X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

'অভিনীত চরিত্রেও আমি সাংবাদিক'

বিনোদন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৬, ০০:০০আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১৫:০০

রুম্মান রশীদ খান।।। নাট্যকার, চলচ্চিত্রের চিত্রনাট্যকার, উপস্থাপক রুম্মান রশীদ খানের পাশে এবার যুক্ত হলো নতুন পরিচয়। অভিনয় করলেন রুম্মান। নিজের লেখা চলচ্চিত্র ‌'পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি টু'-তে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তিনি। রুম্মান রশীদ খান
এতদিন বিষয়টি অন্তরালে থাকলেও সম্প্রতি এ ছবির ট্রেলারে রুম্মানের অভিনয়ের এক ঝলক দেখা গেছে।
বিষয়টি নিয়ে তিনি বলেন, `খবরটি সত্যি। স্বনামে আমি অভিনয় করেছি। আসলে আমি অভিনেতা নই। অনেকটা অনুরোধে ঢেঁকি গিলেছি। আমার অভিনীত চরিত্রে অভিনয় করার কথা ছিল একজন জনপ্রিয় সংবাদ ব্যক্তিত্বর। তিনি শেষ মুহূর্তে ফাঁসিয়ে দেওয়ায় পরিচালক সাফিউদ্দিন সাফি বিপাকে পড়ে যান। তখন অনেকটা হুট করেই আমাকে ক্যমেরার সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়। যেহেতু আমি মাছরাঙা টেলিভিশনেও প্রতিদিনের আয়োজন `রাঙা সকাল' উপস্থাপনা করছি, তাই পরিচালক মনে করেছেন টিভি রিপোর্টারের চরিত্রে আমি মানিয়ে যেতে পারবো।  আর নিজের তো অল্প বিস্তর সাংবাদিকতার অভিজ্ঞতা আছেই। ২০১৪ সালের শেষ দিকে দু'দিন আমার অভিনীত চরিত্রের চিত্রধারণ হয়।'

অতীতে অভিনয়ের অভিজ্ঞতা আছে কিনা- জানতে চাইলে রুম্মান বলেন, ‌'`নটরডেম কলেজে থাকতে অনেক অভিনয় করেছি। কলেজ পেরিয়ে ‘স্বপ্ন’ নামে একটি সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য হয়ে জাতীয় নাট্যশালা, মহিলা সমিতি মিলনায়তন, নাটমণ্ডলে শো করেছি। পরবর্তীতে বেশ কিছু নাটক এবং চলচ্চিত্রে প্রস্তাব পেলেও অভিনয় কখনো করতে চাইনি। ধরে নিতে পারেন, ‌'পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি টু'-ই আমার প্রথম এবং শেষ অভিনয়।''
রুম্মানের অভিনয় প্রসঙ্গে পরিচালক সাফিউদ্দিন সাফি বলেন, ‌'বাস্তবেও সাংবাদিক বলে রুম্মান অভিনীত চরিত্রে তিনি অভিনয় করেছেন মনে হয়নি। ডাবিং করতেও সময় নেননি, পেশাদার অভিনেতার মতই কাজ করেছেন। অভিনয় নিয়মিত হলে রুম্মান ভালো করবেন।'’
আসছে ৮ এপ্রিল মুক্তি পাচ্ছে ‌'পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি টু'। রুম্মান রশীদ খান।
/এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’