X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১
শুভ জন্মদিন

৭০ কোথায়, আমার বয়স ১৭: রুনা লায়লা

জনি হক
১৭ নভেম্বর ২০২২, ০০:০১আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ১৩:৩৪

বাংলাদেশের সংগীত জগতের জীবন্ত কিংবদন্তি রুনা লায়লার ৭০তম জন্মদিন আজ (১৭ নভেম্বর)। এখনও তাঁর অনন্য গায়কী সংগীতপিপাসুদের মন্ত্রমুগ্ধ করে রাখে। অসংখ্য কালজয়ী গান উপহার দিয়ে তিনি পেয়েছেন সবশ্রেণির জনপ্রিয়তা। তিনি তারকাদের তারকা। তাঁর তুলনা শুধুই তিনি। জন্মদিন উপলক্ষে ফোনে বাংলা ট্রিবিউনের মুখোমুখি হয়েছেন গুণী এই শিল্পী।

বাংলা ট্রিবিউন: এবার তো আপনার বিশেষ জন্মদিন, ৭০তম। 
রুনা লায়লা: না! ৭০ কোথায়? ১৭ (হাসি)! এটাতেই থাকতে চাই। 

বাংলা ট্রিবিউন: ৭০ বছর তো বিশেষ সংখ্যা, এটা নিয়ে আলাদা করে কিছু ভেবেছেন?
রুনা লায়লা: ৭০ বছর চিন্তা করলে ভয়ই লাগে! সৃষ্টিকর্তার কাছে হাজার শুকরিয়া যে, সুস্থ আছি এবং এখনও কাজ করছি, গান করছি। শ্রোতা-ভক্তদের যে ভালোবাসা, শ্রদ্ধা ও দোয়া-আশীর্বাদ আছে, এটাই বোধহয় আমাকে এখনও সুস্থ রেখেছে। তাদের কাছে আমি কৃতজ্ঞ।

রুনা লায়লা/ ছবি: সাজ্জাদ হোসেন

বাংলা ট্রিবিউন: চ্যানেল আইয়ের ‘তারকাকথন’ অনুষ্ঠানে আজ আপনাকে বিশেষ সম্মান জানানো হবে। লালগালিচা, নতুন গানসহ আরও অনেক কিছুই হয়তো হবে। এ নিয়ে অনুভূতি কেমন?
রুনা লায়লা: আমাকে এতখানি সম্মান দেওয়া হচ্ছে, এটা ভীষণ আনন্দের ব্যাপার। আমাকে কতটা ভালোবাসে বলে এত বড় আয়োজন করেছে। এজন্য ফরিদুর রেজা সাগর ও শাইখ সিরাজকে অনেক ধন্যবাদ। আরও যারা এর সঙ্গে যুক্ত আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যদিও তারা আমাকে এসব কিছু বলেননি। শুধু জন্মদিন উপলক্ষে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু কী কী হবে জানি না। তোমরাই বলে দিচ্ছো! এটা ওদের সারপ্রাইজ ছিল, কিন্তু সারপ্রাইজ তোমরা নষ্ট করে দিলে! আর আমাকে নিয়ে একটা গান তৈরি হয়েছে, এটা তো বড় ব্যাপার। প্রত্যাশা করিনি যে, এত বেশি আয়োজন করবেন তারা। 

বাংলা ট্রিবিউন: অভিনেতা আলমগীর বিশেষ আয়োজন করছেন নিশ্চয়ই? 
রুনা লায়লা: আমার জন্মদিনের সব আয়োজন উনিই করেন। পরিবার, আত্মীয়-স্বজনদের নিয়ে আমাদের বাড়িতে সন্ধ্যায় অনুষ্ঠান হবে। এখানে আমার কিছু করতে হয় না। আর একটা না একটা সারপ্রাইজ তো থাকেই।

মঞ্চে রুনা লায়লা

বাংলা ট্রিবিউন: আপনার ৭০ বছরের জীবনের বেশিরভাগ সময় বাংলাদেশের সংগীতাঙ্গনকে দিয়েছেন। কখনও কি ভেবেছেন, এই দেওয়ার বিপরীতে কী পেলাম? 
রুনা লায়লা: যতটুকু পেয়েছি, অনেক কিছু পেয়েছি। আমার কোনও অপ্রাপ্তি নেই। ভাবলে অবাক লাগে, সৃষ্টিকর্তা আমাকে এত কিছু দিয়েছেন! এই যে মানুষের ভালোবাসা, শ্রদ্ধা; এটাই সবচেয়ে বড় পুরস্কার। আমি অনুভব করি, মানুষ আমাকে এতটা ভালোবাসে, শ্রদ্ধা করে। এটাই সবচেয়ে আনন্দের ও তৃপ্তির বিষয়। 

বাংলা ট্রিবিউন: এখনও আপনি সেই একইরকম আছেন! আপনার কণ্ঠ একইরকম শুনি। এর পেছনে কোনও রহস্য আছে?
রুনা লায়লা: রহস্য কিছু নেই। আমি রেয়াজ করি, অনুশীলন করি। গায়কীর নতুন নতুন উপকরণ খুঁজি। নিজেকে প্রতিনিয়ত উন্নতি করার চেষ্টা চালিয়ে যাই।

রুনা লায়লা (ছবি: সংগৃহীত)

বাংলা ট্রিবিউন: দিনের নির্দিষ্ট কোনও সময়ে রেয়াজ করেন? 
রুনা লায়লা: না, কোনও নির্দিষ্ট সময় নেই। তবে নিয়মিতই রেয়াজ করি। খালি গলায় রেয়াজ করি, এক্ষেত্রে কঠিন গানগুলো বেছে নিই। সেগুলোতে নিজের মতো সুর-তালের চর্চা করি। এ প্রজন্মের যারা গান করছে, ওদেরও বলি যে, তোমরা এভাবেও অনুশীলন করতে পারো। 

বাংলা ট্রিবিউন: নতুন নতুন গানও নিশ্চয়ই শোনেন...
রুনা লায়লা: সবার গানই শুনি। নবীন-প্রবীণ সবার গান শুনি। সবার কাছেই কিছু না কিছু শেখার আছে।

রেকর্ডিংয়ে রুনা লায়লা

বাংলা ট্রিবিউন: গান গাওয়ার পাশাপাশি আপনি সুরও করেন। নতুন গান বা সুর নিয়ে কিছু ভেবেছেন?
রুনা লায়লা: হ্যাঁ, চিন্তা-ভাবনা আছে। সামনে নিজের সুর করা গান নিয়ে কাজ করবো। এর আগে আশা ভোঁসলে, আদনান সামি ও রাহাত ফতেহ আলী খানকে দিয়ে গাইয়েছি। আরেকটা প্রজেক্ট নিয়ে চিন্তা করছি। দেখা যাক কতদূর কী করা যায়।

বাংলা ট্রিবিউন: আপনার নিজের পছন্দের পাঁচটি গান যদি নির্বাচন করতে বলি... 
রুনা লায়লা: এটা তো বড় মুশকিল। আচ্ছা তবুও বলি, ‘যখন আমি থাকবো নাকো’, ‘বুকে আমার আগুন জ্বলে’, ‘যখন থামবে কোলাহল’, ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো’ এবং ‘আয়রে মেঘ আয়রে’।

তরুণকালে রুনা লায়লা

বাংলা ট্রিবিউন: বর্তমান সময়ে গানের ভিউ নিয়ে মাতামাতি হয়। এ নিয়ে আপনার পর্যবেক্ষণ কী?
রুনা লায়লা: আমরা যখন নিয়মিত গান করেছি, তখন তো ভিউজের কোনও ব্যাপার ছিল না। রেডিওতে বাজতো, পরে টিভি আসার পর টিভিতে প্রচার হতো। তারপরও আমাদের গান জনপ্রিয় হয়েছে। আমাদের সমসাময়িক এখনও অনেকে গাইছে। আমি ভিউ কমবেশি বুঝি না। গান যদি ভালো হয় তাহলে মানুষের মন ছুঁয়ে যায়। এটাই তো যথেষ্ট।

/কেআই/এমএম/
সম্পর্কিত
নুসরাত ফারিয়ার সঞ্চালনায় রুনা লায়লা
নুসরাত ফারিয়ার সঞ্চালনায় রুনা লায়লা
পঙ্কজ উদাসের সঙ্গে রুনা লায়লার দেখা হওয়ার স্মৃতি
পঙ্কজ উদাসের সঙ্গে রুনা লায়লার দেখা হওয়ার স্মৃতি
কথা দিলাম সবসময় ‘সেরাকণ্ঠ’র সঙ্গে থাকবো: রুনা লায়লা
কথা দিলাম সবসময় ‘সেরাকণ্ঠ’র সঙ্গে থাকবো: রুনা লায়লা
শাকিবে মুগ্ধ আলমগীর-রুনা লায়লা
শাকিবে মুগ্ধ আলমগীর-রুনা লায়লা
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা