X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

নির্বাচনি বিজ্ঞাপনে ম্যান্ডেলার কণ্ঠস্বর, প্রত্যাহারের দাবি পরিবারের

বিদেশ ডেস্ক
০৬ জুলাই ২০১৬, ১২:৫৫আপডেট : ০৬ জুলাই ২০১৬, ১২:৫৫
image

Untitled-1 দক্ষিণ আফ্রিকার আসন্ন পৌর নির্বাচনের প্রচারণামূলক একটি বিজ্ঞাপনে বর্ণবাদবিরোধী কিংবদন্তী নেতা নেলসন ম্যান্ডেলার কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছে। এতে ক্ষোভ জানিয়েছে তার পরিবার। বিজ্ঞাপনটি প্রত্যাহারেরও দাবি জানিয়েছে তারা।
আগামী ৩ আগস্ট দক্ষিণ আফ্রিকার পৌর নির্বাচনে ব্যাপক জয়ের আশা করছে প্রধান বিরোধী দল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (ডিএ)। নির্বাচনে জয়ের জন্য ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে দলটি। প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি তারা একটি টেলিভিশন বিজ্ঞাপন তৈরি করে। আর সেখানেই ভোটারকে উদ্বুদ্ধকারী হিসেবে জুড়ে দেওয়া হয় ম্যান্ডেলার কণ্ঠস্বর। তাতে ক্ষোভ জানিয়ে ম্যান্ডেলার পরিবারের পক্ষ থেকে বলা হয়, বর্ণবাদবিরোধী এ নেতা সবসময় বর্তমান ক্ষমতাসীন দল এএনসি-এর প্রতি নিবেদিতপ্রাণ ছিলেন।  

বিজ্ঞাপনটিতে ম্যান্ডেলার কণ্ঠস্বর জুড়ে দেওয়া হয়

ডিএ পার্টির তৈরি করা ওই বিজ্ঞাপনে দেখা যায়, এক নারী ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)কে ভোট দেবেন নাকি ডিএ পার্টিকে ভোট দেবেন তা নিয়ে দ্বিধায় ভুগছেন। তখন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার একটি উদ্ধৃতি মনে করেন ওই নারী। সেটি হলো- ‘সবার জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা কর, শান্তি প্রতিষ্ঠা কর, কাজ কর, সবার জন্য খাবারের ব্যবস্থা কর’। আর এরপরই ওই নারী ভোট দেওয়ার জন্য ডিএ পার্টিকে বেছে নেন।

এ বিজ্ঞাপনের ব্যাপারে ক্ষোভ জানিয়ে নেলসন ম্যান্ডেলার নাতি এবং এএনসি’র সদস্য ম্যান্ডেলা ম্যান্ডেলা বলেন, ‘এর মধ্য দিয়ে ডিএ পার্টি নিজেদের স্বার্থে কেবল তার (ম্যান্ডেলার) নৈতিক মর্যাদা জবর-দখল করার চেষ্টাই করেনি, তার চরিত্রের উপরও আঘাত করেছে।’

শিগগিরই বিজ্ঞাপনটি প্রত্যাহার করে নেওয়ার দাবি জানান তিনি।

প্রিটোরিয়ায় এএনসি-এর সমর্থকরা

এদিকে ডিএ পার্টির দাবি, তাদের দল নির্বাচনি বিধি লঙ্ঘন করেনি এবং    বিজ্ঞাপন থেকে ওই ক্লিপটি সরিয়ে নেওয়ার ইচ্ছে তাদের নেই। ডিএ পার্টির মুখপাত্র রেফিলো নতেসেখে বলেন ‘আমরা ম্যান্ডেলার স্বত্ত্বকে আহত করছি না, বরং আমরা তাকে সম্মানিত করছি।’

ডিএ পার্টি ওয়েস্টার্ন কেপ প্রদেশে এবং কেপ টাউনে ক্ষমতাসীন রয়েছে। সর্বশেষ ইপসোসের জনমত জরিপে আভাস দেওয়া হয়েছে, ১৯৯৪ সাল থেকে দেশের ক্ষমতায় থাকা এএনসি স্থানীয় নির্বাচনে আরও তিনটি বড় শহরে ক্ষমতা হারানোর ঝুঁকিতে পড়তে পারে। ওই তিনটি শহর হলো-প্রিটোরিয়া, জোহানেসবার্গ এবং পোর্ট এলিজাবেথ। সূত্র: দ্য গার্ডিয়ান

/এফইউ/বিএ/

সম্পর্কিত
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
নাইজেরিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড