X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মুখ থুবড়ে পড়ল ‘ব্যাটমান ভার্সেস সুপারম্যান’

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ এপ্রিল ২০১৬, ১৬:২১আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১৮:২৬

ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান

মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছিল `ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান: ডন অব জাস্টিস’। অথচ দ্বিতীয় সপ্তাহেই তা মুখ থুবড়ে পড়েছে। দ্বিতীয় সপ্তাহে বক্স অফিসে সিনেমাটির আয় ধপাস্ করে নেমে গেছে ৬৮ শতাংশ।

পর্যবেক্ষকেরা বলছেন, মানুষের মুখে মুখে সিনেমাটির ব্যাপারে নেতিবাচক মন্তব্যেই এ ধস নেমেছে।

রবিবারে প্রকাশিত কমস্কোর-এর তথ্য অনুযায়ী, সপ্তাহের শেষে সিনেমাটির আয় দাঁড়ায় ৫২.৪ মিলিয়ন। যা নতুন মুক্তি পাওয়া ‘‘গড’স নট ডেড টু’’ ও ‘মিট দ্য ব্ল্যাকস’- এর আয়কে ছাড়িয়ে গেছে।

জ্যাক স্নাইডারের সুপারহিরো সিনেমাটি তৈরিতে ২৫০ মিলিয়ন ডলার খরচ হয়েছে। আর প্রচারে খরচ করা হয়েছে দেড়শ মিলিয়ন ডলার। এদিকে যুক্তরাষ্ট্রে রবিবার পর্যন্ত সিনেমাটি আয় করেছে ২৬১.৫ মিলিয়ন ডলার।

অবশ্য বিগ বাজেটের সুপার হিরো সিনেমার দ্বিতীয় সপ্তাহে মুখ থুবড়ে পড়াটা অস্বাভাবিক নয়। সিনেমার বাজার পর্যবেক্ষণকারীরা জানান, বেশিরভাগ ব্লকবাস্টার সিনেমার দ্বিতীয় সপ্তাহে আয় ৬০ শতাংশ কমে যাওয়াটা অস্বাভাবিক নয়।

এর আগে জ্যাক স্নাইডারের ‘ম্যানব অব স্টিল’-এর আয় দ্বিতীয় সপ্তাহে ৬৪.৬ শতাংশ,‘ দ্য ডার্ক নাইট রাইজেস’ ৬১.৪ শতাংশ কমে গিয়েছিল। মার্বেল ইউনিভার্সের সুপারহিরো সিনেমারও একই অবস্থা।‘ডিজনির অ্যাভেঞ্জার: এইজ অব আলট্রন’ ৫৯.৪ শতাংশ, ‘ফক্স এর এক্স-মেন: ডেজ অব ফিউচার পাস্ট’ ৬৪.২ শতাংশ নেমেছিল।

প্রথম সপ্তাহ শেষে দ্বিতীয় সপ্তাহে মানুষের মুখে মুখে সিনেমাটি সম্পর্কে নেতিবাচক পর্যালোচনার কারণে এ ধস নামে। তবে সিনেমাটির আয় বৃদ্ধির বেশ সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিকভাবে সিনেমাটি বেশ ভালোই ব্যবসা করছে। এই সপ্তাহ শেষে সিনেমাটির বৈশ্বিক আয় দাঁড়িয়েছে ৬৮৭.৯ মিলিয়ন ডলার। শুধু দ্বিতীয় সপ্তাহে আয় ছিল ৮৫.১ মিলিয়ন ডলার।

১৫ এপ্রিল মুক্তি পাবে ডিজনির ‘দ্য জাঙ্গল বুক’। ফলে এরমধ্যে ব্শ্বিজুড়ে ‘ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান’ আরও কিছুদিন ব্যবসা করবে বলে অনেকের আশাবাদ।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

/এএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)