X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

শরণার্থী সামিয়া: যার অলিম্পিক দৌড়ের স্বপ্ন ডুবে গিয়েছিল ভূমধ্যসাগরে

উম্মে রায়হানা
০৮ আগস্ট ২০১৬, ১৭:৩৫আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ১৭:৪১

শরণার্থী সামিয়া: যার অলিম্পিক দৌড়ের স্বপ্ন ডুবে গিয়েছিল ভূমধ্যসাগরে

রিও অলিম্পিকের এবারের এক তাৎপর্যপূর্ণ রাজনৈতিক দিক হলো শরণার্থীদের দলীয় অংশগ্রহণ। প্রথমবারের মতো ৪৩ জন শরণার্থী সমবেত হয়েছেন অলিম্পিক পতাকার ছায়াতলে। এরইমধ্যে রিওর মারাকানা স্টেডিয়ামে নিজেদের তুলে ধরে ইতিহাস সৃষ্টি করেছেন ওই শরণার্থী দলের দশ দৌড়বিদ। তাদের প্রত্যেকের গল্পই সাহসিকতার। এই গল্পগুলোই একজন সামিয়ার কথা মনে করিয়ে দেয়।

 সোমালিয়ার সামিয়া, ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে যিনি ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। ২০১০ সালে ঘরহারা হলেও হারায় না দৌড়-এর আকাঙ্ক্ষা। অলিম্পিকের বিশ্ব-আসরে দৌড়াবার স্বপ্নে পা বাড়ান ইউরোপের পথে। কিন্তু ২০১২ সালে মাত্র ২১ বছর বয়সে ভুমধ্যসাগর পার হতে গিয়ে ডুবে যান সামিয়া। ডুবে যায় তার বিশ্বআসর মাতাবার স্বপ্ন।

 সে কারণেই এবারের অলিম্পিকে শরণার্থী দলের দৌড়বিদেরা বারবার সামিয়ার কথা মনে করিয়ে দিচ্ছেন। বেঁচে থাকলে সোমালিয়ার ঘরহারা এই মেয়ে হয়ত এই বিশ্বআসরে অংশ নিতেন নতুন পরিসরে। শরণার্থী-দলের অংশ হয়ে। 

 ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে ২০০ মিটার দৌড়ে অংশ নিয়েছিলেন সামিয়া। যুদ্ধপীড়িত দেশ থেকে নির্বাচিত মাত্র দুইজন প্রতিনিধির একজন ছিলেন তিনি। সে সময় তার বয়স মাত্র ১৭।

মোগাদিসু শহরের বাসিন্দা ছিলেন সামিয়া। অল্প বয়সেই স্কুল ছাড়তে হয়। বাড়িতে থাকতে হয় ভাইবোনদের দেখাশোনা করার জন্য। সংসার চালাতে মাকে কাজ করতে হতো বাইরে।

নারী সামিয়ার ক্রীড়াপ্রেমে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ছিল সোমালিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল শাবাব। আল শাবাব তাদের অধীনস্থ অঞ্চলে সব রকম খেলাধুলা নিষিদ্ধ ঘোষণা করে। সোমালিয়ার কোন টিভিতে অলিম্পিক গেমস প্রচারিতও হয় না।

সামিয়া ২০১০ সাল নাগাদ বাস্তুচ্যুত হন ও এক শরণার্থী শিবিরে বসবাস করতে শুরু করেন যেখানে প্রশিক্ষণের কোন সম্ভাবনাই ছিলো না। ছিল টাকার অভাব। যার কারণে সামিয়ার প্রশিক্ষণ ব্যাপকভাবে ব্যহত হয়।

কিন্তু তারপরও একজন কোচ জোগাড় করে প্রশিক্ষণ নিয়ে অলিম্পিকে যোগ দিতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন সামিয়া। এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত নেন, ইউরোপ যাবেন। সামিয়া ইথিওপিয়া ও সুদান হয়ে লিবিয়া পৌঁছান ২০১১ সালে। এরপর ২০১২ সালে ইতালি যাওয়ার উদ্দেশ্যে ভূমধ্যসাগর পার হতে আরও ৭০ জনের সঙ্গে এক নৌকায় চেপে বসেন তিনি।  

 তাদের নৌকাটি ইতালি পৌঁছানোর আগেই জ্বালানির অভাবে ডুবতে শুরু করে। একটি উদ্ধারকারী জাহাজ তাদের ডুবন্ত নৌকাটিকে খুঁজে পায়।কিন্তু সবাইকে বাঁচাতে পারেনি সেই উদ্ধারকারী জাহাজ। ডুবে যাওয়াদের মধ্যে সামিয়াও ছিলেন একজন।

 সামিয়ার বোন হোদান সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা ওকে নিষেধ করেছিলাম, মা ওকে বলেছিলেন, যেও না। কিন্তু ও যাবেই। ওর ইচ্ছে ছিলো লন্ডন অলিম্পিকে যোগ দেবে। সে জন্য একজন প্রশিক্ষকের খোঁজেই ইউরোপ যেতে চেয়েছিলো।’ তিনি আরও বলেন, ‘সামিয়া অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ ছিলো। মায়ের কাছে ক্ষমা চেয়ে নিয়ে গেলো। শেষে মা ওকে ক্ষমা করলেন, অনুমতিও দিলেন। ও নৌকায় চেপে বসলো আর মরে গেলো।’ 

২০০৮ অলিম্পিকে অংশ নেওয়ার পর এক সাক্ষাৎকারে সামিয়া বলেছিলেন, ‘আমরা জানি আমরা অন্য প্রতিযোগীদের থেকে আলাদা। কিন্তু আমরা সেটা প্রকাশ করতে চাই না, আমরা নিজেদের অন্যদের সাপেক্ষে অভিন্ন দেখাতে চাই।’ মরে গিয়েও বেঁচে আছেন সামিয়া। বেঁচে আছেন মানুষের সংগ্রামের ইতিহাসের এক অলিখিত নাম হয়ে। সামিয়া বেঁচে আছেন প্রতিকূলতার চূড়ান্ত বাস্তবতায় প্রত্যয় ধরে রাখার প্রতীক হয়ে।

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট 

/বিএ/

সম্পর্কিত
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
নাইজেরিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড