X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

লন্ডনে ছুরিকাঘাত: আত্মপ্রকাশের প্রথম দিনেই চ্যালেঞ্জের মুখে হারকিউলিস

বিদেশ ডেস্ক
০৪ আগস্ট ২০১৬, ১২:১২আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ১২:৫৩
image

টেমস নদীতে হারকিউলিসের টহল বুধবার রাতে যখন লন্ডনের রাসেল স্কয়ারে ছুরিকাঘাতের ঘটনা হয়, তার মাত্র কয়েক ঘণ্টা আগে সন্ত্রাসবিরোধী নতুন ইউনিট গঠনের ঘোষণা দেয় যুক্তরাজ্যের মেট্রোপলিটন পুলিশ। ইউরোপজুড়ে একের পর এক জঙ্গি হামলার প্রেক্ষাপটে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এ ইউনিট গঠনের ঘোষণা দেওয়া হয়। এ ইউনিটের আওতায় টহল জোরালো করার পাশাপাশি কর্মকর্তারা ভারি অস্ত্রশস্ত্রের মাধ্যমে কাজ করবেন বলে জানানো হয়। আর সন্ত্রাসবিরোধী নতুন এ ইউনিটকে উন্মোচিত করতে না করতেই ‘সম্ভাব্য জঙ্গি হামলা’র কবলে পড়ল লন্ডন।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, বুধবার অপারেশন হারকিউলিস নামে সশস্ত্র নতুন এক সন্ত্রাস প্রতিরোধ বাহিনীর পরিচয় করিয়ে দেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যার বার্নার্ড হোগান হাউ। সন্ত্রাস প্রতিরোধে রাস্তায় নামানো হয় ‘হারকিউলিস’ নামধারী সন্ত্রাসবিরোধী ইউনিটের সদস্যদের। সশস্ত্র হারকিউলিস সদস্যরা মোটরবাইক, নৌকা এবং ভ্যানে চড়ে বুধবার আত্মপ্রকাশ করেন। টেমস নদীতেও টহল দেন তারা।
কর্তৃপক্ষ জানায় প্রায় ৬শ সশস্ত্র এবং মুখোশধারী অফিসার হারকিউলিস অপারেশনের হয়ে কাজ করবেন।
মুখোশধারী হারকিউলিস
হামলাকারীরা যেন তাদের চিনতে না পারেন সেকারণে নতুন ইউনিটের কর্মকর্তাদেরকে মুখোশ পরে থাকতে হবে। ফ্রান্সে লরি হামলায় অন্তত ৮৪ জনের মৃত্যুর পর লন্ডনসহ যুক্তরাজ্যজুড়ে সন্ত্রাসী হামলার ঝুঁকি বেড়ে যাওয়ায় আরও বেশি পুলিশ কর্মকর্তাকে নিরাপত্তা রক্ষার জন্য মোতায়েন করা হয়।  আর বুধবার ঘোষণা দেওয়া হয় সন্ত্রাসবিরোধী ইউনিটের। আর আত্মপ্রকাশের প্রথম দিনেই লন্ডনের রাসেল স্কয়ারে ছুরিকাঘাতের ঘটনাকে ‘সম্ভাব্য সন্ত্রাসী হামলা’ হিসেবে বিবেচনায় নিয়ে এগিয়ে যেতে হচ্ছে হারকিউলিসকে।  

উল্লেখ্য, বুধবার রাতে ব্রিটেনের রাজধানী লন্ডনের কেন্দ্রস্থল রাসেল স্কয়ারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে একজন নিহত হন। আহত হন অন্তত পাঁচজন। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, বুধবার রাত ১০টা ৩০ মিনিটের দিকে রাসেল স্কয়ারে হামলা হয়। হামলায় এক বা একাধিক দুর্বৃত্ত জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। এ হামলায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। সেইসঙ্গে রাসেল স্কয়ারের এ হামলাকে সম্ভাব্য জঙ্গি হামলা বলে ধারণা করছে পুলিশ। অবশ্য হামলাকারীর মানসিক জটিলতা থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। আর এমন অবস্থায় আত্মপ্রকাশের প্রথম দিনে হারকিউলিস যে চ্যালেঞ্জের মুখে পড়েছে তা বলাই যায়। সূত্র: ডেইলি মেইল, বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
‘বৈধ পথে রেমিট্যান্স পাঠালে প্রণোদনা ৩ শতাংশ বিবেচনা করা হবে’
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
সর্বশেষ খবর
সাত দিনে হিট স্ট্রোকে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদফতর
সাত দিনে হিট স্ট্রোকে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদফতর
ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেবে হামাস, আশা যুক্তরাষ্ট্রের
ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেবে হামাস, আশা যুক্তরাষ্ট্রের
রাজশাহীতে তীব্র গরমে মরছে মুরগি, আতঙ্কে খামারিরা
রাজশাহীতে তীব্র গরমে মরছে মুরগি, আতঙ্কে খামারিরা
সিগারেট বাকি না দেওয়ায় দোকানিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
সিগারেট বাকি না দেওয়ায় দোকানিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার