X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

‘২২ জনকে হত্যার ঘটনায়’ মেক্সিকোর ফেডারেল পুলিশ প্রধান বরখাস্ত

বিদেশ ডেস্ক
৩০ আগস্ট ২০১৬, ১০:০৯আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১০:১১
image

মেক্সিকোর মাদকবিরোধী অভিযানের ছবি মেক্সিকোর পুলিশ গত বছর মিশোগানের খামারবাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২ সন্দেহভাজনকে ইচ্ছে করে হত্যা করেছে বলে অভিযোগ ওঠার পর দেশটির ফেডারেল পুলিশ প্রধান এনরিক গ্যালিন্ডোকে বরখাস্ত করা হয়েছে।  এ ঘটনায় একটি স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে গ্যালিন্ডোকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েটো। চলতি মাসেই মেক্সিকোর জাতীয় মানবাধিকার কমিশন পুলিশের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছে।
স্থানীয় মাদকসংশ্লিষ্ট গ্রুপগুলোর মধ্যে শত্রুতার কারণে মিশোগান রাজ্যটি মেক্সিকোর সহিংস রাজ্যগুলোর মধ্যে অন্যতম। ২০১৫ সালের মে মাসে তানহুয়াতো শহরের একটি খামারবাড়িতে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। সেসময় সংঘর্ষে মাদক পাচারকারী গোষ্ঠীর সর্বমোট ৪২ জন সন্দেহভাজন সদস্য নিহত হয়। এক পুলিশ কর্মকর্তাও সেসময় নিহত হন। খামারবাড়িতে ওই অভিযানে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে সেসময়ই অভিযোগ ওঠে। তবে মেক্সিকো সরকার এ ঘটনায় মানবাধিকার লঙ্ঘিত হয়নি বলে বরাবরই দাবি করে আসছে। গত বছরের বিতর্কিত ওই ঘটনার তদন্ত শেষে সম্প্রতি দেশটির জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিবেদনে অভিযোগ করা হয়, ওই অভিযানে ২২ জনকে ইচ্ছে করেই গুলি করা হয়েছে।
মেক্সিকোর মানবাধিকার কমিশনের তথ্য অনুযায়ী, ওই অভিযানে নিহতদের ৪০ জন গুলিবিদ্ধ হন, একজন আগুনে পুড়ে মারা যান এবং আরেকজন পালাতে গিয়ে মারা যান।
ফেডারেল পুলিশের পক্ষ থেকে সে সময় দাবি করা হয়েছিল যে একটি ট্রাক তাদের গাড়ির সামনে এসে বাধা দিয়েছিল। পরে ট্রাক থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে তারা অভিযান চালাতে বাধ্য হন। তবে মানবাধিকার কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, আত্মরক্ষার্থে নয়, ইচ্ছে করেই গুলি করা হয়েছে। এমন প্রেক্ষাপটে গ্যালিন্ডোকে বরখাস্ত করার কথা জানানো হলো।  সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
সর্বশেষ খবর
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কলকাতায় নামতেই পারলো না কেকেআরের বিমান!
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কলকাতায় নামতেই পারলো না কেকেআরের বিমান!
রাজধানীতে মাদকদ্রব্যসহ একদিনে গ্রেফতার ২৪
রাজধানীতে মাদকদ্রব্যসহ একদিনে গ্রেফতার ২৪
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি