X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

শান্তিতে নোবেল পাচ্ছেন কে?

মিছবাহ পাটওয়ারী
০৭ অক্টোবর ২০১৬, ০০:০০আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ১৩:০১

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ৩৭৬ ব্যক্তি ও সংগঠন থেকে বাছাই করা হবে চূড়ান্ত বিজয়ীকে। প্রতীক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার। ইতিমধ্যে চিকিৎসা,পদার্থ আর রসায়নের পুরস্কার ঘোষণা করা হয়েছে। বাকি রয়েছে, শান্তি, সাহিত্য আর অর্থনীতি। ৭ অক্টোবর শুক্রবার নরওয়ের রাজধানী অসলোতে ঘোষিত হবে এবারের নোবেল শান্তি পুরস্কার। চলতি বছর রেকর্ড সংখ্যক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। মোট ৩৭৬ প্রতিযোগীর মধ্যে রয়েছেন ২২৮ জন ব্যক্তি এবং ১৪৮টি সংগঠন।

মনোনয়ন তালিকা অনুযায়ী পুরস্কারের দৌড়ে এগিয়ে থাকা উল্লেখযোগ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে রাশিয়ার মানবাধিকার কর্মী সোভেতলানা গানুশকিনা, ইরানের পরমাণু চুক্তির দুই কারিগর যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী আর্নেস মনিজ এবং ইরানের আণবিক সংস্থার প্রধান আলী আকবর সালেহী, সিরিয়ার ‘হোয়াইট হেলমেটস’, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, পোপ ফ্রান্সিস, গ্রিক দ্বীপবাসী, কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস এবং ফার্ক বিদ্রোহী নেতা রদ্রিগো লোন্দোনিও তিমোশেঙ্কো প্রমুখ।

রাশিয়ার মানবাধিকার কর্মী সোভেতলানা গানুশকিনা

এবারের নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তির সম্ভাব্য তালিকার শীর্ষে রয়েছে রাশিয়ার মানবাধিকার কর্মী সোভেতলানা গানুশকিনা’র নাম। কয়েক দশক ধরে বিশেষ করে গত বছর ইউরোপে শরণার্থী স্রোত বেড়ে যাওয়ার পর তিনি শরণার্থীদের নিয়ে কাজ করছেন। তার প্রতিষ্ঠান সিভিক অ্যাসিস্ট্যান্টস শরণার্থীদের আইনি সহায়তাসহ নানা ধরনের সহায়তা প্রদান করেছে। ১৯৯০ সাল থেকে প্রতিষ্ঠানটি ৫০ হাজারেরও বেশি মানুষকে সহায়তা দিয়েছে।

ইরানের পরমাণু চুক্তির দুই কারিগর

নোবেল শান্তি পুরস্কারের জন্য আলোচনায় রয়েছেন ইরানের সঙ্গে পশ্চিমা দুনিয়ার পরমাণু চুক্তির দুই কারিগর। তারা হচ্ছেন যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী আর্নেস মনিজ এবং ইরানের আণবিক সংস্থার প্রধান আলী আকবর সালেহী। গতবছর ইরানের পারমাণবিক অস্ত্রের উচ্চাভিলাষ ত্যাগ করার বিনিময়ে তেহরানের ওপর অর্থনৈতিক অবরোধ তুলে নেয়ার চুক্তি হয়। এতে সমঝোতায় ভূমিকা রাখার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ নোবেল পেতে পারেন এমন গুঞ্জন গত বছরই উঠেছিল। তবে শেষ পর্যন্ত সেটা হয়ে উঠেনি।

সিরিয়ার হোয়াইট হেলমেটস

সিরিয়ার দীর্ঘ ছয় বছরের গৃহযুদ্ধের শিকার মানুষের পাশে দাঁড়িয়েছে হোয়াইট হেলমেটস বাহিনী। আগাগোড়া স্বেচ্ছাসেবীদের নিয়ে গঠিত এ বাহিনীর উদ্যোগে প্রাণ রক্ষা হয়েছে কয়েক হাজার মানুষের। তাদের মূলনীতি মূলত কোরআনের একটি আয়াত। ওই আয়াতে বলা হয়েছে, ‘কোনও ব্যক্তি যদি কারও প্রাণ রক্ষা করে, তবে সে যেন দুনিয়ার সব মানুষের প্রাণ রক্ষা করলো।’

হোয়াইট হেলমেটসের সদস্যদের মধ্যে রয়েছেন কৃষক, দর্জি, বেকার, ইঞ্জিনিয়ার, চিত্রশিল্পী, শিক্ষক, ফার্মাসিস্ট ও ছাত্ররা। ধর্ম ও রাজনীতির বিভাজনকে আমলে না নিয়ে নিপীড়িত মানুষের সাহায্যে তারা এগিয়ে এসেছেন। আলেপ্পো, ইদলিব, লাটাকিয়া, হোমস, ডেরা এবং দামাস্কাস জুড়ে ত্রাণের ডালি হাতে ছুটে বেড়াচ্ছেন প্রায় তিন হাজার হোয়াইট হেলমেটস সদস্য।

অ্যাঙ্গেলা মেরকেল

চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য আলোচনায় রয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। নিজ দেশে পাহাড়সম বিরোধিতা সত্ত্বেও শরণার্থীদের জন্য জার্মানির দরজা খোলা রেখে পুরো দুনিয়ার দৃষ্টি কেড়েছেন মেরকেল। বিশ্বজুড়ে প্রশংসিত হলেও নিজ দেশে অবশ্য বিষয়টি নিয়ে কোণঠাসা হয়ে পড়েছেন এ মানবতাবাদী রাজনীতিক। উগ্র জাতীয়তাবাদী প্রচারণার ফলে দেশটির সর্বশেষ স্থানীয় নির্বাচনে হেরেছে তার দল। ফলে আশঙ্কা করা হচ্ছে, সম্মানজনক এই পুরস্কার পেলে জার্মানির আসন্ন নির্বাচনে এটি মেরকেলের দলের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

পোপ ফ্রান্সিস

মানবাধিকার, শরণার্থী ইস্যুসহ নানা বিষয়ে ইতিবাচক অবস্থান নিয়ে বারবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর শিরোনাম হয়েছেন পোপ ফ্রান্সিস। আর তাই এখন পর্যন্ত কোনও পোপ এ পুরস্কার না পেলেও এবার যদি পোপ ফ্রান্সিস নোবেল শান্তি পুরস্কার জেতেন তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ নিজ সম্প্রদায়ের বাইরে সাধারণ মানুষের হয়ে বারবার কথা বলেছেন তিনি।

গ্রিক দ্বীপবাসী

দুই হাত বাড়িয়ে অসহায় শরণার্থীদের স্বাগত জানিয়েছেন গ্রিসের লেসবস দ্বীপের বাসিন্দারা। এর স্বীকৃতিস্বরূপ এবারের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নের তালিকায় উঠে এসেছে এ দ্বীপের বাসিন্দাদের নাম। দ্বীপের বাসিন্দাদের পক্ষে প্রতীকী হিসেবে তিন ব্যক্তিকে পুরস্কারটি দেওয়া হতে পারে।

হুয়ান ম্যানুয়েল সান্তোস এবং তিমোশেঙ্কো

বহুল প্রত্যাশিত একটি শান্তি চুক্তির মধ্যদিয়ে প্রায় ৫২ বছরের রক্তাক্ত সংঘাতের ইতি টেনেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস এবং ফার্ক বিদ্রোহী নেতা রদ্রিগো লোন্দোনিও তিমোশেঙ্কো। ফলে সম্ভাব্য তালিকায় রয়েছে তাদের দুজনের নামও।

সূত্র: বিবিসি, আল জাজিরা।

/এমপি/

সম্পর্কিত
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী