X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইসরায়েলবিরোধী ‘লাতিন হুঙ্কার’

বিদেশ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০১৬, ২২:১১আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৬, ২২:১১
image

মোরালেস পরাশক্তি যুক্তরাষ্ট্র আর তার সহযোগী ইহুদিবাদী শক্তি ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে পারে, এমন রাষ্ট্র খুব কমই রয়েছে। তবে বিকল্প অর্থনীতির শক্তি নিয়ে আমেরিকারই দক্ষিণে জেগে ওঠা রাষ্ট্রগুলোর অন্যতম বলিভিয়া এই বিরুদ্ধচারণ করতে পারে শক্ত গলায়। জাতিসংঘ ভাষণে সেই বিরোধিতার কণ্ঠস্বর শোনালেন রাখাল থেকে রাষ্ট্রনায়কে পরিণত হওয়া বলিভিয়ান প্রেসিডেন্ট ইভো মোরালেস।
বুধবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে সাম্রাজ্যবাদী বর্বরতার কথা বলতে গিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নাম উচ্চারণ করেন মোরালেস। তিনি বলেন, ‘ইসরায়েল যেভাবে ফিলিস্তিনি ভূখণ্ডে তাদের দখলদারিত্ব বাড়াচ্ছে এবং যুক্তরাষ্ট্র কিউবার ওপর একতরফাভাবে দমনমূলক ব্যবস্থা আরোপ করেছে তা সাম্রাজ্যবাদী বর্বরতা।’ পুঁজিবাদ আর সাম্রাজ্যবাদকে নির্মূল করাই এ শতাব্দীর মানুষের একমাত্র লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, নিজের শাসনামলে বিভিন্ন জনমুখী কার্যক্রম গ্রহণের মধ্য দিয়ে বিশ্ব-ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনায়কদের একজন হতে পেরেছেন মোরালেস। পুঁজিবাদবিরোধী বিকল্প অর্থনীতি দিয়ে তিনি বলিভিয়ার মানুষের ক্ষুধা ও দারিদ্র্য ঘোচানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন। বলিভিয়ায় বিশ্বের সবচেয়ে উঁচু কেব্‌ল কার চলাচলের ব্যবস্থা করা হয়েছে ইভো মোরালেসের শাসনামলে। দেশের প্রথম স্যাটেলাইটও উৎপেক্ষণ হয়েছে তাঁর আমলেই। ৬৫ শতাংশ আদিবাসীর দেশ বলিভিয়ায় তিনিই প্রথম আদিবাসী প্রেসিডেন্ট। পরপর তিনটি শাসনামল তার প্রতি আস্থা রেখেছে বলিভিয়ার জনগণ। দেশটির সংবিধান অনুযায়ী তিনবারের বেশি রাষ্ট্রপ্রধান হওয়ার বিদান না থাকায় গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধনের উদ্যোগ নেন মোরালেস। তরেব চতুর্থবারের জন্য জনগণ তাকে আর চায়নি। গণভোটে তিনি হেরে গেছেন সামান্য কিছু ভোটের ব্যবধানে। আজকের এই সফল প্রেসিডেন্ট শৈশবে লড়াই করেছেন ভয়াবহ দারিদ্র্যের সঙ্গে। এক সময় পরিবারের পালিত পশুকে দেখাশোনা করেই দিন কাটত তার। সে কারণে তিনি ‘রাখাল প্রেসিডেন্ট’।

জাতিসংঘের ৭১ তম অধিবেশনের বিতর্কে বিশ্বের সব মানুষ যেন একটি পরিবারের মতো বসবাস করতে পারে তার জন্য বিশ্বধারা পাল্টে দিয়ে তা নতুন করে সাজানোর আহবান জানিয়েছেন মোরালেস।

বর্তমান পুঁজিবাদী শক্তির ব্যাপারে হতাশা প্রকাশ করে মোরালেস বলেন, ‘বিশ্ব আবারও এক অন্ধকারাচ্ছন্ন পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদী বর্বরতার যুগে প্রবেশ করছে যা মানব মর্যাদা, মাতৃভূমির অখণ্ডতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করে। পুঁজিবাদী শক্তি স্থল, জল এবং আকাশপথসহ সবজায়গায় সীমান্ত আর প্রাচীর তৈরি করছে। আর তা ঠেকাতে পাল্টা বিশ্ব নাগরিকতা গড়ে তুলতে হবে যেখানে সব মানুষ একটি পরিবারের অংশ হিসেবে নির্বিঘ্নে একসঙ্গে বসবাস করতে পারবে বলে আশা করে বলিভিয়া।’

/এফইউ/বিএ/

সম্পর্কিত
লাতিন আমেরিকায় এক বছরে ১২৬ অ্যাক্টিভিস্ট নিহত
হাইতির প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার হুমকি গ্যাং লিডারের
ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করলেন লুলা
সর্বশেষ খবর
হামাসের রকেট হামলার জবাবে রাফাহ শহরে ইসরায়েলি অভিযান
হামাসের রকেট হামলার জবাবে রাফাহ শহরে ইসরায়েলি অভিযান
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে