X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

নারীবিদ্বেষী মন্তব্য: এবার ম্যাককেইন ও রাইসের সমর্থন হারালেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৯ অক্টোবর ২০১৬, ১২:২৭আপডেট : ০৯ অক্টোবর ২০১৬, ১২:২৯
image

জন ম্যাককেইন, ট্রাম্প ও রাইস যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নারী বিদ্বেষী মন্তব্য ফাঁসের পর তার ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেওয়া দলীয় সদস্যদের তালিকায় নাম লেখালেন আরও দুইজন। তারা হলেন- সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী জন ম্যাককেইন এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎজা রাইস।
উল্লেখ্য, ১১ বছর আগে দেওয়া একটি নারীবিদ্বেষী বক্তব্য গত শুক্রবার (৭ অক্টোবর) ফাঁস হওয়ার পর তুমুল সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। ২০০৫ সালে ধারণ করা অডিও সাক্ষাৎকারটি শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট ফাঁস করে। মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি-র উপস্থাপক বিলি বুশকে টেলিফোনে ওই ‘বিতর্কিত’ সাক্ষাৎকারটি দিয়েছিলেন এই রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী। ফাঁস হওয়া অডিও সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তারকারা নারীদের নিয়ে যা খুশী করতে পারে আর এতে ওই নারীরাও বাধা দেবে না।’ সাক্ষাৎকারে ট্রাম্প এক বিবাহিত অভিনেত্রীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনে তার আগ্রহের কথাও জানান। মিস ইউনিভার্সসহ কয়েকটি সৌন্দর্য প্রতিযোগিতার অন্যতম আয়োজক ট্রাম্প সুন্দরী নারীদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের আকাঙ্ক্ষাও জানিয়েছিলেন। শুক্রবার সেই মন্তব্য ফাঁস হবার পর বেশ কয়েকজন রিপাবলিকান নেতা বলেছেন যে তারা ট্রাম্পকে ভোট দেবেন না। তারই ধারাবাহিকতায় সর্বশেষ জন ম্যাককেইন এবং কন্ডোলিৎজা রাইসও ট্রাম্পের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দেন।
ম্যাককেইন বলেন, ট্রাম্পের মন্তব্যের কারণে ‘তার প্রতি শর্তসাপেক্ষে সমর্থন দেওয়াও অসম্ভব হয়ে দাঁড়িয়েছে’। আর ক্ষুব্ধ হয়ে রাইস বলেন ‘যথেষ্ট হয়েছে! ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া উচিত নয়। তার সরে দাঁড়ানো উচিত’।

বেশ কয়েকজন রিপাবলিকান নেতা বলেছেন যে তারা ট্রাম্পের পরিবর্তে তার ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মাইক পেন্সকে ভোট দিতে চান।

ট্রাম্প
এর আগে অডিও টেপটি ফাঁসের পর পরই মার্কিন কংগ্রেসের স্পিকার পল রায়ান জানান, তিনি ট্রাম্পের সঙ্গে উইসকনসিনের নির্বাচনি প্রচারণায় অংশ নেবেন না। তিনি বলেন, ট্রাম্পের মন্তব্য শুনে তিনি ‘অসুস্থবোধ করছেন’। উতাহ অঙ্গরাজ‌্যের রিপাবলিকান গভর্নর গারি হারভার্ট জানান,তিনি ট্রাম্পের সমাবেশে যাবেন না, তাকে ভোটও দেবেন না।

আগেই মিট রমনি, জন কেসিক, জেব বুশ, লিন্ডসে গ্রাহামসহ অনেক সিনিয়র রিপাবলিকান নেতা ট্রাম্পকে ভোট দেবেন না বলে জানিয়েছেন।

এদিকে শনিবার তার ‘বিতর্কিত’ বক্তব্যের জন্য এক ভিডিও বিবৃতিতে ক্ষমা চেয়েছেন ট্রাম্প। বিবৃতিতে ট্রাম্প বলেন,‘আমি যা বলেছি এবং করেছি,তার জন্য আমি অনুশোচনায় ভুগছি। যারা আমাকে কাছ থেকে চেনেন, তারা জানেন,এসব কথা আমার সঙ্গে যায় না। আমি তা বলেছি,আমি ভুল ছিলাম,এজন্য আমি ক্ষমাপ্রার্থী।’

তিনি আরও বলেন,‘আমি কখনোই বলছি না,আমি একজন নিখুঁত মানুষ। যা আমি নই,তা হওয়ার চেষ্টাও আমি করিনি। আমি কেবল আগামী দিনে আরও ভালো একজন হতে চাই।’ ওই অডিও ফাঁসের পর ডেমোক্র্যাট পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন তার তীব্র নিন্দা জানান। তিনি টুইটারে লেখেন,‘এটা ভয়াবহ! আমরা এমন একজনকে প্রেসিডেন্ট নির্বাচিত হতে দিতে পারি না।’

ট্রাম্প তার বিবৃতিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের যৌন সম্পর্কের বিষয়টি তুলে ধরে বলেন, ‘প্রকৃতপক্ষে বিল ক্লিনটন নারীর প্রতি অবমাননা প্রদর্শন করেছেন। আর ওই নারীকে হিলারি গালাগালি করেছেন, আক্রমণ করেছেন,তাকে নিন্দা জানিয়েছেন।’

আগামী ৮ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র এক মাস আগে এই অডিও ফাঁস ট্রাম্পের জন্য বড় বিপর্যয় আনতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন। সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান

/এফইউ/

সম্পর্কিত
ভারতের মসলা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
প্রেসিডেনশিয়াল ডিবেটে মুখোমুখি হবেন বাইডেন-ট্রাম্প, যা জানা গেলো
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
দায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস আজদায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
শাহীনের বোলিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
শাহীনের বোলিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু