X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

খুলেছে নিপুণের ‘টিউলিপ’ পার্লার

বিনোদন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০১৬, ১৩:১৭আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ১৫:০৯

‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ উদ্বোধনী অনুষ্ঠানে তারকা অতিথিদের সঙ্গে নিপুণ ঢাকাই চলচ্চিত্রের প্রশংশিত অভিনেত্রী নিপুণ খুলেছেন একটি বিউটি পার্লার। রাজধানীর বনানী কামাল আতাতুর্ক এভিনিউতে অবস্থিত ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ নামের এ পার্লারের আনুষ্ঠানিক উদ্বোধন হয় সোমবার। উদ্বোধন করেন রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ সেলিম। সঙ্গে ছিলেন টিভি-চলচ্চিত্র ও সংগীতাঙ্গনের অনেক তারকা।

নিপুণ জানান, অনেকদিন ধরেই তিনি ঢাকায় একটি আন্তর্জাতিক মানের বিউটি পার্লার দেওয়ার স্বপ্ন দেখছেন। প্রধান কারণ, ব্যক্তিগত অসন্তুষ্টি। তার ভাষায়, ‘পর্দার মানুষ হিসেবে রূপচর্চার বিষয়ে বরাবরই সচেতন থাকতে হয়। সে জন্য অন্যদের মতো আমারও এ নিয়ে দেশ-বিদেশে নানা অভিজ্ঞতা। তবে দেশের অভিজ্ঞতাগুলো খুব সুখকর নয়। আমি চাইছি সেই অভিজ্ঞতা থেকে একটা কিছু করার।’

নিপুণের ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ নিপুনের বিউটি পার্লারটি আন্তর্জাতিক মানের। এমনটাই গ্যারান্টি দিলেন এ অভিনেত্রী। বিষয়টি বোঝানোর জন্য আরও কিছু তথ্য দিলেন, জানালেন তার পার্লারে উন্নত সেবার জন্য থাইল্যান্ড থেকে আনা হয়েছে ৫ বিশেষজ্ঞ বিউটি কর্মীকে। সঙ্গে তার নিয়মিত উপস্থিতি তো থাকবেই।

কিন্তু ছোট করে হলেও একটা প্রশ্ন আসতেই পারে, এত কিছু থাকতে কেন বিউটি পার্লার ব্যবসায় নাম লেখালেন? জবাবে নিপুণ বলেন, ‘আগেও বলেছি- এটা গ্ল্যামার ওয়ার্ল্ড কিংবা পর্দা জীবনের সঙ্গে নিকট সম্পর্কিত একটি বিষয়। ফলে এটি আমার জন্য বেশ প্রাসঙ্গিক একটি বিষয়।’

প্রসঙ্গত, নিপুণ অভিনীত ‘স্বর্গ থেকে নরক’ ছবিটি গত ২৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে। এতে তার বিপরীতে ছিলেন ফেরদৌস। ড. অরূপ রতন চৌধুরীর পরিচালনায় এ ছবিটি মাদক সচেতনতার ওপর নির্মিত। ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ উদ্বোধনী অনুষ্ঠানে কণা-আলিশা প্রধানের সঙ্গে নিপুণ

/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানে আবার আমন্ত্রিত ঢাকার ঋতি
কানে আবার আমন্ত্রিত ঢাকার ঋতি
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
কাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সিনেমা সমালোচনাকাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সম্প্রচারের দুই দশকে...
সম্প্রচারের দুই দশকে...