X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

আলেপ্পোয় নতুন করে যুদ্ধবিরতির কথা ভাবছে না রাশিয়া

বিদেশ ডেস্ক
২৫ অক্টোবর ২০১৬, ০৯:১৬আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ০৯:২০

আলেপ্পোয় নতুন করে যুদ্ধবিরতির কথা ভাবছে না রাশিয়া রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, সিরিয়ার আলেপ্পোতে যুদ্ধবিরতি বাড়ানোর কথা ভাবছে না মস্কো। তবে মানবিক কারণে মস্কো ও দামেস্ক আলেপ্পোয় সাময়িক যুদ্ধবিরতি পালন করেছে।

ইন্টারফ্যাক্স বার্তা সংস্থাকে রিয়াবকভ বলেন, মানবিক কারণে আবার যুদ্ধবিরতির প্রশ্নটি এখন আর প্রাসঙ্গিক নয়। বেসামরিক নাগরিক ও সরকারবিরোধী গেরিলাদের আলেপ্পোর পূর্বাঞ্চল ছেড়ে চলে যেতে দেওয়ার জন্য একতরফা যুদ্ধবিরতি দেওয়া হয়েছিল। সন্ত্রাসী গোষ্ঠীর জন্য এ যুদ্ধবিরতি প্রযাজ্য ছিল না।

শুক্রবার একদিন বিরতির পর শনিবার সন্ধ্যায় আলেপ্পোয় রাশিয়ার সর্বশেষ যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়।

রিয়াবকভ বলেন, যুদ্ধবিরতি ফের বাড়াতে “সরকারবিরোধী গেরিলা গোষ্ঠীগুলোর জন্য যথোপযুক্ত আচরণ নিশ্চিত করা দরকার; যারা হাসপাতাল খালি করার সময় অন্তর্ঘাতমূলক তৎপরতা চালিয়েছে। অথচ যুদ্ধবিরতির মূল লক্ষ্য ছিল বেসামরিক লোকজনকে সরিয়ে নেওয়া।”

এদিকে সিরিয়ার আলেপ্পো নগরীতে রবিবার প্রচণ্ড সংঘর্ষ ও বিমান হামলায় তিন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। দামেস্ক সরকারের মিত্র দেশ রাশিয়া ঘোষিত তিন দিনের অস্ত্রবিরতির মেয়াদ শেষ হওয়ার পর সেখানে আবারও এ প্রচণ্ড যুদ্ধ শুরু হয়। একতরফা তিন দিনের এ অস্ত্রবিরতি শেষ হলেও জাতিসংঘ এ সময়ের মধ্যে কোনও লোককে কোথাও সরিয়ে নেয়নি। আশা করা হয়েছিল, সরকারের কয়েক সপ্তাহের বোমা হামলা ও তিন মাসের অবরোধের পর এই সুযোগকে কাজে লাগিয়ে বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলে বিভিন্ন হামলায় আহত বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়া ও ত্রাণ সরবরাহ করা হবে। সূত্র: আল জাজিরা।

/এমপি/

সম্পর্কিত
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে পারে ইউক্রেন: গোয়েন্দা কর্মকর্তা
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে চায় রাশিয়া
সর্বশেষ খবর
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা