X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

‘নদীর কূল’-এ আবেগে ভাসালেন বগা ও অর্ণব

বিনোদন রিপোর্ট
২৫ মে ২০২৩, ২৩:০০আপডেট : ২৬ মে ২০২৩, ১২:৪৩

পল্লীকবি জসীম উদ্‌দীনের লেখা কালজয়ী গান ‘নদীর কূল নাই কিনার নাই রে’। এই গানের মূল শিল্পী আব্বাসউদ্দীন আহমেদ। তবে বিভিন্ন সময় গানটি নতুন সংগীতায়োজনে গেয়েছেন অনেকেই। এবার কোক স্টুডিও বাংলা নতুন করে ফিরিয়ে আনলো গানটিকে। এতে কণ্ঠ দিয়েছেন রিপন কুমার সরকার। যিনি বগা তালেব নামেই বেশি পরিচিত।

বৃহস্পতিবার (২৫ মে) রাত ৯টায় ইউটিউবে ‘কোক স্টুডিও বাংলা’ চ্যানেলে উন্মুক্ত করা হয় ‘নদীর কূল’। এরপর থেকেই গানটি ভাসছে প্রশংসার জোয়ারে। প্রথম ঘণ্টাতেই ৯০ হাজারের বেশি ভিউ। সঙ্গে ১০ হাজারের বেশি লাইক এবং এক হাজরের বেশি মন্তব্য।

পল্লীকবি জসীম উদ্‌দীন ও কিংবদন্তি শিল্পী আব্বাসউদ্দীন আহমেদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে সোয়া ৯ মিনিটের এই পরিবেশনায়।

লোকসংগীতের মূল আবেগটি অক্ষুণ্ণ রেখে এই গানে যুক্ত করা হয়েছে আধুনিক কিছু বিষয়। সংগীত পরিচালক শায়ান চৌধুরী অর্ণব গানের স্বরে গতিশীল নদীর তরঙ্গকে ফুটিয়ে তুলেছেন। নদীর প্রকৃতিই এমন, কখনও শান্ত, কখনও উত্তাল; কখনও আনন্দময়, আবার কখনও বিষণ্ণ। 

অর্ণব বলেন, ‘মূলত এটি ভাটিয়ালি গান। তবে গানটির যেসব অংশে সুরের খেলা রয়েছে সেখানে কীর্তনের প্রভাবও রয়েছে। এর মাধ্যমে নদীর একটি ভিন্ন চিত্র ফুটে উঠেছে। রিপন কুমার সরকারের (বগা) নিজের কীর্তনের দল রয়েছে। এই ধরনের গানে তার অভিজ্ঞতা ও দক্ষতার কারণে এটি তার শিল্পী সত্ত্বার প্রকাশের জন্য চমৎকার একটি কাজ। বিশেষত বাঁশি ও খোলের ব্যবহারের ফলে কীর্তন ধারাটি ফুটে উঠেছে, গানটি প্রাণবন্ত হয়েছে।’

শিল্পী রিপন কুমার সরকার নিজের অনুভূতি জানিয়ে বলেন, ‘আব্বাসউদ্দীনের মতো বিখ্যাত শিল্পী এবং জসীম উদ্‌দীনের মতো মহান কবির গান গাইতে পারা আমার জন্য দারুণ সম্মানের। ভাটিয়ালি ও কীর্তনের উপাদান আছে এই গানে, যা একসঙ্গে মিলে দর্শক-শ্রোতাদের জন্য অন্যরকম এক অভিজ্ঞতার সৃষ্টি করে।’

গানটিতে আরও আছেন জ্যাজ শিল্পী ইদ্রিস। সুথসেয়ার নামে লন্ডনে তার নিজস্ব ব্যান্ড আছে। এছাড়া এতে বাজিয়েছেন বাংলাদেশের এক ঝাঁক গুণী মিউজিশিয়ান। বিশেষ করে শেষ দিকে অর্ণবের অপূর্ব হামিং গানটিকে দিয়েছে নতুন মাত্রা। পাশাপাশি ভিডিওতে ফুটে ওঠা নদীর দৃশ্যগুলো ঠিক যেন ‘নদীর কূল’-এ নিয়ে যাচ্ছে শ্রোতাদের।

গানটির লিংক-

/আরআইজে/
সম্পর্কিত
আসছে অর্ণবের গানের বই  
আসছে অর্ণবের গানের বই  
নগ্ন ওয়েবের হুমকি: ৫ লাখ টাকা দিলেন অর্ণবপত্নী!
নগ্ন ওয়েবের হুমকি: ৫ লাখ টাকা দিলেন অর্ণবপত্নী!
ঝড়ের আগে আছড়ে পড়লো ‘অবাক ভালোবাসা’!
ঝড়ের আগে আছড়ে পড়লো ‘অবাক ভালোবাসা’!
কোক স্টুডিও বাংলায় জয়া আহসান!
কোক স্টুডিও বাংলায় জয়া আহসান!
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমায় বালাম ও জালালী শাফায়াত!
সিনেমায় বালাম ও জালালী শাফায়াত!
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!