X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘নতুন যুগের সূচনার’ কথা বললেন মাদুরো

বিদেশ ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০১৬, ১২:২০আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১২:২১

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘নতুন যুগের সূচনার’ কথা বলেছেন। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে সাক্ষাতের পর রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি এসব কথা বলেন।

নিকোলাস মাদুরো এবং জন কেরি

কলম্বিয়ায় উপকূলীয় কার্টেজিনা শহরে বামপন্থী বিদ্রোহী সংগঠন ফার্ক-এর সঙ্গে দেশটির সরকারের ঐতিহাসিক শান্তিযুক্তি স্বাক্ষকের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে সাক্ষাৎ করেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট।

ভেনিজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে সাপ্তাহিক অনুষ্ঠানে মাদুরো জানান, কেরির সঙ্গে তিনি বিভিন্ন বিষয়ে ৪০ মিনিট আলোচনা করেন। তিনি বলেন, ‘আমি আশা করি ওই বৈঠকের ফলাফল সুদূরপ্রসারী হবে এবং এর মধ্যদিয়ে ভেনিজুয়েলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের এক নতুন যুগের সূচনা করতে যাচ্ছে।’

১৯৯৯ সালে হুগো শ্যাভেজ ভেনিজুয়েলার ক্ষমতায় আসার পর থেকেই দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটে। এরপর দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কয়েক দফা আর্থিক নিষেধাজ্ঞা জারি করে।  

তেলের বাজার পড়ে যাওয়ায় বর্তমানে ভেনিজুয়েলা ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যদিয়ে যাচ্ছে।

মার্কিন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেরি ভেনিজুয়েলার প্রেসিডেন্টের সঙ্গে দেশটির ‘অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ’ নিয়ে কথা বলেছেন এবং মাদুরোকে বিরোধী দলকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ডেমোক্র্যাট প্রার্থী হিলারি প্রেসিডেন্ট হলে ‘যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার মতো হয়ে পড়বে’। ট্রাম্প সম্পর্কে মাদুরো বলেছিলেন, তিনি ‘চোর এবং ডাকাত’।

সূত্র: রয়টার্স।

/এসএ/

সম্পর্কিত
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
সর্বশেষ খবর
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টির মধ্যে নামলেন নদে, বজ্রাঘাতে মৃত্যু
বৃষ্টির মধ্যে নামলেন নদে, বজ্রাঘাতে মৃত্যু
আসছে শক্তিশালী দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড ও জাপান
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিআসছে শক্তিশালী দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড ও জাপান
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ