X
শনিবার, ২৪ মে ২০২৫
১০ জ্যৈষ্ঠ ১৪৩২

অভিনেত্রীকে হুমকি, সরিয়ে নেওয়া হলো ‘বাঙালি বিলাস’-এর ট্রেলার  

বিনোদন রিপোর্ট
২৪ মে ২০২৫, ১৩:০৩আপডেট : ২৪ মে ২০২৫, ১৩:১৭

কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে ১৮ মে দেখানো হয়েছে দেশের অন্যতম গুণী লেখক, চলচ্চিত্র সমালোচক ও নির্মাতা এবাদুর রহমানের সিনেমা ‘বাঙালি বিলাস’।

২২ মে মুক্তি পায় সিনেমাটির ট্রেলার এবং এরপরই বাধে বিপত্তি। অবশেষে সরিয়ে ফেলানো হয়েছে ট্রেলারটি।   

৩ মিনিট ৩৩ সেকেন্ডের ট্রেলারটির শুরু হয় একজন নারীর বিকৃত যৌন অভিজ্ঞতার বর্ণনা দিয়ে। এই চরিত্রে অভিনয় করেছেন ফারহানা হামিদ। পরিচালক জানিয়েছেন, এই চরিত্রে অভিনয়ের জন্য ফারহানা হামিদকে ফোনে কেউ একজন হুমকি দিয়েছেন! সে কারণে বাধ্য হয়েই তিনি ট্রেলারটি সরিয়ে নিয়েছেন।

এবাদুর রহমান এখন অবস্থান করছেন ফ্রান্সের কান শহরে। সেখান থেকে তিনি গণমাধম্যকে বলেন, ‘সিনেমার বিষয়বস্তুর কারণে প্রথম থেকেই সমস্যার মুখোমুখি হচ্ছিলাম। এবার এই ঘটনা! এক ঘণ্টা পরই ট্রেলারটা নামিয়ে ফেলেছি। ফারহানা হামিদ মূল চরিত্রে অভিনয় করেছেন। তাকে টেলিফোনে হেনস্তা করা  হয়েছে। তাকে বলা হয়েছে, তাকে নাকি অশ্লীলভাবে উপস্থাপন করা হয়েছে। তাকে এমনও বলা হয়েছে, সে নাকি বাংলাদেশে থাকতে পারবে না।’

পরিচালক জানিয়েছেন, অভিনেত্রী নাকি তাকে মেসেজ করেছে এই বলে যে, ‘ভাই, প্লিজ সেভ মি।’  

নির্মাতা এটাও জানিয়েছেন, আপাতত দেশে এ সিনেমা মুক্তির কোনও পরিকল্পনা তাদের নেই। 

বলা প্রয়োজন, ‘বাঙালি বিলাস’ ছবিটির আন্তর্জাতিক নাম ‘ট্র্যাকটাস বেঙ্গালিয়াম’। বাংলা ও ইংরেজি ভাষায় নির্মিত ১৯০ মিনিট দৈর্ঘ্যের এই ছবিটি যৌনতা, নারীবাদ, বিশ্বাসঘাতকতা এবং রাজনীতিকে একত্র করে গড়ে তুলেছে এক জটিল কিন্তু গভীরভাবে সংবেদনশীল সিনেমাটিক অভিজ্ঞতা।

‘বাঙালি বিলাস’-এ অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী ঋ সেন। যিনি ভারতীয় নির্মাতা কিউ-এর ‘গাণ্ডু’-তে অভিনয় করে আলোচিত হয়েছিলেন। এছাড়াও এবাদুরের এই সিনেমায় অভিনয় করেছেন ফারহানা হামিদ, নাঈমা তাসনিম, শতাব্দী ওয়াদুদ, আজাদ আবুল কালামসহ অনেকে।

উল্লেখ্য, সিনেমাটির চিত্রগ্রহণে ছিলেন রাওয়ান সায়েমা ও মোহাম্মদ আরিফুজ্জামান। এটি সম্পাদনা করেছেন বার্লিনের অস্কার লোসার এবং ঢাকার ইকবাল কবির জুয়েল। ছবিটির শব্দ পরিকল্পনা করেছেন ফিনল্যান্ডের মিকা নিনিমা।

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
মুগ্ধতা ছড়ালেন আলিয়া
মুগ্ধতা ছড়ালেন আলিয়া
৬৫ বছর বয়সে বোমান ইরানির কান অভিষেক
৬৫ বছর বয়সে বোমান ইরানির কান অভিষেক
অভিনেত্রীকে হুমকি, সরিয়ে নেওয়া হলো ‘বাঙালি বিলাস’-এর ট্রেলার  
অভিনেত্রীকে হুমকি, সরিয়ে নেওয়া হলো ‘বাঙালি বিলাস’-এর ট্রেলার  
পর্দা নামছে কানের, কার ভাগ্যে স্বর্ণপাম
পর্দা নামছে কানের, কার ভাগ্যে স্বর্ণপাম
এবার ইউটিউবে এলো রাজের ‘ওমর’
এবার ইউটিউবে এলো রাজের ‘ওমর’