X
রবিবার, ২৬ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

আসছে বছর কোথায় থাকবেন ওবামা?

বিদেশ ডেস্ক
২৫ মে ২০১৬, ১৯:৩৯আপডেট : ২৫ মে ২০১৬, ১৯:৪২

আগামী বছরের শুরুতে শেষ হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার মেয়াদ। ২০ জানুয়ারির পর হোয়াইট হাউজ ছেড়ে কোথায় উঠবেন ওবামা! এ প্রশ্ন এখনই ঘুরেফিরে আসছে। কেউ কেউ বলছেন, ১৬০০ পেনসিলভানিয়াতে উঠতে পারেন ওবামা। আবার কেউ কেউ বলছেন, এখনই তা কারও জানার কোনও সুযোগ নেই।

প্রেসিডেন্ট ওবামা ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, হোয়াইট হাউজের কাছাকাছি ওয়াশিংটনেই পরিবার নিয়ে থাকতে চান তিনি। তার মেয়ে সাশা যাতে করে সাইডওয়েল ফ্রেন্ডস স্কুলে পড়াশোনা শেষ করতে পারেন। এতে শহরজুড়ে নতুন গুঞ্জন তৈরি হয়েছে। ওবামা কি বাসা ভাড়া নেবেন নাকি নতুন বাসা কিনবেন? ওয়াশিংটন ডিসিতেই থাকবেন নাকি অন্য কোথাও যাবেন?

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল জার্নালের মতে, ওবামা কালোরোমাতে বাসা ভাড়া নেওয়ার চিন্তা করছেন। এই এলাকায় কূটনীতিক ও উচ্চপদস্থ কর্মকর্তারা বাস করেন। কিন্তু এ বিষয়ে হোয়াইট হাউজ এখন পর্যন্ত নীরব। এছাড়া কোনও রিয়েল স্টেট কোম্পানিও কিছু বলছে না।

ওবামা পরিবার

বিষয়টি সম্পর্কে কেউ জানলেও অবশ্য মুখ খুলবেন না। এটাই স্বাভাবিক। স্থানীয় এক বিখ্যাত রিয়েল স্টেট ব্যবসায়ীর কাছে জানতে চাওয়া হয়েছিল, যুক্তরাষ্ট্রের সর্বাধিনায়কের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কোনও তথ্য কি ফাঁস করবে হোয়াইট হাউজ। জবাবে তিনি বলেছেন, এটা গর্দভের মতো কাজ হবে।

তার যুক্তি, কোনও এজেন্টই তার লাইসেন্স হারাতে চাইবে না এমন কিছু করে। এছাড়া ওবামা পরিবার নিজেদের ব্যক্তি জীবনকে ব্যক্তিগত রাখতেই পারদর্শী। তাই, আনুষ্ঠানিক ঘোষণার আগে হোয়াইট হাউজ ছেড়ে ওবামা কোথায় থাকবেন তা জানার সুযোগও একেবারেই কম।

সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। হোয়াইট হাউজ জানানোর আগে কেউ ধারণাই করতে পারেননি কোথায় উঠছেন তিনি।

এক্ষেত্রেও বাড়ি ভাড়া নেবেন নাকি ক্রয় করবেন তা ক্লিনটনের মতোই একই পথে আগাবে। ক্লিনটনের মতো ওবামাকেও শ্বাশুড়ি, সন্তানসহ পাঁচ সদস্যের পরিবার ও সিক্রেট সার্ভিসের সদস্যদের বসবাসের উপযুক্ত বাসা খুঁজতে হবে।

ক্লিনটনের বাসা বদলের সঙ্গে জড়িত থাকা রিয়েল স্টেট এজেন্ট সুসান বার্গার জানান, এসবের আগে ওবামা পরিবারের প্রয়োজন হবে এমন একজন এজেন্টকে খুঁজে বের করা যাকে তারা সম্পূর্ণ বিশ্বাস করতে পারবেন। কারণ এক্ষেত্রে গোপনীয়তা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সূত্র: ওয়াশিংটন পোস্ট।

/এএ/এমপি/

সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় টর্নেডো ও টেক্সাসে তীব্র তাপপ্রবাহের আভাস
ব্যর্থতার কারণ আমার জানা নেই, জানলে তো এই ফল হতো না: সাকিব
ফিলিস্তিনকে ইউরোপীয় সমর্থন: প্রতীকী না গেম চেঞ্জার?
সর্বশেষ খবর
দিল্লির শিশু হাসপাতালে আগুন, সাত নবজাতকের মৃত্যু
দিল্লির শিশু হাসপাতালে আগুন, সাত নবজাতকের মৃত্যু
তরুণদের বন্যপ্রাণীর ক্ষতি না করার শপথ করালেন প্রধান বন সংরক্ষক
তরুণদের বন্যপ্রাণীর ক্ষতি না করার শপথ করালেন প্রধান বন সংরক্ষক
অতিরিক্ত যাত্রী নিয়ে মোংলায় ট্রলারডুবি
অতিরিক্ত যাত্রী নিয়ে মোংলায় ট্রলারডুবি
প্রতীক জটিলতায় স্থগিত হওয়া সেই ইউপিতে চলছে ভোটগ্রহণ
প্রতীক জটিলতায় স্থগিত হওয়া সেই ইউপিতে চলছে ভোটগ্রহণ
সর্বাধিক পঠিত
ব্যক্তি পর্যায়ের কর হার বাড়বে
ব্যক্তি পর্যায়ের কর হার বাড়বে
‘তুফান’র গানে প্রীতম, আছেন পর্দায়ও!
‘তুফান’র গানে প্রীতম, আছেন পর্দায়ও!
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলেন কেএসআরএমের ১ হাজার কর্মকর্তা-কর্মচারী
সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলেন কেএসআরএমের ১ হাজার কর্মকর্তা-কর্মচারী
রঙমিস্ত্রি থেকে যেভাবে এমপি আনার হত্যায় জড়ায় জিহাদ
রঙমিস্ত্রি থেকে যেভাবে এমপি আনার হত্যায় জড়ায় জিহাদ