X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১
পাকিস্তানের আইবি প্রধানের দাবি

ভারতীয় ও আফগান গোয়েন্দা সংস্থা পাকিস্তানে জঙ্গিবাদের মদদদাতা

বিদেশ ডেস্ক
১৯ অক্টোবর ২০১৬, ১৩:২৭আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ১৩:৩৪
image

পাকিস্তানের আইবি মহাপরিচালক আফতাব সুলতান পাকিস্তানের ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) মহাপরিচালক জেনারেল আফতাব সুলতান দাবি করেছেন, গত তিন বছরে পাকিস্তানে আটক অনেক জঙ্গিরই ভারতীয় ও আফগান গোয়েন্দা সংস্থার সঙ্গে সংযোগ রয়েছে, যারা ওইসব গোয়েন্দা সংস্থার পক্ষেই কাজ করতেন। মঙ্গলবার সিনেটের স্ট্যান্ডিং কমিটির এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
জেনারেল আফতাব সুলতানের দাবি, ‘গত তিন বছরে পাকিস্তানের হাতে আটক ৮৬৫ জন জঙ্গির মধ্যে একটা বড় অংশই ভারতের গোয়েন্দা সংস্থা র’ এবং আফগানিস্তানের এনডিএস-এর সঙ্গে সম্পৃক্ত।’
তিনি আরও জানান, পাকিস্তান ও চীনের যৌথ বিশেষ অর্থনৈতিক অঞ্চল চায়না-পাকিস্তান ইকোনমিক করিডোর (সিপিইসি) বিদেশি গোয়েন্দা সংস্থা ও রাষ্ট্র-বিরোধী শক্তির হুমকিতে রয়েছে।
নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধানের বিষয়ে একটি প্রশ্নের জবাবে আফতাব সুলতান বলেন, আইবি ৪৭৮ জন নিখোঁজ ব্যক্তির বিষয়ে অনুসন্ধান চালাচ্ছিল, এর মধ্যে ৪২৭ জনের অনুসন্ধান সম্পন্ন হয়েছে।
এর আগে চলতি বছরের মার্চে পাকিস্তানের আইন-শৃঙ্খলা বাহিনী বালুচিস্তানের চমন অঞ্চলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুলভূষণ যাদব নামে এক ভারতীয়কে গ্রেফতার করে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় তার পরিচয় নিশ্চিত করে জানিয়েছিল যাদব একজন সাবেক নৌবাহিনী কর্মকর্তা। তবে পাকিস্তান কর্তৃপক্ষের দাবি, তিনি একজন ভারতীয় গোয়েন্দা, যিনি ইরান থেকে বালুচিস্তানে প্রবেশ করেন। তার কাছ থেকে ভুয়া পরিচয়ে পাকিস্তানে প্রবেশের একাধিক দলিল পাওয়া গেছে বলেও দাবি করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ওই কথিত ভারতীয় গোয়েন্দাকে ইসলামাবাদে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ওই পাকিস্তানি কর্মকর্তার দাবি, বালুচ বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ রক্ষার দায়িত্ব ছিল তার ওপর।
সূত্র: ডন।
/এসএ/ 

সম্পর্কিত
তাইওয়ান প্রণালীতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
সর্বশেষ খবর
গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন
গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
তাইওয়ান প্রণালীতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
তাইওয়ান প্রণালীতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
দলবল নিয়ে উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে
দলবল নিয়ে উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম