী অংশ নেন। আর এবার এতে ছিলেন আড়াই হাজার পারফর্মার। যার ফলে পুরো আয়োজনটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নেয়। গ্লোবাল ভিলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে এ আয়োজনটি হয়েছে।
আলিফ ও ফয়সাল ইতোমধ্যে অনলাইনে তাদের সার্টিফিকেট পেয়েছেন।
আর্টসেল ব্যান্ডের গিটারিস্ট কাজী ফয়সাল আহমেদ বলেন, ‘এ বছর ওরা (গ্লোবাল ভিলেজ) বড় আকারে আয়োজন করেছে। যখন তারা মেসেজটি পাঠালো, তখন আলিফও আমার সঙ্গে জয়েন করে। তারা আমাদের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়ে ভিডিও পাঠাতে বলে। এবার ৯৬০ জন গিটারিস্ট ও সাড়ে ৬শ’ কণ্ঠশিল্পী অংশ নিয়েছেন।’
আলিফ আলাউদ্দীন বলেন, ‘সমবেত সংগীতে খুবই গুরুত্বপূর্ণ দিক হলো, সবার কণ্ঠ ও সংগীত একসঙ্গে মিলতে হবে। এর প্রতিটি নোট স্ক্যান করা হয়। আমরা দেড় মাস চারটি গান টানা অনুশীলন করে গেছি। তারপর অনলাইনে ভিডিওটি পাঠাই। পুরো আয়োজনটিই হয়েছে অনলাইনে। ৭৯টি দেশের সঙ্গে বাংলাদেশের নাম দেখে খুবই ভালো লেগেছে।’
গানগুলো হলো, ‌উই ইউল রক ইউ, রকিং অলওভার দ্য ওয়ার্ল্ড, হোয়াট আ ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড ও ইউ গেট হোয়াট ইউ গিভ।
আলিফ জানান, মেইলের মাধ্যমে গিনেস সার্টিফিকেট দুটি তারা পেয়েছেন। শিগগিরই মূল কপিও হাতে পাবেন।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো