X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ঝড়ের আগে আছড়ে পড়লো ‘অবাক ভালোবাসা’!

বিনোদন রিপোর্ট
২৫ মে ২০২৪, ২০:১৭আপডেট : ২৭ মে ২০২৪, ১৩:২১

উপকূলে ক্রমশ মুখ ভার করছে সমুদ্র। ঘূর্ণিঝড় হয়ে তা রবিবার (২৬ মে) নাগাদ আঘাত হানতে পারে এই ব-দ্বীপে। তার আগে সামুদ্রিক মুগ্ধতার ঢেউ নিয়ে আছড়ে পড়লো এক গান, শ্রোতাদের মনে। আর মুহূর্তেই সেটি জায়গা করে নিয়েছে আলোচনার টেবিলে, চর্চার কেন্দ্রস্থলে।

গানটির শিরোনাম ‘অবাক ভালোবাসা’। হ্যাঁ, দেশের নন্দিত ব্যান্ড ‘ওয়ারফেইজ’র কালজয়ী সেই গান। নতুন আয়োজনে ফিরলো, ফেরালো শ্রোতাদের মুগ্ধতার সৈকতে। শুধু তাই নয়, গানটির মূল স্রষ্টা বাবনা করিমও (এখন আর ব্যান্ডটির সঙ্গে যুক্ত নেই) এলেন, পুনরায় গাইলেন তার অমর গানটি। তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ব্যান্ডটির বর্তমান ভোকাল পলাশ নূর।

‘ওয়ারফেইজ’র চার দশক পূর্তি উপলক্ষে এই বিশেষ চমক হাজির করেছে কোক স্টুডিও বাংলা। চলমান তৃতীয় সিজনের তৃতীয় গান হিসেবে শনিবার (২৫ মে) সন্ধ্যায় ‘অবাক ভালোবাসা’ উন্মুক্ত করা হয়েছে। সাত মিনিট দৈর্ঘের গানটির ভিডিও নির্মাণেও মুগ্ধতার ছাপ পাওয়া গেলো। নীলাভ-রূপোলি আলোয় সাজানো সেট যেন কোনও সমুদ্রসৈকত; যেখানে আছড়ে পড়ছে ঢেউ, আকাশময় লক্ষ তারকার মেলা।

গানটির গীতিকার, সুরকার ও গায়ক বাবনা করিম গানটির সংগীতায়োজনেও নতুনত্ব আনা হয়েছে। ব্যান্ডের সঙ্গে কোক স্টুডিওর টিম সমন্বিত হয়ে কাজটি করেছে। জালালের বাঁশি, স্বেতেকু ব্যানার্জির সেতার আর শান্তনুর সান্তুরে গানটি যেন ভিন্ন মাত্রা পেয়েছে। এমনই মন্তব্যের বান এসেছে অন্তর্জালের কমেন্ট বক্সে। সিংহভাগ শ্রোতাই ইতিবাচক মন্তব্য করছেন গানটি শুনে।

আচমকা এই চমক দিয়ে কোক স্টুডিও বাংলা কর্তৃপক্ষ বলেছে, ‘৪০ বছরে পা রাখলো আমাদের অসম্ভব ভালোবাসার ব্যান্ড ওয়ারফেইজ। আর এই অসাধারণ মুহূর্তকে স্মরণীয় করে রাখতেই আমরা নতুনভাবে নিয়ে এসেছি তাদেরই কালজয়ী সেই গান, যা প্রজন্মের পর প্রজন্মকে জড়িয়েছে  অবাক এক ভালোবাসায়, মাতিয়েছে রিয়েল ম্যাজিকে।’

যদিও জানা কথা, তবু মনে করিয়ে দেওয়া, বরাবরের মতো কোক স্টুডিও বাংলার সংগীত প্রযোজনায় আছেন সায়ান চৌধুরী অর্ণব। নতুন গানটির ভিডিও নির্দেশনা দিয়েছেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়।

ব্যান্ডটির বর্তমান ভোকাল পলাশ নূর প্রসঙ্গত, ১৯৮৪ সালে গঠিত হয় ব্যান্ড ‘ওয়ারফেইজ’। ১৯৯১ সালে তাদের প্রথম অ্যালবাম ব্যান্ডের নামেই প্রকাশ হয়। এরপর ১৯৯৪ সালে বাজারে আসে ‘অবাক ভালোবাসা’ অ্যালবামটি। পরবর্তীতে ‘অসামাজিক’, ‘আলো’, ‘মহারাজ’, ‘পথচলা’, ‘সত্য’ অ্যালবামগুলো দিয়ে দেশের ব্যান্ড মিউজিক ইতিহাসে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে। বর্তমানে ব্যান্ডটির লাইনআপে রয়েছেন শেখ মনিরুল আলম টিপু (ড্রামস), ইম্রাহিম আহমেদ কমল (লিড গিটার), সৌমেন দাস (গিটার), শামস মনসুর (কি-বোর্ড), নাঈম হক রজার (বেজ গিটার), সামির হাফিজ (গিটার) ও পলাশ নূর (ভোকাল)।

‘অবাক ভালোবাসা’ উপভোগ করুন এখানে:

/কেআই/
সম্পর্কিত
আসছে অর্ণবের গানের বই  
আসছে অর্ণবের গানের বই  
নগ্ন ওয়েবের হুমকি: ৫ লাখ টাকা দিলেন অর্ণবপত্নী!
নগ্ন ওয়েবের হুমকি: ৫ লাখ টাকা দিলেন অর্ণবপত্নী!
কোক স্টুডিও বাংলায় জয়া আহসান!
কোক স্টুডিও বাংলায় জয়া আহসান!
অর্ণবের সঙ্গে কে এই হামিদা বানু (ভিডিও)
অর্ণবের সঙ্গে কে এই হামিদা বানু (ভিডিও)
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের মার্শে দ্যু ফিল্মে ‘বাঙালি বিলাস’
কানের মার্শে দ্যু ফিল্মে ‘বাঙালি বিলাস’
সিনেমায় বালাম ও জালালী শাফায়াত!
সিনেমায় বালাম ও জালালী শাফায়াত!
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়