X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১
জাতীয় চলচ্চিত্র দিবস-২০১৬

‘এখনও আমাদের সুদিন ফেরেনি’

বিনোদন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৬, ১৫:১৮আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১৭:০১

জাতীয় চলচ্চিত্র দিবস-২০১৬। কথা বলছেন নায়করাজ। চলচ্চিত্র শিল্পে এখনও আমাদের সুদিন ফেরেনি। কথাটি বেশ বেদনা কণ্ঠে বললেন নায়করাজ রাজ্জাক। রবিবার সকাল সাড়ে দশটার দিকে জাতীয় চলচ্চিত্র দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে নিজের প্রতিক্রিয়া এভাবেই ব্যক্ত করেন তিনি।

জাতীয় চলচ্চিত্র দিবস-২০১৬ এর উদ্বোধনক্ষন। এসময় অনুষ্ঠানে অগুনতি মানুষের ভিড় থাকলেও চলতি সময়ের তারকা শিল্পীদের উপস্থিতি কমই ছিল। এ বিষয়ে নায়করাজ তাচ্ছিল্যের সুরেই বলেন, ‘কোথায় এখন আমাদের তথাকথিত সুপারস্টাররা?’ চলচ্চিত্রের এই বটবৃক্ষ কথা বলেন আরও অনেক বিষয়ে।  

জাতীয় চলচ্চিত্র দিবস-২০১৬। বক্তব্য রাখছেন আসাদুজ্জামান নূর। এর আগে তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার (বিএফডিসি) তত্ত্বাবধানে চলচ্চিত্র দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী অভিনেতা আসাদুজ্জামান নূর। এতে নায়করাজ ছাড়াও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, অভিনেতা জাভেদ, অভিনেত্রী অঞ্জনা, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, তথ্যসচিব মরতুজা আহমদ সহ আরও অনেকে।

উদ্বোধন আনুষ্ঠানিকতা শেষে অতিথিরা অংশ নেন আনন্দ শোভাযাত্রায়। দিনব্যাপী এ কর্মসূচিতে আরও থাকছে সেমিনার, চলচ্চিত্র প্রদর্শনী, মেলা, নাগরদোলা, স্থিরচিত্র প্রদর্শনী,  পুতুলনাচ, বায়োস্কোপ প্রদর্শন, লালগালিচা সংবর্ধনা ও তারকাদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা।

এফডিসিতে ঢাবি’র টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের র‌্যালি। /এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল