X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

নওশাবার ডাবল হ্যাটট্রিক

ওয়ালিউল মুক্তা
০৬ জানুয়ারি ২০১৬, ১৯:০৫আপডেট : ০৯ জানুয়ারি ২০১৬, ১৮:১৮

নওশাবা.
প্রথম প্রশ্নটাই ছিল, এ বছর কি আপনার? উল্টো নওশাবাই বেশ চমকে দিলেন। বললেন, ‘না, এ বছরটি সবার।’
বিতং করে বললেন বিষয়টি। ‘সবার সমর্থনই এতগুলো কাজ একসঙ্গে করতে পারছি। সবাই আমার পাশে না থাকলে, এটা হতো না। আর এ কাজগুলো কিন্তু দীর্ঘদিনের পরিশ্রমের ফসল। গত একটা বছর আমার কেটেছে শুধুই অডিশন দিতে। এমন হয়েছে, একটা ছবির জন্য পাঁচবার অডিশনে দিয়েছি। আর অন্যগুলোতে তো এ বিষয়টি ছিলই।’
নওশাবার এখন কাজ করছেন আধা ডজন ছবিতে। ইতোমধ্যে দুটি ছবির কাজ শেষের দিকে। হাতে যুক্ত হয়েছে আর চারটি ছবি। চলতি বছরেই সব ছবি ‍মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতী’তে সোনাই, প্রসূণ রহমানের ‘ঢাকা ড্রিম’-এ বিধবা, ফকরুল আরেফিন খানের ‘ভুবন মাঝি’তে ফটোগ্রাফার ও দীপঙ্কর দীপনের ‘ঢাকা অ্যাটাক’-এ পুলিশ কর্মকর্তার স্ত্রী হিসেবে দেখা যাবে তাকে। এছাড়া গত বছরে কাজ করা খিজির হায়াত খানের ‘প্রতিরুদ্ধ’ ও ওয়াহিদ তারেকের ‘আলগা নোঙর’ ছবির কাজ শেষ পর্যায়ে।

নিজের চরিত্রগুলো নিয়ে নওশাবা বললেন, ‘‘আমার প্রথম ছবি ‘উধাও’। এতে আমি একজন যৌনকর্মী ছিলাম। এরপর বহু ছবিতে অভিনয়ের প্রস্তাবও পাই। কিন্তু চরিত্রের জন্যই কাজগুলো করা হয়নি। নতুন ছবিগুলোর কোনও চরিত্রের সঙ্গে কোনওটির মিল নেই। অনেকেই ভাবছেন, এত কাজ কেন একসঙ্গে? এটা আসলে পরীক্ষার পড়া জমে যাওয়ার মতো! আসলে এগুলোর কথা অনেক আগে থেকে চলছিল। সবগুলোর সিডিউল চলতি বছরে এসে ঠেকেছে।’’
জানালেন, ‘আলগা নোঙর’ ও ‘প্রতিরুদ্ধ’ শিগগিরই মুক্তি পাবে। আর ধারাবাহিকভাবে অন্য ছবিগুলোর কাজ করে যাবেন।
ছবি: সাজ্জাদ হোসেন
/এম/

সম্পর্কিত
মুজিবনগরে স্বাধীনতার ঘোষণাপত্র ও সংবাদ সংগ্রহ
আলাপচারিতায় ব্যারিস্টার আমীর উল ইসলাম ও মানস ঘোষমুজিবনগরে স্বাধীনতার ঘোষণাপত্র ও সংবাদ সংগ্রহ
করারোপ নীতি শিক্ষা সম্প্রসারণকে বাধাগ্রস্ত করবে: সলিমুল্লাহ খান
করারোপ নীতি শিক্ষা সম্প্রসারণকে বাধাগ্রস্ত করবে: সলিমুল্লাহ খান
‘নারীরা যে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে চলেছেন, এর নেপথ্যে শেখ হাসিনা’
বাংলা ট্রিবিউনকে ওয়াসিকা আয়শা খান‘নারীরা যে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে চলেছেন, এর নেপথ্যে শেখ হাসিনা’
‘মেয়েদের নিয়ে কেউই ঝুঁকি নিতে চায় না’
‘মেয়েদের নিয়ে কেউই ঝুঁকি নিতে চায় না’
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!