X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সংবর্ধনা পাচ্ছেন বন্যা

বিনোদন রিপোর্ট
২৩ মার্চ ২০১৬, ১৮:০৪আপডেট : ২৪ মার্চ ২০১৬, ১৪:৩১




রেজওয়ানা চৌধুরী বন্যা। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক চলতি বছর পাচ্ছেন রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। তার এই প্রাপ্তিতে বিশেষ সম্মাননা ও সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ রবীন্দ্রসংগীতশিল্পী সংস্থা।

আগামী ২৫ মার্চ এ অনুষ্ঠানটি হবে শাহবাগের গণগ্রন্থাগারের সেমিনার হলে। বিকাল সাড়ে পাঁচটার এ আয়োজনে উপস্থিত থাকবে দেশের প্রায় সব কয়টি রবীন্দ্রসংগীতবিষয়ক সংগঠন বলে জানিয়েছেন বাংলাদেশ রবীন্দ্রসংগীতশিল্পী সংস্থার সভাপতি ও শিল্পী তপন মাহমুদ।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রেজওয়ানা চৌধুরী বন্যাকে সম্মান জানাতেই এ আয়োজন। এতে গানের পাশাপাশি শিল্পী ও তার কাছের মানুষেরা বক্তব্য রাখবেন। এছাড়াও অন্য কোনও বিদগ্ধজন যদি কথা বলতে চান, তিনিও অংশ নিতে পারবেন।’
এবারের স্বাধীনতা পদক পাচ্ছেন বিনোদন অঙ্গনের দুই গুণী শিল্পী। বন্যা ছাড়াও অপরজন হলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৪ মার্চ ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে এই পদক তুলে দেবেন।

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’